নেসলে বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

নেসলে বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি

ডিপ্লোমা ও স্নাতকোত্তর সমমান পাশে আকর্ষণীয় বেতনে, নেসলে বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। নেসলে বাংলাদেশ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। জর্জ পেইজ ও চার্লেজ পেইজ এবং হেনরী নেসলে এই দুইজন এটি প্রতিষ্ঠা করেছিলেন । এটি হচ্ছে একটি সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক খাদ্য এবং পানীয় কোম্পানী। যার অবস্থান সদর দপ্তর ভাদ, সুইজারল্যান্ডে। এটি বিশ্বের সবচেয়ে বড় খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানি। নেসলে পণ্য-সামগ্রীর মধ্যে রয়েছে শিশু খাদ্য, স্বাস্থ্য খাদ্য, বোতলজাত পানীয়, নাস্তা সামগ্রী, কফি এবং চা, কনফেকশনারী, ডেইরী পণ্য, আইস ক্রীম, হিমায়িত খাদ্য, গৃহপালিত পোানীর খাদ্য ও স্নেকস ইত্যাদি। এটির ২৯-টি ব্যান্ডের পণ্যের বার্ষিক বিক্রির পরিমান ১ বিলিয়ন।

এদের সারাদেশে কর্মি সংখ্যা ৩৩৯,০০০ জন। ফরচুন গ্লোবাল রেঙ্ক অনুযায়ী সবচেয়ে বড় পাবলিক কোম্পানী। সাম্প্রতিক নেসলে বাংলাদেশ জব সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনি যদি নেসলে কোম্পানি চাকরি করতে চান তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চলুন জেনে আসি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে সকল বিস্তারির। আর সরকারি বেসরকারি চাকরির খবর জানতে আমাদের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।

নেসলে বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2023

নেসলে বাংলাদেশ, নেসলে এস.এ. সুইজারল্যান্ডের অধীনস্ত একটি প্রতিষ্ঠান, ১৯৯৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে বর্তমানে উত্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত উল্লেখিত পদে নিয়োগ চলছেঃ

পদের নামঃ বয়লার অপরেটর
পদের সংখ্যাঃ অনির্দিষ্ট
বেতন স্কেলঃ আলোচনা সাপেক্ষ
অন্যান্য সুবিধাঃ কোম্পানির নিয়োম অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা পাসে সমমান
অভিজ্ঞতাঃ ২ থেকে ৫ বছর
বয়সসীমাঃ প্রয়োজন নেই
আবেদন ফিঃ প্রয়োজন নেই
আবেদনের মাধ্যমঃ অনলাআইন
লোকেশনঃ বাংলাদেশের যেকোনো স্থান
বিস্তারিত এই লিঙ্কেঃ www.nestle.com.bd

আবেদনের সময় সীমাঃ ২২ নভেম্বর ২০২৩

নেসলে নিয়োগ বিজ্ঞপ্তি

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও সঠিক সময়ে সঠিক তথ্য পেতে এখনই লাইক দিন!

সকল দেশের ভিসা চেক করুন অনলাইনে! সঠিক পরামর্শ নিন, সহজেই বিদেশ যান।

আবেদনের শেষ সময়ঃ ২২ নভেম্বর ২০২৩

আবেদন করুন

নেসলে বাংলাদেশ লিমিটেড চাকরি ২০২৩

আবেদনের নিয়ম

দায়িত্বসমূহঃ

  1. প্ল্যান্ট এর যন্ত্রপাতি, বিল্ডিং এবং অন্যান্য সম্পদ রক্ষণাবেক্ষণ।
  2. শিফট ডিউটি করতে হবে। শিফটে কোনও সমস্যা দেখা দিলে তা সমাধান করতে হবে।
  3. যন্ত্র সঞ্চালন এবং ওয়েন্টিং (আরক এবং টিআইজি) এবং অন্যান্য পরিবর্তনমূলক কাজ করতে হবে। ফ্যাক্টুরি বন্ধ কালীন
  4. সময়ে কোন জরুরি সহায়তা প্রয়োজন হলে তা করতে হবে।
  5. শিফটে রিপোর্টিং অফিসার দ্বারা নির্ধারিত যে কোনও কাজ করতে হবে।

যোগ্যতাঃ

  1. ৩ বছরের মেকানিক্যাল (মেশিনিস্ট) কোর্স
  2. যন্ত্রের ট্রাবলশুটিং সম্পর্কে জ্ঞান
  3. আরক এবং টিআইজি ওয়েন্টিং সার্টিফিকেট এবং এর উপাদান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা বাধ্যতামূলক
  4. মেকানিক্যাল ড্রয়িং এবং লেদ মেশিন অপারেশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান
  5. কাজের নৈতিকতা, ন্যায়পরায়নতা, সততা, সুরক্ষা, সম্মতি এবং মানের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধতা

অভিজ্ঞতাঃ

ন্যুনতম ৬ থেকে ৮ বছরের এফএমসিজি ফার্মাসিউটিকাল অথবা অন্য যে কোন ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী কাম্য।

আবেদনঃ

অভিজ্ঞ আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে নিম্নোক্ত ডকুমেন্ট গুলো পজিশন এর নামসহ স্পষ্টভাবে
উল্লেখ করে এই ই-মেইল ত্যাড্রেস এ পাঠিয়ে দেয়ার জন্য  technicaljobs@e-zonebd.com 

প্রয়োজনীয় কাগজঃ

  1. সিভি
  2. জাতীয় পরিচয় পত্র
  3. সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি

