সম্প্রতি ১৭৮ টি পদে সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Sadharan Bima Corporation SBC Job Circular 2023) প্রকাশ করা হয়েছে। এটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের কিছু সংখ্যক শৃন্য পদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বা নন-লাইফ বীমা প্রতিষ্ঠান এটি, যা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়। সাধারণ বীমা কর্পোরেশন প্রধান কার্যালয় ৩৩, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশ। সাধারণ বীমা কর্পোরেশন নোটিশ ২০২৩ অনুযায়ী পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন ফি সহ আরো তথ্যাদির বিস্তারিত দেখুন নিম্নের চিত্রে;
সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সাধারণ বীমা কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীগণ’কে অবশ্যই নির্ধারিত ওয়েবসাইট (sbc.teletalk.com.bd) Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী ফরম পূরণের নির্দেশিকা সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেয়া আছে যা মোতাবেক ফরম পুরণ করতে হবে। সাধারণ বীমা কর্পোরেশনে চাকরির জন্য পদের নাম, পদের সংখ্যা ও আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য দেখুন;
১।পদের নাম: সহকারী ম্যানেজার
পদের সংখ্যা: ৭৮ টি জনবল
২।পদের নাম: সহকারী ম্যানেজার (প্রকৌঃ)/ সহকারী প্রকৌশলী
পদের সংখ্যা: ০৪ টি জনবল
৩। পদের নাম: জুনিয়র অফিসার
পদের সংখ্যা: ৬৭ টি জনবল
৪। পদের নাম: জুনিয়র অফিসার (প্রকৌশলী)
পদের সংখ্যা: ০৬ টি জনবল
৫।পদের নাম: উচ্চমান সহকারী
পদের সংখ্যা: ২৩ টি জনবল
আবেদনকারীর বয়সসীমা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বয়সসীমা সংক্রান্ত নির্দেশনা মোতাবেক বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনুধব ৩২ বছর বেয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
আবেদন ফি:
ক) সহকারী ম্যানেজার, সহকারী ম্যানেজার (প্রকৌশল)/সহকারী প্রকোশলী পদের ক্ষেত্রে টাঃ ৬০০/-টাকা জমা দিতে হবে।
খ) জুনিয়র অফিসার ও জুনিয়র অফিসার (প্রকৌশল) পদের ক্ষেত্রে টাঃ ৫০০/- টাকা জমা দিতে হবে।
গ) উচ্চমান সহকারী পদের ক্ষেত্রে টাঃ ২০০/- টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
1) আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ০৫-০৭-২০২৩, সকাল: ১০:০০ ঘটিকা।
2) আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জনাদান শেষ তারিখ ২৫-০৭-২০২৩, সন্ধ্যা: ০৬:০০ ঘটিকা।
সাধারণ বীমা কর্পোরেশন নোটিশ
সাধারণ বীমা কর্পোরেশন নোটিশ ২০২৩ সহ সকল জব সার্কুলার প্রকাশ হওয়া মাত্রই আমরা সেই চাকরির খবরটি আপনাদের জন্য আমরা https://jobcircularpro.com ওয়েবসাইটের আপডেট করার চেষ্টা করে থাকি। প্রতি নিয়ত আপডেট নতুন চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকুন।
সাধারণ বীমা কর্পোরেশন জব সার্কুলারের কিছু তথ্য |
|
প্রতিষ্ঠানের নাম | সাধারণ বীমা কর্পোরেশন (SBC) |
জবের ধরন | সংস্থাতে চাকরি |
প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
পদের সংখ্যা | ১৭৮ টি জনবল |
পড়াশোনার যোগ্যতা | স্নাতক/স্নাতক ডিগ্রি পাশ |
বেতন/সম্মানী স্কেল | নিম্নে বিজ্ঞপ্তি অনুযায়ী |
আবেদন ফি | ২০০/-, ৫০০/-, ৬০০/- টাকা জমা দিতে হবে |
আবেদনের মাধ্যম | অনলাইনের মাধ্যমে কাগজ-পত্র জমা দিতে হবে |
আবেদনের লিংক | http://sbc.teletalk.com.bd/ |
অফিসিয়াল সাইট | http://www.sbc.gov.bd |
নতুন চাকরি সাইট | JobCircularPro.com |
আবেদন শেষ তারিখ | ২৫ জুলাই ২০২৩ |
Sadharan Bima Corporation Job Circular 2023
আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৩
Apply Online: sbc.teletalk.com.bd
SBC Job Circular 2023
বিশেষ দ্রষ্টব্য: উক্ত সময়সীমার মধ্যে প্রাপ্ত প্রার্থীগণ এ আবেদনপত্র পূরণ করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমানাদিলে আবেদন বাতিল বলে গন্যহবে।আবেদনপত্রে পূরণকৃত সকল তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী পুরণকৃত আবেদন টির প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
SBC প্রতিষ্ঠানটির মুল বীমা সেবাসমুহ হচ্ছেঃ
- অগ্নি বীমা
- নৌ-বীমা
- মোটরযান বীমা
- শস্য বীমা
- অন্যান্য বীমা সার-সংক্ষেপ
সাধারণ বীমা কর্পোরেশন সংস্থ্যার সার-সংক্ষেপ:
সংক্ষেপে | SBC |
---|---|
গঠিত | ১৯৭৩ |
ধরন | সরকারী |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
অবস্থান | ৩৩, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশ। |
যে অঞ্চলে কাজ করে
|
বাংলাদেশ |
মালিক | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |
চেয়ারম্যান
|
মোঃ জিয়াউল ইসলাম |
ব্যবস্থাপনা পরিচালক
|
সৈয়দ বেলাল হোসেন |
প্রধান প্রতিষ্ঠান
|
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয় |
ওয়েবসাইট | http://www.sbc.gov.bd |
মন্তব্য | বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন নন-লাইফ বীমাকারী এবং পুনর্বীমাকারী প্রতিষ্ঠান |