৭০৭ পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতায় ৭০৭ পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023 অফিসিয়াল www.mopme.gov.bd ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। নিম্ন পদে সরকারি চাকরির খবর খুঁজতে এসে আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম জানাচ্ছি প্রথমেই। Prathomik O Gono Shikkha Montronaloy Job Circular 2023 আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন কারিকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (এমওপিএমই) নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। তাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জব সার্কুলার পোস্টটি  মনোযোগ দিয়ে পড়ে আবেদন করুন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ ২০২৩ সহ সরকারি ও বেসরকারি সকল নতুন জব সার্কুলার সম্পর্কিত তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আপনি যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ এর জন্য আবেদন করতে চান তবে আপনাকে নিচের দেয়া সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়া উচিত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরির সকল তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হলঃ

প্রতিষ্ঠানের নাম  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিজ্ঞপ্তির ধরন মন্ত্রণালয়ে চাকরি
পদের সংখ্যা ৭০৭ টি
পড়াশোনার যোগ্যতা মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক, স্নাতক (সম্মনা) ডিগ্রী সমমান  পাশ
 অভিজ্ঞাতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ দেখুন
কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন/সম্মানী স্কেল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিত্রে
প্রার্থীর ধরন নারী ও পুরুষ
বয়স সীমা ১৮-৩০ বছর
আবেদনের নিয়ম অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে
আবেদনের লিংক http://bnfe.teletalk.com.bd
অফিসিয়াল সাইট www.mopme.gov.bd
নতুন বিজ্ঞপ্তির সাইট Job Circular Pro
আবেদনের শেষ সময় ১৯ জুলাই ২০২৩

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ ২০২৩

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ ২০২৩ এ নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পাবেন। এমওপিএমই সার্কুলার ২০২৩ আবেদনের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট থেকে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে http://bnfe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আপনি এই পােস্টের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (এমওপিএমই) চাকরির সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে সকল তথ্য গুলি ভালোকরে পড়ুন।

পদের নামঃ অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ২৬৫  টি
পড়াশোনার যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাশ
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
প্রার্থীর বয়সঃ ১৮-৩০ বছর
মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা

পদের নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ৪৪২ (চারশত বিয়াল্লিশ) টি
পড়াশোনার যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাশ
প্রার্থীর বয়সঃ ১৮-৩০ বছর
মাসিক বেতনঃ ৮২৫০-২০০১০/- টাকা।

আবেদনের শুরু সময় : ২০ জুন ২০২৩ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১৯ জুলাই ২০২৩ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি-গাইডলাইন পেতে এখনি ভর্তি হয়ে যান 👉

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নোটিশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উপজেলা পর্যায়ে রাজস্ব খাতের নোটিশ অনুযায়ী  নিম্নোক্ত নবসৃষ্ট পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দিবে। আপনি যদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

একনজরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চাকরি’র  নোটিশ চিত্র সহ নিচে সংযুক্তি করা হল;

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023

আবেদন শেষ সময়ঃ ১৯ জুলাই ২০২৩

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরির আবেদনর শর্তাবলি:
১. এ নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র ওয়েবসাইটে (www.bnfe.gov.bd) এবং http://bnfe.teletalk.com.bd তে পাওয়া যাবে।
২. অনলাইনে আবেদনপত্র পূরণঃ
(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে http://bnfe.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমাঃ

(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২০.০৬.২০২৩ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা।
(ii) Online এ আবোদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৯.০৭.২০২৩ খ্রি: তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস (SMS) এ পরীক্ষার ফি জমা দিতে হবে।
(খ) Online আবেদনপত্রে প্রার্থীকে তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ।
(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিধিমালা SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান

Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন করা প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভূল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্টি করে সংরক্ষণ করবেন। Applicant’s copy তে একটি User ID Number দেওয়া থাকবে এবং User ID Number ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid Mobile Number এর মাধ্যমে ০২(দুই) টি SMS করে ক্রমিক নং ১ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/-(তেইস) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইস) টাকা এবং ২ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/-(বারো) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

SMS এর নিয়মাবলীঃ
প্রথম SMS: BNFE UserID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BNFE ABCDEF
Reply: Applicant’s Name, Tk-223/112 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BNFE YesPIN and send to 16222
দ্বিতীয় SMS: BNFE YesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BNFE YES 12345678
Reply: Congratulation Applicant’s Name, Payment completed successfully for BNFE Application for (post name) User ID is (ABCDEF) and Password (XXXXXX).

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bnfe.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS READ করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরপ করা বাঞ্চণীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে, মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i) User ID জানা থাকলে: BNFE Help User UserID & Send to 16222.
Example: BNFE HELP USER ABCDEF
ii) PIN Number জানা থাকলে: BNFE Help UserPIN & Send to 16222.
“Example: BNFE HELP PIN ABCDEF

(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র ওয়েবসাইট www.bnfe.gov.bd দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/bnfe ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bnfe.gov.bd ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে জানা যাবে।
(ঞ) Online-এ আবেদনে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথাব নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd এই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। [Mail এর Subject এ Organization Name: BNFE, Post Name: ******* Applicant’s User ID ও Contact Number] অবশ্যই উল্লেখ করতে হবে।
(ট) ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশ এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনিক নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

♣♣ সকল সরকারি চাকরি ও  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ মাত্রই আমরা সেই চাকরির খবরটি আপনাদের জন্য আমরা https://jobcircularpro.com ওয়েবসাইটের আপডেট করার চেষ্টা করে থাকি। প্রতি নিয়ত আপডেট নতুন চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকুন। ♣♣

প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ পরিক্ষার ফলাফল

একনজরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ পরিক্ষার ফলাফল নিচে সংযুক্তি করা হয়েছে। 

Visit Official Website: www.bnfe.gov.bd

Apply Online: www.BLP.teletalk.com.bd

♦♥ লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ  ♥♦


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ,প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023 ,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় bd ,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়.com , www প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় wikipedia ,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2023 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ছুটির তালিকা 2023 , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরি,