দেশব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার-BGB Job Circular 2024

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ

দেশব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সার্কুলার প্রকাশ হয়েছে। এইচএসসি পাশ হলে আবেদন করতে পারেন আপনিও। বর্ডার গার্ড সিপাহী (জিডি) পদে চাকরির বিজ্ঞপ্তি খুঁজতে এসে  আমাদের  ওয়েবসাইটে ভিজিট করাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। আপানাদের চাহিদার কারণে আমাদের  জবস পোর্টাল চালু হয়েছে। আপনার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজার ব্যাপারটি সহজ করবে আমাদের টিম। তাই বর্ডার গার্ড সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট করা হলো। বিজিবি সিপাহী পদের জন্য নিয়োগ দেখতে ভালভাবে নিচের বিজ্ঞপ্তি ফলো করুন।

শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে যোগ্যতা জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী যা উভয়ের জন্য প্রযোজ্য। প্রার্থীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০-২১৮০০/- টাকা । তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি অনুযায়ী। বয়স ১৮ হতে ২৩ বছর বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিড গ্রহণ যোগ্য নয় পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রযোজ্য।

বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার

বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার ১০০ তম ব্যাচে শারীরিক যোগ্যতা, উচ্চতা, ওজন, শারীরিক মাপ, দৃষ্টি শক্তি ইত্যাদি নিয়ে নিম্নে আলোচনা করা হল।

প্রার্থিদের উচ্চতা :

  • ছেলেদের জন্যঃ- ১.৬৭৬ মিটার (৫-৬”) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬২৫ মিটার (৫.৪”),
  • মেয়েদের জন্যঃ- ১.৫৭৪ মিটার (৫-২”) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫-০”),

প্রার্থিদের ওজন:

  • ছেলেদের ওজন:- ৪৯.৮৭৫ কেজি (১১০ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে, ৪৭.১৭৩ কেজি,
  • মেয়েদের ওজন:- ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে, ৪৩.৫৪৪ কেজি,

বুকের মাপ:

  • ছেলেদের বুকের মাপ:- ৩২ ইঞ্চি
  • মেয়েদের বুকের মাপ:- ৩০ ইঞ্চি

ছেলে ও মেয়েদের দৃষ্টিশক্তি:  ৬/৬

বর্ডার গার্ড জব সার্কুলার এর সংক্ষিপ্ত তথ্য দেখুন,

  •  পদ নামঃ সিপাহী (জিডি)
  • ব্যাচঃ ১০০ তম
  • লিঙ্গঃ পুরুষ ও মহিলা উভয়।
  • শিক্ষাগত যোগ্যতাঃ এস.এস.সি ও এইচ.এস.সি
  • পয়েন্টঃ এস.এস.সি ৩.০ এবং এইচ.এস.সি তে ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে
  • বিজিবি ওয়েব সাইটঃ- www.bgb.gov.bd 
  • আবেদনের শেষ সময়ঃ ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে।

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ ২০২৪ আবেদন কারিদের মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির পর কোন প্রার্থীর জমাকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র ভূয়া প্রমানিত হলে সংশ্রিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী আইনে বিচারের জন্য তাকে পুলিশের নিকট সোপর্দ করা হবে। এসএমএস সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যে কোন মোবাইল ফোন হতে ০১৭৬৯৬০০৮৯৮ নম্বরে অথবা টেলিটক মোবাইল হতে ১২১ নম্বরে কল করুন।

প্রতিষ্ঠানের নাম  বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি
বিজ্ঞপ্তির ধরন  সরকারি
পদের সংখ্যা নিম্নে দেখুন
পড়াশোনার যোগ্যতা এইসএসসি সমমান
কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে
সম্মানী স্কেল ৯০০০-২১৮০০/-
প্রার্থীর ধরন নারী ও পুরুষ
বয়স সীমা নির্ধারিত নয়/সর্বোচ্চ
আবেদনের নিয়ম ডাকযোগ এর মাধ্যমে আবেদন করতে হবে
অফিসিয়াল সাইট  www.bgb.gov.bd
নতুন বিজ্ঞপ্তির সাইট www.JobCircularPro.com
আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪

