বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি-Bangladesh Jatio Jadughar Job Circular 2023

বাংলাদেশ জাতীয় জাদুঘরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে অফিসিয়াল www.bangladeshmuseum.gov.bd ওয়েবসাইটটে। যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন আপনিও। বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত। এটি ২০, মার্চ, ১৯১৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এবং ৭ আগস্ট, ১৯১৩ খ্রিষ্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৯৮৩ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয়। এই প্রতিষ্ঠানটি নিম্ন কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত পদে জব করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদন কারিকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।

আবেদন কারি বা আগ্রহী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করে হবে। আবেদনের জন্য bnm.teletalk.com.bd ওয়েবসাইট প্রবেশ করে সঠিক নির্দেশনা অনুযায়ি আবেদন করুন। প্রায় সময় বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর জব সার্কুলার প্রকাশ করে থাকে। সরকারি জনপ্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় জাদুঘরে চাকরি করতে চান তাদের জন্য এটি একটি সুযোগ হতে পারে। বেকার ও যোগ্য চাকরি প্রার্থীরা এই সুযোগটি নিতে পারেন। একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। আগ্রহি প্রার্থিগন দ্রুত আবেদন করুন, আবেদনের নিয়ম সহ সকল তথ্য জানতে বিজ্ঞপ্তটি শেষ পর্যন্ত পড়ুন।

বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সহ সরকারি ও বেসরকারি সকল নতুন জব সার্কুলার সম্পর্কিত তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট jobcircularpro.com ভিজিট করতে পারেন । আপনি যদি জাদুঘরে চাকরির জন্য আবেদন করতে চান তবে আপনাকে নিচের দেয়া সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়া উচিৎ। Bangladesh National Museum Job Circular 2023 এর সকল তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হল;

প্রতিষ্ঠানের নাম  বাংলাদেশ জাতীয় জাদুঘর
বিজ্ঞপ্তির ধরন সরকারি চাকরি
পদের সংখ্যা ০৩ টি
পড়াশোনার যোগ্যতা নিম্নে দেখুন
আবেদন ফি প্রযোজ্য নাই
কর্মস্থল ঢাকা শাহবাগ
বেতন/সম্মানী স্কেল আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন নারী ও পুরুষ
বয়স সীমা নির্ধারিত নয়
আবেদনের নিয়ম অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে
আবেদনের লিংক bnm.teletalk.com.bd
অফিসিয়াল সাইট www.bangladeshmuseum.gov.bd
নতুন বিজ্ঞপ্তির সাইট www.JobCircularPro.com
আবেদনের শেষ সময় ১৬ মে ২০২৩ তারিখ পর্যন্ত

বাংলাদেশ জাতীয় জাদুঘরে চাকরি

আবেদনের শেষ সময়ঃ ১৬ মে ২০২৩

Bangladesh Jatio Jadughar Job Circular 2023

আবেদনের শেষ সময়ঃ ১৬ মে ২০২৩

 

বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাসটি ঘটনাক্রমে ও গৌরবময়, যেমনটি কালানুক্রমিক অনুক্রমের সাথে যুক্ত হয়েছে, যেমনটি ব্রিটিশ ভারতীয় ইতিহাস, পাকিস্তানের জন্ম ও বিলোপ এবং বাংলাদেশের উত্থানের সাথে রয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে লন্ডন কার্জন, ভাইসরয় তাঁর প্রাদেশিক পুনর্গঠনের নীতি দ্বারা ঢাকায় একটি জাদুঘর প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক ভিত্তি সরবরাহ করেছিলেন। ১৯০৫ সালের ১ অক্টবার অক্টোবর তিনি বঙ্গভঙ্গ করেন। ঢাকার ঐতিহাসিক শহরটি পূর্ব বাংলা এবং আসামের নতুন প্রদেশের রাজধানী হয়। ফলস্বরূপ, ঢাকা চতুর্দিকে বিকাশের সাথে অভাবনীয় শারীরিক বৃদ্ধি পেয়েছে।

