সাম্প্রতিক ঘাসফুল (Ghashful) এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে ! পিকেএসএফ এর সহযোগীতায় ঘাসফুল এর মাধ্যমে বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় নওগাঁ জেলার, নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়নে নিম্নলিখিত পদে চাকরি করতে আগ্রহী ও বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে যোগ্যতা সম্পূর্ন প্রার্থীদের কাছ থেকে ডাকযোগের মাধ্যমে সঠিক নিয়ম মেনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। Ghashful Ngo Job Circular 2023 সহ আরো চাকরির খবর জানতে জব সার্কুলার প্রো ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল করুন ও নির্ধারিত ফি প্রদান করুন। ঘাসফুল এনজিও তে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ / ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
ঘাসফুল এনজিও নিয়োগ ২০২৩
ঘাসফুল এনজিও তে আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা রঙ্গিন দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও স্ব-স্ব মোবাইল নম্বরসহ আবেদনপত্র জরুরী ভিত্তিতে নির্ধারিত তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ, ঘাসফুল, প্রধান কার্যালয়, বাড়ি নং- ৬২, রোড নং- ০৩, ব্লক-বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম” এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি পৌছাতে হবে। ই-মেইলের মাধ্যমেও আবেদন পাঠাতে পারেন (hr@ghashful-bd.org)।
প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষার স্থান, তারিখ ও সময় আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নম্বরে জানানো হবে। উল্লেখ্য যে ঘাসফুল নিয়োগ বিজ্ঞপ্তির প্রলোভন সংক্রান্ত বিষয়ে বিকাশ বা নগদে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না, লেনদেন করলে কতৃপক্ষ জানতে পারলে আবেদন কারিকে অযোগ্য হিসেবে বিবেচিত হব, এবং কোন ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে ঘাসফুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। জব সার্কুলার প্রো ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন
ঘাসফুল নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম | ঘাসফুল এনজিও |
বিজ্ঞপ্তির ধরন | এনজিও তে চাকরি |
পদের সংখ্যা | — জন |
পড়াশোনার যোগ্যতা | স্নাতক / স্নাতকোত্তর সমমান পাস |
কর্মস্থল | বাংলাদেশের যেকোনো স্থানে |
বেতন/সম্মানী স্কেল | পদ ভেদে প্রদান করা হবে |
প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
বয়স সীমা | সর্বোচ্চ ৪০ বছর |
আবেদনের নিয়ম | ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি আবেদন করতে পারবেন |
অফিসিয়াল সাইট | www.ghashful-bd.org |
নতুন বিজ্ঞপ্তির সাইট | www.JobCircularPro.com |
আমাদের ফেজবুক পেজ | Facebook Page |
আমাদের FB গ্রুপ | Facebook Group |
আবেদনের শেষ সময় | ১১ জানুয়ারি ২০২৩ |
Ghashful Ngo Job Circular 2023
আবেদনের শেষ তারিখ: ১১ জানুয়ারি ২০২৩
সামাজিক বনায়ন কর্মসূচী: প্রতিবছর বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা এলাকাবাসীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বনায়ন সৃস্টি করে থাকে। হাটহাজারী সদর ও সরকারহাট এই ২টি শাখার মাধ্যমে এই কর্মসূচীর আওতায় সদস্যগণ ঋণবীমা , প্যারামেডিক সেবা , হাসপাতাল নগদ সুবিধা বীমা ও গবাদি পশু বীমা করার সুবিধা রয়েছে। বর্তমানে প্যারামেডিকস সেবা চালু রয়েছে এবং খুব শীঘ্রই অন্যন্য সুবিধা চালু হবে।
১. মেখলে বসতবাড়ীতে অর্গানিক চা চাষের সম্ভাবনা যাচাই এবং বাস্তবায়ন।
২. মেখল ইউনিয়নের চালিত সেচ পাম্পগুলোকে সোলারে রুপান্তর, যাতে বিদ্যুৎ ও সেচ খরচ কমে।
৩. হালদা নদীর পোনা সংরক্ষন ও হালদার সম্ভাবনাকে উপযোগী করে তোলার জন্য প্রকল্প গ্রহন।
৪. সম্ভাবনাময়ী ও ঐতিহ্যবাহী ু জনপ্রিয় হাটহাজারীর মরিচ চাষে মানউন্নয়ন ও বাজারজাতকরণে সহযোগিতা।
৫. গজ ও ব্যান্ডেজ তৈরীর উপকরন প্রস্তুতে এলাকায় প্রশিক্ষন দান ও মার্কেটিং লিংকেজ তৈরী ।
৬. ইউনিয়নের শিক্ষিত ও আগ্রহী যুবকদের ফিল্যান্সার হিসাবে প্রস্তুতের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা। যাতে মেখলে থেকে আন্তর্জাতিক শ্রম বাজারে প্রবেশ করতে পারে।
৭. মেখলে ভিক্ষুক পুনবার্সনের লক্ষ্যে সম্পাদিত জরিপে ২৭ জন ভিক্ষুক চিহ্নিত হয়েছে। আমরা অচিরেই তাদের পুনর্বাসন করবো।