আবেদনকারীর অবশ্যই ই-মেইল আ্যাড্রেস থাকতে হবে পরবর্তী ভেরিফিকেশন ও আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ এর জন্য। যেহেতু আমরা সমসুযোগ প্রদানকারী নিয়োগকর্তা, তাই মহিলা এবং শারীরিক ভাবে অক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। মেধাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে, আমাদের সাফল্য আমরা মেধার ভিত্তিতে নির্ধারণ করার প্রতিশ্রুতি দিয়ে থাকি। যে কোন প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ সুপারিশ আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আমরা আপনাদের জানাতে চাই যে, নেসলে বাংলাদেশ লিমিটেড (“নেসলে”) আপনাদের ব্যক্তিগত তথ্য যথাযথ নিয়োগ ও ব্যাবস্থাপনার জন্য সংগ্রহ করছে। নেসলেতে গ্লোবাল ডাটা প্রাইভেসি এবং স্থানীয় বিধিনিয়ম অত্যন্ত নিষ্ঠার সাথে মেনে চলা হয় এবং আমরা ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষন এবং ব্যাবহার করব শুধুমাত্র নিয়োগদানের কার্যক্রমের জন্য। আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্য নিজ ইচ্ছায় এবং সম্মতিতে জমা দিচেহুন। আরো বিভিন্ন বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://jobcircularpro.com/

নেসলে বিশ্বের সবচেয়ে বড় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, এটির মূলধন ২৩১ বিলিয়ন সুইস, মে ২০১৫-এর হিসেবে যার পরিমাণ ২৪৭$ বিলিয়ন ডলারের থেকেও বেশি। ২০১৪ সালে এর বিক্রয়ের পরিমাণ ছিলো ৯১.৬১ বিলিয়ন সুইস ফ্রা এবং সে বছর মুনাফার পরিমাণ ছিলো ১৪.৪৬ বিলিয়ন সুইস ফ্রা। যার মধ্যে গবেষণা ও উন্নয়নমূলক কাজে ব্যয় ছিলো ১.৬৩ বিলিয়ন সুইস ফ্রা। 

বিষয়শ্রেণী অনুযায়ী বিক্রয়ের পরিমাণ (সুইস ফ্রার হিসাবে) 

    • গুঁড়া ও তরলজাত দ্রব্য ২০.৩ বিলিয়ন
    • দুগ্ধজাতপন্য ও আইসক্রীম ১৬.৭ বিলিয়ন
    • প্রস্তুত খাদ্য ও রান্না উপকরন ১৩.৫ বিলিয়ন
    • পুষ্টি ও স্বাস্থ্য বিজ্ঞান ১৩.১ বিলিয়ন
    • গৃহপালিত পশুখাদ্য ১১.৩ বিলিয়ন
    • কনফেকশনারী ৯.৬ বিলিয়ন
    • পানি ৬.৯ বিলিয়ন

ভৌগোলিক অঞ্চল অনুযায়ী বিক্রয় 

    • আমেরিকায় ৪৩%
    • ইউরোপে ২৯%
    • এশিয়া, ওশেনিয়া এবং আফ্রিকা ২৮%

যৌথ মূলধনী প্রতিষ্ঠানঃ

  • জেনারেল মিলস এর সাথে বিশ্বব্যাপি ক্যারিয়েল অংশীদারত্ব (৫০%/৫০%)[১৮]
  • দি কোকা-কোলা কোম্পানি সঙ্গে বিশ্বব্যাপি ব্যভারেজ অংশীদারত্ব (৫০%/৫০%)[১৯]
  • “ল্যাকটালিজের সঙ্গে (৪০%/৬০%)[২০]
  • কোলগেট-পালমোলিভের সঙ্গে (৫০%/৫০%)[২১]
  • ইন্দোফুড ইন্দোনেশিয়ার সঙ্গে (৫০%/৫০%)[২২]
  • স্নো ব্র্যান্ড মিল্ক-প্রোডাক্ট এর সঙ্গে (৫০%/৫০%)[২৩]
  • নেসলে গ্রুপো মনডেলোর সঙ্গে
  • দুগ্ধজাত সরবরাহকারী ফনটেরার সঙ্গে (৫১%/৪৯%)

প্রয়োজনে যোগাযোগ করুনঃ

নেসলে বাংলাদেশ লিমিটেড
নিনকাববো স্তর 4, 227 / এ তেজগাঁও-গুলশান লিংক রোড,
তেজগাঁও শিল্পাঞ্চল, 120াকা 1208, বাংলাদেশ।
টেলিফোন: 09609609222 (সকাল 10:00 টা থেকে 6:00, রবিবার থেকে বৃহস্পতিবার)
নেসলে বাংলাদেশ গ্রাহক ব্যস্ততা কেন্দ্র: 08000 161271 (নিখরচায় টোল)
নেসলে বাংলাদেশ গ্রাহক পরিষেবা মেলবক্স: WeCare@bd.nestle.com


নেসলে বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, নেসলে বাংলাদেশ চাকরি, নেসলে কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি, নেসলে বাংলাদেশ লিমিটেড চাকরি , নেসলে নিয়োগ বিজ্ঞপ্তি,নেসলে নিয়োগ,নেসলে বাংলাদেশ নিয়োগ,নেসলে তে নিয়োগ,নেসলে বাংলাদেশ লিমিটেড চাকরি ২০২৩,নেসলে বাংলাদেশ জব সার্কুলার, Nestle Bangladesh job, nestle bangladesh job circular, nestlé bangladesh job circular 2023, nestle bangladesh job vacancy, job in nestle bangladesh, jobs in nestle bangladesh, nestle bd job circular 2023,