পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : ৪৯ টি পদে বাপাউবো নিয়োগ নোটিশ প্রকাশ করা হয়েছে। আপনি যদি Pani Unnoyon Board Job Circular 2023 চাকরি করতে আগ্রহি হয়ে থাকেন তাহলে দ্রুত অনলাইনের মাধ্যমে আবেদন করুন। আবেদনের সময় খুব সীমিত তাই সকল প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করে দ্রুত আবেদন করুন। আবেদন কারিকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। অসম্পূর্ণ / ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতে ইচ্ছুক প্রার্থিদের সম্পূর্ণ পদের নাম, প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজি, জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্ম নিবন্ধন সনদের নম্বর ও তারিখ, জন্ম তারিখ, মাতার নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পত্র যোগাযোগের ঠিকানা, মোবাইল ফোন নাম্বার ও ইমেইল (যদি থাকে), ধর্ম, শিক্ষাগত যোগ্যতা (পাশের সন বিষয়ে প্রাপ্ত বিভাগ/শ্রেণী/গ্রেড) উল্লেখ করে আবেদন করতে হবে।
পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2023
পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) নিয়োগ বিজ্ঞপ্তি 2023 একটি চিত্র ফাইলে রূপান্তরিত হয়েছে, যাতে প্রত্যেকে সহজেই BWDB Job Circular টি পড়তে এবং ডাউনলোড করতে পারে। আমাদের লক্ষ্য কর্মসংস্থান সম্পর্কিত সমস্ত তথ্য সরবরাহ করা। এই পরিষেবা বেকারত্ব হ্রাসে ভূমিকা পালন করবে।
🔎 নতুন আপডেট পেতে ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন;
আমাদের ফেসবুক পেজ:👉🏾 √JobCircularPro
আমাদের ফেসবুক গ্রুপ:👉🏾 √চাকরির নিয়োগ সার্কুলার
🌐 আমাদের ওয়েবসাইট 👉🏿 Job Circular Pro.com
পানি উন্নয়ন বোর্ড নিয়োগ
প্রতিষ্ঠানের নাম: পানি উন্নয়ন বোর্ড
পদের সংখ্যা: ৬ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী পাশ
মাসিক বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা
👤 আবেদনপত্র পূরণের সতর্কতা
➡️ ফরম পূরনের পূর্বে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন
➡️ ধীরস্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন। যাতে কোনও প্রকার তথ্য ভূল না হয়;
➡️ মিথ্যা বা বিভ্রান্তিমুলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে;
➡️ কোনো প্রকার অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে;
➡️ অসম্পূর্ণ / ভুল তথ্য সম্বলিত দরখাস্ত বাতিল করা হবে;
বাপাউবো নিয়োগ
পানি উন্নয়ন বোর্ড বাপাউবো জব সার্কুলারের কিছু তথ্য |
|
প্রতিষ্ঠানের নাম | পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) |
জবের ধরন | সরকারি চাকরি |
প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
পদের সংখ্যা | ৪৯ টি জনবল |
পড়াশোনার যোগ্যতা | স্নাতক সমমান পাশ |
বেতন/সম্মানী স্কেল | ২২০০০-৫৩০৬০/= টাকা |
আবেদন ফি | ৬০০/= টাকা |
আবেদনের মাধ্যম | অনলাইনের মাধ্যমে কাগজ-পত্র জমা দিতে হবে |
আবেদনের লিংক | rms.bwdb.gov.bd |
অফিসিয়াল সাইট | www.bwdb.portal.gov.bd |
নতুন চাকরি সাইট | JobCircularPro.com |
আবেদন শেষ তারিখ | ২৮ মে ২০২৩ |
পানি উন্নয়ন বোর্ড নোটিশ
পানি উন্নয়ন বোর্ড নোটিশ: ৫৯ টি পদে, নির্ধারিত টাকা বেতনে, একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফি প্রতি পদে ৬০০/= টাকা। আবেদনের শেষ সময় হল ২৮ মে ২০২৩ ইং তারিখ।
Apply Online: rms.bwdb.gov.bd/orms
Pani Unnoyon Board Job Circular 2023
পানি উন্নয়ন বোর্ডে নিয়োগের অনলাইনে আবেদনের শর্ত ও নিয়মাবলী:
- আগ্রহী চাকরি প্রার্থীকে https://rms.bwdb.gov.bd সাইটে ঢুকে আবেদনপত্র পূরণ ও প্রেরণ করতে হবে। সরাসরি/ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
- প্রার্থীকে বাপাউবোর সাইটে আপনার মোবাইল নাম্বার ব্যাবহার করে সাইন আপ করতে হবে। একটি ইমেল এড্রেস এড করতে পারেন। এ সময় একটি পাসওয়ার্ড দিন, এরপর তা সেইভ করে রাখুন।
- পরবর্তীতে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যাবহার করে বাপাউবোর সাইটে লগিন করতে হবে।
- আবেদনপত্রে প্রার্থী ০৩ মাসের মধ্যে তোলা রঙ্গিন ছবি (৩০০*৩০০) পিক্সেল এবং স্বাক্ষর ( ৩০০* প্রস্থ ৮০) পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kbও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ kb এর মধ্যে হতে হবে।
- আবেদনের সময়সীমার মধ্যে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করার পর আবেদন পত্র সাবমিট করুন। এরপর আপনি একটা ইউজার আইডি পেয়ে যাবেন।
- User ID প্রাপ্ত প্রার্থীগণ সে সময় থেকে পরবর্তী ৭২ বোহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি বা পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- নিয়োগ ও কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিমালা আরোপিত হবে।
- আবেদনকারীর বয়স সর্বনিন্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বেত্রিশ) বৎসর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে ২৫ মার্চ ২০২০ তারিখেও সর্বোচ্চ বয়সসীমাও থাকলে আবেদন করতে পারবেন।
- সরকারি/আধা সরকারি স্বায়তৃশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
- প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- পানি উন্নয়ন বোর্ড জব সার্কুলারে উল্লেখিত পদের সংখ্যা কম/বেশি করার ক্ষমতা রাখে অধিদপ্তর এবং সার্কুলার বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
- চাকরি প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়ত ভাতা প্রদান করা হবে না।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে
যোগাযোগের ঠিকানা
মহাপরিচালক এর দপ্তর
পানি ভবন, লেভেল-৫, ৭২ গ্রীন রোড, ঢাকা-১২০৫
ওয়েব সাইট: http://www.bwdb.gov.bd
Apply Online: rms.bwdb.gov.bd/orms
♣♣ সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমরা সেই চাকরির খবরটি আপনাদের জন্য আমরা https://jobcircularpro.com ওয়েবসাইটের আপডেট করার চেষ্টা করে থাকি। প্রতি নিয়ত আপডেট নতুন চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকুন। ♣♣
Bangladesh Water Development Board BWDB Job Circular
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যাবলী সমূহ:
সরকার কর্তৃক গৃহীত জাতীয় পানি নীতি ও জাতীয় পানি মহাপরিকল্পনার আলোকে এবং এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন এবং তদুদ্দেশ্যে প্রয়োজনীয় প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মূল্যায়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবে, যথাঃ-
