সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Samajik Seba Songothon Job Circular 2022

সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি

স্নাতকোত্তর সমমান পাশে বিভিন্ন পদে, ন্যায্য টাকা বেতনে, সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Samajik Seba Songothon Job Circular 2022) প্রকাশ হয়েছে। নিম্ন পদে ফ্রি আবাসন শহর ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা, প্রতি বছর জুন মাসের শেষে প্রাপ্যতার ভিত্তিতে সর্বোচ্চ ১০ দিনের বেতন সম-পরিমান অর্জিত ছুটির টাকা প্রদান, উৎসব ভাতা (৩ টি), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দক্ষতা অনুসারে ইনসেনটিভ ও পদোন্নতির ব্যবস্থা রয়েছে। তাছাড়া সংস্থায় যোগদানের ০১ (এক) মাস পর কিছু শর্ত সাপেক্ষে সুদ-মুক্ত মোটর সাইকেল ঋণ এবং সুদ-মুক্ত বাই-সাইকেল ঋণ সুবিধা রয়েছে । আবেদন কারিকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। আবেদন কারি বা আগ্রহী প্রার্থীকে ডাকযোগ/সরাসরি আবেদন করে হবে।

নির্ধারিত তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন এনজিও , প্রধান কার্যালয়, সামাজিক সেবা সংগঠন ভবন, স্কুল রোড, পাথরাইল, দেলদুয়ার, টাংগাইল বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর সহ), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে পাঠাতে হবে। উল্লেখ্য চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের অবশ্যই যোগদানের সময় ১০,০০০ টাকা জামানত (ফেরত যোগ্য) প্রদান করতে হবে।

সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নাম  সামাজিক সেবা সংগঠন
বিজ্ঞপ্তির ধরন এনজিওতে চাকরি
পদের সংখ্যা ১৩৩ জন
পড়াশোনার যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর পাশ
 অভিজ্ঞাতা — বছরের
কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন/সম্মানী স্কেল আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন নারী ও পুরুষ
বয়স সীমা নির্ধারিত নয়/সর্বোচ্চ
আবেদনের নিয়ম ডাকযোগ এর মাধ্যমে আবেদন করতে হবে
অফিসিয়াল সাইট  
নতুন বিজ্ঞপ্তির সাইট www.JobCircularPro.com
আবেদনের শেষ সময় ১০ জুলাই ২০২২

সামাজিক সেবা সংগঠন নিয়োগ 2022

১। পদের নামঃ জোনাল ম্যানেজার, পদ সংখ্যা-০৩, বয়স-সর্বোচ্চ ৪৫ বছর,
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ (কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়), 
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতাঃ
ক) আগ্রহী প্রার্থীকে পিকেএসএফ এর অর্থায়ণে পরিচালিত ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিওতে ন্যূনতম ২০ টি শাখা পরিচা লনার ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
খ) প্রার্থীকে অবশ্যই এমএসওয়ার্ড ও এমএসএাে বিষয়ে দক্ষ হতে হবে এবং ঋণ কর্মসূচী বিষয়ক সফটওয়্যার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
গ) মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
বেতনঃ শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ৫০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৬০,০৯০ টাকা। 
মাসিক ভাতাঃ মোবাইল বিল ৫০০ টাকা, মোটর সাইকেল জ্বালানী বিল প্রতি কিঃমিঃ ২.৬৫ টাকা ।

২। পদের নামঃ এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা-১০, বয়স সর্বোচ্চ ৪২ বছর, 
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ (কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়), 
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতাঃ 
ক) আগ্রহী প্রার্থীকে পিকেএসএফ এর অর্থায়ণে পরিচালিত ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিওতে ন্যূনতম ০৫ টি শাখা পরিচা লনার ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
খ) প্রার্থীকে অবশ্যই এমএসওয়ার্ড ও এমএসএঙ্গে বিষয়ে দক্ষ হতে হবে এবং ঋণ কর্মসূচী বিষয়ক সফ্টওয়্যার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
গ) মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
বেতনঃ শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ৩৬,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪৪,১০০ টাকা। 
মাসিক ভাতাঃ মোবাইল বিল ৪০০ টাকা, মোটর সাইকেল জ্বালানী বিল প্রতি কিঃমিঃ ২.৬৫ টাকা।

৩) পদের নামঃ শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা-২০, বয়স সর্বোচ্চ ৩৮ বছর, 
শিক্ষাগত যোগ্যতঃ স্নাতকোত্তর পাশ (কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়), 
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতাঃ
ক) আগ্রহী প্রার্থীকে পিকেএসএফ এর অর্থায়ণে পরিচালিত ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিওতে সমপদে ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

খ) প্রার্থীকে অবশ্যই এমএসওয়ার্ড ও এমএসএড্সে বিষয়ে দক্ষ হতে হবে এবং ঋণ কর্মসূচী বিষয়ক সফ্টওয়্যার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
গ) মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। 
বেতনঃ শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ২৯,১৬০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৫, ৭২১ টাকা। 
মাসিক ভাতাঃ মোবাইল বিল ৩০০ টাকা, মোটর সাহলে জ্বালানী বিল প্রতি কিঃমিঃ ২.৬৫ টাকা ।

৪। পদের নামঃ ফিল্ড অফিসার, পদ সংখ্যা-১০০, বয়স- সর্বোচ্চ ৩২ বছর, 
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ (জিপিএ ২.৫ এর নীচে গ্রহণযোগ্য নয়), 
বেতনঃ শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ১৮,৫৭৬ টাকা এবং স্থায়ীকরণের পর ২২, ২২৬ টাকা। 
মাসিক ভাতাঃ মোবাইল বিল ২০০ টাকা, মোটর সাইকেল জ্বালানী বিল ৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ হলে মাসিক ৪০০ টাকা শিক্ষা ভাতা

Samajik Seba Songothon Job Circular 2022