পদের নাম ; সহকারী কীপার (সংস্কৃত/পালি)
পদ সংখ্যা ;  ০১ টি।
যোগ্যতা ;  সংস্কৃত বা পালি বিষয়ে ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতন ;  ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম ; সহকারী কীপার (উদ্ভিদবিদ্যা)
পদ সংখ্যা ;  ০১টি।
যোগ্যতা ;  উদ্ভিদবিদ্যা বিষয়ে ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতন ;  ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম ; সহকারী রসায়নবিদ
পদ সংখ্যা ;  ০১টি।
যোগ্যতা ;  রসায়নবিদ্যা, ফলিত রসায়নবিদ্যা বা সংরক্ষণ বিজ্ঞান বিষয়ে ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতন ;  ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম ; সহকারী রেজিস্ট্রেশন অফিসার
পদ সংখ্যা ;  ০১টি।
যোগ্যতা ; স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতন ;  ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নাম ; উপ-সহকারী প্রকৌশলী
পদ সংখ্যা ;  ০১টি।
যোগ্যতা ; সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।
মাসিক বেতন ;  ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নাম ; ড্রাফট্সম্যান
পদ সংখ্যা ;  ০১টি।
যোগ্যতা ; আর্কিটেকচারে ডিপ্লোমা ডিগ্রী।
মাসিক বেতন ;  ১১,৩০০-২৭,৩০০ টাকা।

পদের নাম ; স্টোর সহকারী (ল্যাব; )
পদ সংখ্যা ;  ০১টি।
যোগ্যতা ; রসায়ন বিষয়সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি।
মাসিক বেতন ;  ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ; উচ্চমান সহকারী
পদ সংখ্যা ;  ০২টি।
যোগ্যতা ; স্নাতক ডিগ্রি।
মাসিক বেতন ;  ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ; নিরাপত্তা পরিদর্শক
পদ সংখ্যা ;  ০১টি।
যোগ্যতা ; স্নাতক ডিগ্রি।
মাসিক বেতন ;  ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ; ফটোগ্রাফার
পদ সংখ্যা ;  ০১টি।
যোগ্যতা ; ফটোগ্রাফিতে ডিপ্লোমা।
মাসিক বেতন ;  ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ; ড্রাইভার
পদ সংখ্যা ; ০১ টি।
যোগ্যতা ; ৮ম শ্রেণি পাশ।
মাসিক বেতন ;   ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম ; ড্রাইভার
পদ সংখ্যা ; ০১ টি।
যোগ্যতা ; ৮ম শ্রেণি পাশ।
মাসিক বেতন ;   ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম ; ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা ; ০১ টি।
যোগ্যতা ; এসএসসি পাশ।
মাসিক বেতন ;   ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম ; বিক্রয় সহকারী
পদ সংখ্যা ; ০২ টি।
যোগ্যতা ; উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
মাসিক বেতন ;   ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম ; হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা ; ০১ টি।
যোগ্যতা ;  বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
অভিজ্ঞতা ; কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২৮
মাসিক বেতন ;  ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

শিলং কয়েন মন্ত্রিপরিষদকে ঢাকায় স্থানান্তর করার বিষয়ে ১৯০৫ সালের শরত্কালে ঢাকায় একটি জাদুঘর শুরু করার প্রস্তাবটি প্রথম উত্থাপিত হয়। ১৯১০ সালের ১ মার্চ তারিখের এইচ, ই। স্ট্যাপলটন সম্মানিত নিউমিস্টিস্ট হিসাবে তাঁর ক্ষমতা হিসাবে প্রাদেশিক সরকারকে, পাবলিক ইনস্ট্রাকশন ডিরেক্টরের কাছে প্রেরণ করা একটি পত্রের ফলস্বরূপ। পূর্ববাংলা ও আসামের লেফটেন্যান্ট গভর্নর স্যার ল্যানস্লট হেয়ার ঢাকার একটি জাদুঘরের জন্য একটি জায়গা নির্বাচনের আদেশ দেন। ঢাকায় বিশ্ববিদ্যালয় চালু করার প্রস্তাব যখন বিষয়টি পুনরায় জনপ্রিয়তায় এনেছিল, তখন ১৯১২ সাল পর্যন্ত সুনির্দিষ্ট কোন পদক্ষেপ নেওয়া হয়নি।


বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি , বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি 2023 , জাতীয় জাদুঘর ইতিহাস , জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি , জাতীয় জাদুঘর চাকরির খবর , জাতীয় জাদুঘর জব সার্কুলার , জাতীয় জাদুঘর উইকিপিডিয়া ,জাতীয় জাদুঘর ওয়েবসাইট ,জাতীয় জাদুঘর চাকরির খবর ,জাতীয় জাদুঘর জব সার্কুলার ,জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি 2023 ,

জাতীয় জাদুঘর নিয়োগ ২০২৩ ,জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ,জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ,জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর ,জাতীয় জাদুঘর সার্কুলার , bangladesh national museum job circular 2023 , bangladesh national museum job circular , national museum job circular , national museum jobs ,national museum job circular 2023 ,national museum job application ,the national history museum jobs , national museum bangladesh job circular ,