কাঠামোগত কার্যাবলী:
- নদী ও নদী অববাহিকা নিয়ন্ত্রণ ও উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রন, পানি নিস্কাশন, সেচ ও খরা প্রতিরোধের লক্ষ্যে জলাধার, ব্যারেজ, বাঁধ, রেগুলেটর বা অন্য কোন অবকাঠামো নির্মাণ;
- সেচ, মৎস্য চাষ, নৌ-পরিবহণ, বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে পানি প্রবাহের উন্নয়ন কিংবা পানি প্রবাহের গতিপথ পরিবর্তনের জন্য জলপথ, খালবিল ইত্যাদি পুনঃ খনন;
- ভূমি সংরক্ষণ, ভূমি পরিবৃদ্ধি ও পুনরূদ্ধার এবং নদীর মোহনা নিয়ন্ত্রণ;
- নদীর তীর সংরক্ষণ এবং নদী ভাঙ্গন হইতে সম্ভাব্য ক্ষেত্রে শহর, বাজার, হাট এবং ঐতিহাসিক ও জাতীয় জনগুরুত্বপূর্ণ স্থানসমূহ সংরক্ষণ;
- উপকূলীয় বাঁধ নির্মাণ ও সংরক্ষণ;
- লবণাক্ততার অনুপ্রবেশ রোধ এবং মরুকরণ প্রশমন;
- সেচ, পরিবেশ সংরক্ষণ ও পানীয় জল আহরণের লক্ষ্যে বৃষ্টির পানি ধারণ।
অ-কাঠামোগত ও সহায়ক কার্যাবলী:
- বন্যা ও খরা পূর্বাভাষ ও সতর্কীকরণ;
- পানি বিজ্ঞান সম্পর্কিত অনুসন্ধান কার্য পরিচালনা এবং এতদসম্পর্কিত তথ্য ও উপাত্ত গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ;
- পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় এবং সম্ভাব্য ক্ষেত্রে বোর্ডের সৃষ্ট অবকাঠামোভুক্ত নিজস্ব জমিতে বনায়ন, মৎস্য চাষ কর্মসূচী বাস্তবায়ন এবং বাঁধের উপর রাস্তা নির্মাণ;
- বোর্ডের কার্যাবলীর উপর মৌলিক ও প্রায়োগিক গবেষণা;
- বোর্ড কর্তৃক বাস্তাবায়িত প্রকল্পের সুফল সংশ্লিষ্ট সুবিধাভোগীদের মধ্যে অব্যাহত রাখার লক্ষ্যে সুবিধাভোগীদের সংগঠিতকরণ,প্রকল্পে তাহাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রকল্প রক্ষণাবেক্ষণ ও পরিচালন এবং প্রকল্প ব্যয় পুনরুদ্ধার সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল ও প্রাতিষ্ঠানিক কাঠামো উদ্ভাবন, বাস্তবায়ন ও পরিচালন।
বোর্ড উপ-ধারা (১)-এ বর্ণিত কার্যাবলী নিম্নবর্ণিত শর্তাদি পালন সাপেক্ষে সম্পাদন করিবে, যথা:
- প্রকল্প গ্রহণের জন্য সরকার কর্তৃক নির্দেশিত মানদন্ড অনুসরণপূর্বক প্রকল্প প্রস্তাবনা পেশকরণ;
- কারিগরী সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে নতুন উপাত্ত সংগ্রহ কিংবা ভৌত ও গানিতিক মডেল সমীক্ষার প্রয়োজন থাকিলে উহা সম্পাদন;
- প্রকল্পের পূর্ণ সফলতার জন্য যে সকল মন্ত্রণালয় ও সংস্থার অংশগ্রহণ প্রয়োজন, প্রকল্প প্রক্রিয়াকরণের শুরু হইতেই উহাদের সম্পৃক্তকরণ এবং প্রকল্পে উহাদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম সন্নিবেশকরণ;
- প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে প্রকল্প এলাকার জনগণের অংশগ্রহণ সম্পর্কিত প্রতিবেদন প্রণয়ন এবং প্রকল্প দলিলে উহার প্রাতিষ্ঠানিক বিন্যাস লিপিবদ্ধকরণ;
- ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরন ও পুনর্বাসন সংক্রান্ত স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পেশকরণ;
- প্রকল্প বাস্তবায়নের ফলে কৃষিকাজ, পরিবেশ, নৌ-চলাচল, পানি প্রবাহ, মৎস্য সম্পদ, জনজীবন ও পারিপার্শ্বিক এলাকায় উহার প্রভাব ও বিরুপ প্রতিক্রিয়া (যদি থাকে) এবং উহার সম্ভাব্য প্রতিকার সম্পর্কে প্রতিবেদন প্রণয়ন।