স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে। প্রায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জব সার্কুলার প্রকাশ করে থাকে। সকল পদ গুলোতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। Shastho Shikkha Odhidoptor Jobs এ বেকার ও যোগ্য চাকরি প্রার্থীরা এই সুযোগটি নিতে পারেন।
সরকারি ও বেসরকারি সকল নতুন জব সার্কুলার সম্পর্কিত তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আপনি যদি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে চাকরির জন্য আবেদন করতে চান, তবে আপনাকে নিচের দেয়া সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। Shastho Shikkha Odhidoptor Job Circular 2024 এর সকল তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হল;
আবেদনপত্র পূরণের পূর্বে পড়ুন:
- ফরম পূরনের পূর্বে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন।
- ধীরস্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন। যাতে কোনও প্রকার তথ্য ভূল না হয়।
- মিথ্যা বা বিভ্রান্তিমুলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
- কোনো প্রকার অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২৪
প্রতিষ্ঠানের নাম | স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর |
বিজ্ঞপ্তির ধরন | সরকারি চাকরি |
পদের সংখ্যা | বিপুল জনবল |
পড়াশোনার যোগ্যতা | নিম্নে দেখুন |
অভিজ্ঞাতা | — বছরের |
কর্মস্থল | বাংলাদেশের যেকোনো স্থানে |
বেতন/সম্মানী স্কেল | আলোচনা সাপেক্ষে |
প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
বয়স সীমা | নির্ধারিত নয় |
আবেদনের নিয়ম | এর মাধ্যমে আবেদন করতে হবে |
নতুন বিজ্ঞপ্তির সাইট | Job Circular Pro |
আবেদনের শেষ সময় | ৩০ অক্টোবর ২০২৪ |
প্রতিষ্ঠানের নামঃ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
শিক্ষা গত যোগ্যতাঃ ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/ স্নাতকোত্তর পাশ
বয়স সীমাঃ নিম্নে দেখুন
পদ সংখ্যাঃ ৫৩৮ জন ।
বেতনঃ ৮২৫০ – ২০০১০/- থেকে ১১০০০- ২৬৫৯০/- টাকা
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে
আবেদনের সময় সীমাঃ ৩০ অক্টোবর ২০২৪
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আবেদনের শেষ তারিখঃ ৩০ অক্টোবর ২০২৪
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে চাকরি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সরকার আরও একটি নতুন বিভাগ চালু করেছে। এখানে বিভিন্ন পদে ও দু’জন অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরে আরো কিছু পদে রদবদল করা হয়েছে। এর আগে গত ২৪ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর’ গঠন করে আদেশ জারি করা হয়।
আবেদন ফর্মপূরন করার নিয়মঃ
১) নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কোটা পদ্ধতির বিদ্যমান বিধিবিধি এবং এ সংক্রান্ত পরবর্তী যে কোন সংশোধনী অনুসরণ করা হবে।
২) সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮-৩০ হতে হবে। তবে মুক্তিযোদ্ধা / শহীদ ও শারীরিক পুত্রকন্যারা অক্ষম প্রার্থীদের ক্ষেত্রে সর্বাধিক বয়স ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত অবসর করা হয়। বয়সের প্রমাণের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
৩) সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ / অনুমোদনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের দ্বারা প্রদত্ত অনুমতির একটি অনুলিপি উপস্থিত করতে হবে।
৪) লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনও টিএ / ডিএ দেওয়া হবে না।
৫) প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবলমাত্র ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারবেন এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আনলাইনে আবেদনের নিয়মঃ
প্রথম SMS: DGMEDED<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: DGMEDED ABCDEF
Reply: Applicants Name.TK.112/ – will be charged as application fee your PIN is 12345678
দ্বিতীয় SMS: DGMEDED<space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: DGMEDED YES 12345678 Reply: Congratulation Applicants Name payment completed successfully for DGMEDED Application for post XXXXXXXXXX user ID is (ABCDEF) and password (XXXXXXXXXXXX) 102 SMS পাঠানাের পর ফিরতি SMS এ password টি Admit card (প্রবেশপত্র) download এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dgmeded.teletalk.com.bd ওয়েব সাইট অথবা প্রার্থীর মােবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিক ভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সময়ে এবং উত্তীর্ন হলে মৌখিক পরীক্ষার সময়েও অবশ্যই প্রদর্শন করবেন। Admit card (প্রবেশপত্র) download এর তারিখ পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানাে হবে।
(জ) শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিন্মবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং password পুনঃরুদ্ধার করতে পারবেন ।
(i) User ID GAT 21769 DGMEDED<space>Help<space>User<space>User ID & Send to 16222
Example; DGMEDED Help User ABCDEF & send to 16222 (ii) PIN Number 677071 217P66 DGMEDED Help<space>PIN<space>PIN no & send to 16222
Example: DGMEDED Help PIN 12345678 & send to 16222 (ঝ) Online-এ আবেদন করতে কোনাে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা vaS.query@teletalk.com.bd বা niyog@dgme.gov.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে। Mail এর subject-এ Organization Name: DGMEDED Post Name: *****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
(ঞ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে কোন ফ্লেক্সিলােডের অথবা কম্পিউটার দোকানদার থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২৪ , Shastho Shikkha Odhidoptor Job Circular 2024 , স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে চাকরি , স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি , স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জব সার্কুলার ,