বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ : বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট ‘সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Police Sub Inspector SI Job Circular 2024 সে আবেদন কারি প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করে হবে। আবেদনের জন্য (police.teletalk.com.bd) এই ওয়েবসাইট প্রবেশ করে আবেদন সঠিক প্রক্রিয়ার অনুযায়ি ধাপগুলো সম্পন্ন করে আবেদন করতে হবে। সাব ইন্সপেক্টর এসআই পদে আবেদন টি নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনে প্রদত্ত অসম্পূর্ণ / ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
এসআই নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপ সমূহ:-
- ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং,
- শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ,
- লিখিত ও মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা,
- বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা,
- পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।
পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ এসআই (নিরস্ত্র) নতুন চাকরির পদগুলোতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য চলুন জেনে আসি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে সকল বিস্তারির ও প্রয়োজনীয় তথ্য। আর সরকারি ও বেসরকারি চাকরির খবর জানতে আমাদের ওয়েবসাইটে JobCircularPro.com ভিজিট করতে পারেন।
এসআই পদে জব সার্কুলারের কিছু তথ্য |
|
পদের নাম | ক্যাডেট সাব-ইন্সপেক্টর (SI) -পুলিশের উপ-পরিদর্শক |
জবের ধরন | সরকারি চাকরি |
প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
পদের সংখ্যা | নিম্নে বিজ্ঞপ্তি অনুযায়ী |
পড়াশোনার যোগ্যতা | স্নাতক ডিগ্রি সমমান পাশ |
বেতন/সম্মানী স্কেল | ১৬০০০-৩৮৬৪০/- টাকা |
আবেদন ফি | ৫৫০/- টাকা |
আবেদনের মাধ্যম | অনলাইনের মাধ্যমে কাগজ-পত্র জমা দিতে হবে |
আবেদনের লিংক | police.teletalk.com.bd |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
নতুন চাকরি সাইট | JobCircularPro.com |
আবেদন শেষ তারিখ | ২০ অক্টোবর ২০২৪ |
পুলিশের সাব ইন্সপেক্টর এসআই নিয়োগ শিক্ষাগত যোগ্যতা: পুলিশের এসআই হওয়ার শিক্ষাগত যোগ্যতা হলো যেকোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। এসআই হওয়ার শারীরিক যোগ্যতা হলো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
সাব ইন্সপেক্টর নিয়োগ ২০২৪
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (Sub-inspector) কে সংক্ষেপে এসআই (SI) বলে। শুদ্ধ বাংলায় যাকে পুলিশের উপ-পরিদর্শক বলে। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিয়োগ ২০২৪ এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত কিছু তথ্য নিন্মে উল্লেখ করা হলো:-
পদের নাম: ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)- পুলিশের উপ-পরিদর্শক
ক্যাডেট সাব-ইন্সপেক্টর এসআই শারীরিক মাপ:
বিবরণ | পুরুষ | মহিলা |
উচ্চতা | কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার | কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার |
বুকের মাপ | বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার | প্রযোজ্য নয় |
ওজন | বয়স উচ্চতা ও ওজন অনুযায় | বয়স উচ্চতা ও ওজন অনুযায় |
দৃষ্টিশক্তি | ৬/৬ | ৬/৬ |
পড়াশোনার যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত;
দক্ষতা: কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হণা;
জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে;
প্রার্থীর বয়সসীমা: প্রার্থীর বয়স ১৯ হতে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
পুলিশের সাব ইন্সপেক্টর এসআই পদে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন করার সময় হলো ০৬ মে ০০:০১ টা থেকে ২০ অক্টোবর ২০২৪ তারিখ ২৩:৫৯ টা পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে।
পুলিশের এস আই পদে চাকরি
Application Deadline: 20 October 2024
Police SI Job Circular 2024
Application Deadline: 15 October 2024