জব সার্কুলার প্রো ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন
পোস্টটি শেয়ার করে চাকরি প্রার্থীদের জানতে সাহায্য করুন।

বিঃ দ্রঃ- আমাদের পোষ্টি ভালোলাগলে বা পোষ্টের মূল্য়ায়ন করার জন্য আপনি এডে ক্লিক করুন।

আরো পড়ুন:
1)  বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ
 2) বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক নিয়োগ
  3) বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ
   4) বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

BGB নিয়োগ 2024

বিজিবি নিয়োগ ২০২৪ আবেদন কারিরা শুধুমাত্র কনফার্মেশন মেসেজ প্রাপ্ত প্রার্থীগণের এসএমএস এ সরবরাহকৃত নিজস্ব মোবাইল নম্বরে পরবর্তীতে গ্রামীণ, রবি অথবা টেলিটক নম্বর (০১৭২৯০২৪৮৪৮, ০১৮৪৭১৬৯৭৭৭ অথবা ০১৫৫২১৪৬১৫০) এর মাধ্যমে পরীক্ষার স্থান, তারিখ ও অন্যান্য তথ্যাদি জানিয়ে এসএমএস করা হবে ।

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ পরীক্ষায় তারিখ ও সময় :পরীক্ষায় উপস্থিত হওয়ার তারিখ ও সময় সম্বলিত মেসেজ মুছে/ভুলে গেলে যেকোন টেলিটক নম্বর থেকে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিম্ন চিত্র তথ্যগুলি টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করুন।

বিঃ দ্রঃ- আবেদন জমা দেওয়ার পর আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না।

ভর্তির সময় অবশ্যই যা সংগে আনতে হবে:

  • এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান পাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে ।
  • অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্রিষ্ট চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার (যা প্রযোজ্য) কর্তৃক সত্যায়িত।
  • ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার (ঘা প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকতের সনদপত্র ।
  • চারিত্রিক সনদপত্র ।
  • রঙ্গিন ছবি
  • ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র ।
  • জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
  • http://www.bgb.goy.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবি তে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরমে ক্লিক করে ফরমে উল্লিখিত তথ্যবলি যথাযথভাবে পুর্ণ করতে হবে।

বাংলাদেশ বর্ডার গার্ড নিয়োগ ২০২৪

বিজিবি এর কর্মরত/শহীদ/মৃত সদস্যের সম্ভানদের জন্য : প্রার্থীর সত্যায়িত ছবি, পিতার রেজিমেন্ট নম্বর, পদবী, নাম উল্লেখ পর্বকস্থায়ী সম্থলিত সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিস্বাক্ষরিত সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি উপস্থাপন করতে হবে । এছাড়া কর্মরত বিজিবি সদস্যের সন্তানগণ পিতার পরিচয়পত্রের সত্যায়িত ছায়াকপি এবং অবসরপ্রাপ্ত, শহীদ ও মৃত বিজিবি সদস্যের সন্তানগণকে তার পিতার পেনশন বহি, কার্যমুক্তি ছাড়পত্র ও পরিচয়পত্র (যা বিদ্যমান) নির্বাচনী পর্ষদের নিকট উপস্থাপনের জন্য সংগে আনতে হবে।

মুক্তিযোদ্ধা, বিএনসিসি ক্যাডেট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা, ক্ষ নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় এবং সরকারী নিবাসী (এতিম) সদস্য প্রার্থীদের জন্য প্রযোজ্য।
মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তান এর জন্য : মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তান হিসেবে চিহিত করণের জন্য স্থায়ী ঠিকানার স্থানীয় ইউনিয়ন/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক উরসজাত সন্তান হিসেবে প্রদত্ত প্রত্যয়নপত্র যা উপজেলা নির্বাহী কর্মকর্তা/১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছারা প্রতিস্থাক্ষরিত হতে হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত সাকসেশন সার্টিফিকেট উপস্থাপন করতে হবে।
মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তান দের যে নথিপত্র সংগে আনতে হবে :

  • মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত)/জন্ম সনদপত্রের ফটোকপি (সত্যায়িত) ও মৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মৃত্যু সনদপত্রের ফটোকপি (সত্যায়িত)।
  •   ফুক্তিবার্তার ফটোকপি (সত্যায়িত) । উল্লেখ্য মুক্তিবার্তার প্রথম পাতাসহ সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নামের পাতা ।
  • সরকার কর্তৃক জারিকৃত মুক্তিযোদ্ধার গেজেটের ফটোকপি (সত্যায়িত)।
  • মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র (মুলকপি)।
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রদত্ত সনদপত্রের ফটোকপি (সত্যায়িত) ।
  • মুক্তিযোদ্ধার নাতির ক্ষেত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্র ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত)।
  • মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার উত্তরাধিকারী সনদপত্র এবং নাতিদের ক্ষেত্রে পিতা বা মাতার নাগরিকত সনদপত্র ।

বিএনসিসি’র ক্যাডেটদের জন্যঃ- বিএনসিসি’র কোন আগ্রহী ক্যাডেট বিজিবিতে ভর্তির ক্ষেত্রে বিএনসিসি রেজিমেন্ট কমান্ডার কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র উপস্থাপন করতে হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যঃ-  জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা এ্যাডজুটেন্ট এর প্রতিস্বাক্ষরিত, থানা কর্মকর্তা দ্বারা প্রদত্ত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র উপস্থাপন করতে হবে ।

ক্ষদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্যঃ- উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত দর নৃ-গোষ্ঠী ও সম্পদায়ের সনদপত্র উপস্থাপন করতে হবে ।

সরকারী এতিমখানা নিবাসী (এতিম) সদস্যঃ- সরকারী ও সরকারী নিবন্ধন প্রাপ্ত এতিমখানার প্রধান কর্মকর্তা কর্তৃক দেয়া প্রশংসাপত্র যাতে প্রাথী এতিম এবং প্রার্থীর পূর্বকালীন স্থায়ী ঠিকানা, জন্ম এবং এতিমখানা নিবাসের নিবন্ধনকৃত ব্যক্তিগত নম্বর উল্লেখ থাকতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ- আন্তর্জাতিক ও জাতীয় পদক অর্জনকারী খেলোয়াড়দের অগ্রাধিকার দেয়া হবে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়/বিকেএসপি/বিদেশী
ব্রকাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ও সম্ভাবনাময় খেলোয়াড়দের ভর্তির ক্ষেত্রে অগ্বাধিকার দেয়া হবে। এক্ষেত্রে মানসম্মত এবং দক্ষ খেলোয়াড়দের ‘বিভিন্ন প্রতিযোগিতায় অর্জিত সনদপত্র সংগে আনতে হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪

 

বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ

 

আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2024

Source: Bangladesh Pratidin, 04 August 2024

Online Registration Start: 05 August 2024

Application Deadline: 14 August 2024

 

বিজিবি আবেদন ফরম ডাউনলোড সহ বিস্তারিত জানতে www.bgb.gov.bd ভিজিট করুন।

বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক নিয়োগ ২০২৪ দেখুন

বিজিবি নতুন নিয়োগ

পরীক্ষার শর্থ সমূহঃ-
ক) রেজিষ্ট্রেশন সময় প্রদত্ত মোবাইল নম্বরের মোবাইল সেটটি অবশ্যই সাথে আনতে হবে। বিজিবি কর্তৃক প্রেরিত নিশ্চিত মেসেজের কপি বা ফরওয়ার্কৃরত মেসেজ গ্রহণযোগ্য হবে না।
খ) ভুল এসএমএস গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
গ) বিজিবিতে ভর্তিচ্ছিক পুরুষ ও মহিলা প্রার্থীকে অবশ্যই সাতার জানতে হবে ।
ঘ) কোন প্রার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক দক্ড প্রাপ্ত হলে বিজিবিতে ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবে ।
ঙ) এক জেলার প্রার্থী অন্য জেলায় ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। কোন প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে অন্য জেলায় ভর্তি হয়েছে বলে প্রমানিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ তাকে চাকুরী হতে বরখাস্ত করা হবে।
চ) বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোন চাকুরী হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকুরীরত অবস্থায় বহিস্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবে |
ছ)ভর্তির জন্য আগত প্রার্থীদের কোনরুপ ভাতা প্রদান করা হবে না।
জ) ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্রিপবোর্ড ও কলম সাথে আনতে হবে।
ঝ) ড্রাইভিং লাইসে্প্রাপ্ত এবং কম্পিউটারে দক্ষ প্রার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

