আর্মি মেডিকেল কোরে নিয়োগ ২০২২

আর্মি মেডিকেল কোরে নিয়োগ

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর/ এফসিপিএস/ এফআরসিএস/ এমএস/ এমডি সমমান পাশ, আর্মি মেডিকেল কোরে নিয়োগ ২০২২ প্রকাশ করেছে । আর্মি মেডিকেল কলেজে ডিএসএসসি (স্পেশাল পারপাস)- এএমসি (পুরুষ/মহিলা) যোগ দিতে চান তা হলে আপনি অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময় সীমার মধ্যে আপনার আবেদন করতে হবে । আর্মি মেডিকেল কোরে যোগদানের জন্য তিনটি উপায় রয়েছে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ক্যাডেট হিসাবে ভর্তি হওয়া, স্বল্প মেয়াদী কমিশনের মাধ্যমে ক্যাপ্টেন পদে যোগদান করে , স্নাতকোত্তর সম্পন্ন করে সরাসরি মেজর পদে যোগদান করে । সেনাবাহিনী মেডিকেল কোরে চাকরির খবর বছরে দুই থেকে তিনবার সংবাদপত্র গুলিতে এবং ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে।

আরো পড়ুনঃ
০১) সকল আর্মি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি
০২) আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ 
০৩) আর্মি মেডিকেল কোরে নিয়োগ

আর্মি মেডিকেল কোরে নিয়োগ ২০২২

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ কোরে শিক্ষক নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আবেদন করতে হলে আপনাকে ২২ মার্চ ২০২২ তারিখ অফিস চলাকালীন সময় এর মধ্যে চীফ এ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ কোরে, ঠিকানায় ডাকযােগে অথবা ব্যক্তিগতভাবে প্রযোজনিয় লিখিত নথিপত্র জমা দিতে হবে ।

শিক্ষাগত যোগ্যতাঃ বিএমডিসি সমমান পাশ ।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত / অবিবাহিত সকলে আবেদন করতে পারবে ।

যোগ্যতাঃ পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও ওজন ১১০ পাউন্ড / মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি ও ওজন ১০৪ পাউন্ড হতে হবে।

বয়সসীমাঃ অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে।

আবেদনের শেষ সময়ঃ ১৭ মে ২০২২  তারিখ ।

কোরে আর্মি মেডিকেল নিয়োগ ২০২২

আর্মি মেডিকেল কোরে নিয়োগ ২০২২

আবেদনের শেষ সময়ঃ  ১৭ মে ২০২২ 

বগুড়া আর্মি মেডিকেল কলেজ নিয়োগ

আবেদনের সময়ঃ  ২২ মার্চ ২০২২

আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে নিল্ললিখিত নথিপত্র জমা দিতে হবে। চীফ এ্যাডমিনিষ্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর দরখাস্ত (কম্পিউটারে টাইপকৃত) বগুড়া ওয়েবসাইট হতে সংগৃহিত “ব্যক্তিগত তথ্যাবলী” সংক্রান্ত দুই পাতার নির্ধারিত ফরমের পুরণকৃত কপি। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি । সম্প্রতি তোলা ০৫ (পীচ) কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি ৷ মোবাইলে তোলা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য নয় ।

Army Medical Corps job Circular

Preliminary Qualifications:

Candidates for the post of Army Medical Corps must have completed MBBS degree and internship from Government Medical College. To apply for the post of Army Dental Corps, the candidate must have completed Government Medical College BDS degree and internship. Men and women can apply for both the posts.

Physical Qualifications:

In case of male candidates, height should be five feet four inches, weight 50 kg and chest size should be 30 inches in normal condition and 32 inches in extension condition. Besides, the candidates should weigh 50 kg.

The height of female candidates should be five feet two inches, weight 48 kg and chest size should be 28 inches in normal condition and 30 inches in extended condition. Besides, the weight should be within 48 kg.

Excess weight according to height and age will be considered ineligible.

Age and marital status:

The age of the candidate should be under 27 years on January 1, 2019. In case of women, married and unmarried candidates are acceptable but only unmarried men can apply. However, on January 1, 2019, married men over the age of 26 can also apply.

Candidate Selection Process:

Those who have passed the written and oral examinations will be called for interview at ISSB located in Dhaka Cantonment. The test will be completed in four days and all expenses will be borne by the government.

Written test: September 8 at 9 am. The examination will be held at Shaheed Ramiz Uddin Cantonment College, Dhaka Cantonment (100 marks in professional subjects).

আর্মি মেডিকেল কোরের কিছু তথ্যঃ

ইন্টার্ন শেষ করার পরে আমরা সকলেই স্নাতকোত্তর ডিগ্রি, বিসিএস বা কেএপি পেতে ব্যস্ত হয়ে পড়ি। আপনি কসাপ মারা বা বিসিএসের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং সম্মানজনক চাকুরী হিসাবে আর্মি মেডিকেল কোরকে বেছে নিতে পারেন। অনেকে শৈশব থেকেই সেনা অফিসার হওয়ার স্বপ্ন দেখে। পারিবারিক চাপ বা বিভিন্ন পরিস্থিতিতে বা সেনাবাহিনীতে আইএসএসবির কঠিন পরীক্ষার কারণে অনেকের সেই স্বপ্ন পূরণ হয় না। তাই ডাক্তার হওয়ার পরে আর্মি মেডিকেল কর্পসে যোগ দিয়ে সেই স্বপ্নটি পূরণ করতে পারেন।

আর্মি মেডিকেল কর্পসে যোগদানের জন্য তিনটি উপায় রয়েছে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ক্যাডেট হিসাবে ভর্তি, স্বল্প মেয়াদী কমিশনের মাধ্যমে ক্যাপ্টেন পদে যোগদান, স্নাতকোত্তর সম্পন্ন করে সরাসরি মেজর পদে যোগদান করেন।
আর্মি মেডিকেল কোরকে বিজ্ঞপ্তি বছরে দু’বার বা তিনবার সংবাদপত্র এবং ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে পাওয়া যাবে।
ওয়েবসাইটের ঠিকানাটি  http://www.joinbangladesharmy.mil.bd


আর্মি মেডিকেল কোরে নিয়োগ , আর্মি মেডিকেল কোরে চাকরি ,আর্মি মেডিকেল কোরের নিয়োগ বিজ্ঞপ্তি ,বাংলাদেশ আর্মি মেডিকেল কোর নিয়োগ বিজ্ঞপ্তি , আর্মি মেডিকেল কোরে জব সার্কুলার, আর্মি মেডিকেল কোরে চাকরির খবর,