 BGB Job Circular 2024

Border Guard Bangladesh (BGB) Job Circular 2024 publish, Male and female candidates should have passed SSC / Equivalent Examination with a minimum GPA of 3.00 and HSC / Equivalent Examination with a minimum qualification of GPA 2.50 which is applicable for both male and female candidates. 9000 – 21600 / – according to the National Salary Scale 2015 of the candidates. In addition to house rent, accommodation and other benefits as per rules. The affidavit is not acceptable for calculating the age of 18 to 23 years and applies to both men and women.

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ ২০২৩ সার্কুলার-BGB Job Circular 2023

🔎 নতুন আপডেট পেতে ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন;

Facebook - log in or sign up  আমাদের ফেসবুক পেজ:👉🏾 √JobCircularPro
Facebook - log in or sign up আমাদের ফেসবুক গ্রুপ:👉🏾  √চাকরির নিয়োগ সার্কুলার
🌐 আমাদেওয়েবসাইট 👉🏿 Job Circular Pro.com

 

বিজিবি নিয়োগ ১০০ তম ব্যাচ ২০২৪, বিজিবি নিয়োগ কবে দিবে, বিজিবি নতুন নিয়োগ কবে, বিজিবি চাকরির নিয়োগ, বিজিবি চাকরি নিয়োগ, বিজিবি চাকরির নিয়োগ ২০২৪, bgb চাকরির নিয়োগ,বর্ডার গার্ড সিপাহী পদে চাকরির বিজ্ঞপ্তি, বর্ডার গার্ড সিপাহী পদে চাকরি,বর্ডার গার্ড সিপাহী পদে নিয়োগ, বর্ডার গার্ড সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ,বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ,বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 ,বর্ডার গার্ড অব বাংলাদেশ ,বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক পদে নিয়োগ ,বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক পদে নিয়োগ ২০২৪, ১০০ তম বিজিবি নিয়োগ

বর্ডার গার্ড বাংলাদেশ এ অসামরিক পদে যোগ দিন ,i border guard ,বর্ডার গার্ড উইকিপিডিয়া ,us border guard ,বর্ডার গার্ড বাংলাদেশ উইকিপিডিয়া ,বর্ডার গার্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি ,বর্ডার গার্ড এ চাকরি ,বর্ডার গার্ড এর নিয়োগ ,বর্ডার গার্ড এ নিয়োগ ,বর্ডার গার্ডে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ,বাংলাদেশ বর্ডার গার্ড ,বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা ,বাংলাদেশ বর্ডার গার্ড খুলনা ,বর্ডার গার্ড বাংলাদেশ চাকরির খবর ,বর্ডার গার্ড পাবলিক স্কুল খুলনা খুলনা ,বর্ডার গার্ড চাকরি ,বর্ডার গার্ডের চাকরি ,বাংলাদেশ বর্ডার গার্ড চাকরি ,বর্ডার গার্ড বাংলাদেশ চাকরির বিজ্ঞপ্তি ,

বর্ডার গার্ড ব্যাটালিয়ন চট্টগ্রাম,বর্ডার গার্ড জব , the border guard ,ঠাকুরগাঁও বর্ডার গার্ড ,বর্ডার গার্ড বাংলাদেশ ঢাকা ,ঢাকা বর্ডার গার্ড ,বর্ডার গার্ড নিয়োগ ২০২৪ ,বর্ডার গার্ড নিয়োগ 2024 ,বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2024 ,বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  ,বর্ডার গার্ড ব্যাটালিয়ন ময়মনসিংহ ,বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী,বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর , বর্ডার গার্ড বাংলাদেশ লোগো ,লাল বর্ডার গার্ড ,বর্ডার গার্ড সার্কুলার ,বর্ডার গার্ড সং ,বাংলাদেশ বর্ডার গার্ড 2024 ,bangladesh border guard 2024 job circular ,bangladesh border guard 2024 circular ,border guard circular 2024 , ,border guard bangladesh ,