ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি-WAVE Foundation Job Circular 2022

ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ

ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২:  স্নাতক ও স্নাতকোত্তর পাসে নিম্ন পদে, ন্যায্য টাকা বেতনে ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ ২০২২ প্রকাশ। ওয়েভ ফাউন্ডেশনটি হল বাংলাদেশের বেসকরারি একটি সংস্থা। ওয়েব ফাউন্ডেশন একটি সুশীল সমাজের সংস্থা যা ক্ষুধা ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত, এটি তাদের কর্মসূচির মাধ্যমে বিশেষত দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকারের জন্য প্রচেষ্টা করেছে। কয়েক দশক ধরে ওয়েভ সংস্থা লক্ষ লক্ষ লোককে তাদের স্বপ্ন গুলি কে সফল ভাবে অনুসরণ করতে সহায়তা করেছে। বাংলাদেশের ৩১ টি জেলা এবং ৮ টি বিভাগ জুড়ে কাজ করছে সাধারণ মানুষদের জন্য এই প্রতিষ্ঠান। নিম্ন পদে আবেদন করতে চাইলে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে।

বে-সরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জাতীয় ও স্থানীয় পর্যায়ে ১. স্থাযীত্বশীল জীবিকায়ন ২. সুশাসন ও অধিকার ৩. সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত-সহিষ্ুুতা ডোমেইনের অধীনে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বর্তমানে সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও ‘Saas BACH Hex SICA Ursa Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় ৩ বছর মেয়াদি ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপপ্রকল্প চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলায় বাস্তবায়ন করতে যাচ্ছে। তাই আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন।

ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জাতীয় ও স্থায়ী পর্যায়ে স্থায়ীত্বশীল জীবিকায়ন, সুশাসন ও অধিকার এবং সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত সহিষ্তুতা ডোমেইন -এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগে নিম্ন লিখিত পদসমূহে দরখাস্থ আহ্বান করা হচ্ছে। সকল পদের জন্য উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রযোজ্য হবে। রিজিওনাল ম্যানেজার ব্যতীত সকল পদে আবাসন সুবিধা থাকবে।

৬ মাস পর কাজের ফলাফল মূল্যায়ণের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে। ওয়েব ফাউন্ডেশন চাকরি স্থায়িত্ব করণের পর বর্ধিত বেতন সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আপনি যদি ওয়েভ ফাউন্ডেশন জব সার্কুলারের জন্য আবেদন করতে চান তবে আপনাকে নিচের দেওয়া সকল নিয়ম মেনে নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবদন পূরন করে জমা দেওয়া উচিৎ। WAVE Foundation Job Circular 2022 এর সকল তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হলঃ

ওয়েব ফাউন্ডেশন নিয়োগ 2022

ওয়েব ফাউন্ডেশন নিয়োগ 2022 এ আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থিদের পূর্ন জীবন বৃত্তান্ত ,মোবাইল নাম্বার, শিক্ষার সনদ, জাতীয় পরিচয় পত্র , এক কপি ছবি সহ, ওয়েভ ফাউন্ডেশন শিরোনামে নির্ধারিত টাকার ডিডিসহ নির্ধারিত তারিখের মধ্যে, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭ ঠিকানায় আবেদন’ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে । কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। উল্লেখ্য যে, নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে ।

কোম্পানির নাম ওয়েব ফাউন্ডেশন
শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ স্নাতকোত্তর সমমান পাশ
পদের সংখ্যা ০২ টি জনবল
বেতন স্কেল ২০০০০/- টাকা
বয়স সীমা সর্বউচ্চ ৩৫- ৪৫ বছর
আবেদনের মাধ্যম ডাকযোগের মাধ্যমে
আবেদন ফি ২০০/- টাকা
আমাদের সাইট JCP
আবেদনের সময় সীমা ৩১ ডিসেম্বর ২০২২

ওয়েব ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের শেষ সময়ঃ ৩১ ডিসেম্বর ২০২২

ওয়েভ ফাউন্ডেশন জব সার্কুলার

ওয়েভ ফাউন্ডেশন জব সার্কুলারে আবেদনের পূর্বে পড়ুন :  প্রার্থীর আবেদনের সংক্ষিপ্ত তালিকা উল্লিখিত ৫টি ইনডিকেটরের ভিত্তিতে (শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটার লিটারেসি) প্রস্তত করা হবে। উল্লেখিত ইনডিকেটর নির্ধারনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। শুধুমাত্র আবেদনের হার্ডকপি গ্রহনযোগ্য। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে মোবাইল নম্বরের মাধ্যমে ডাকা হবে। কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। ছবি অবশ্যই আবেদনকারীর জীবনবৃত্তান্তের সাথে যুক্ত থাকতে হবে রিজিউমি গ্রহণের উপায়

WAVE Foundation Job Circular 2022

WAVE Foundation Job Circular 2022, The Wave Foundation, a non-governmental organization, is implementing various programs at the national and sustainable levels under the domain of sustainable livelihoods, good governance and rights, and social development and climate tolerance. Applications are invited for the following posts in Dhaka, Khulna, Rajshahi and Barisal divisions for implementation of the microfinance program of the organization.

Festival allowance, Baishakhi allowance will be applicable for all posts. All posts except Regional Manager will have accommodation facility. After 6 months there will be opportunity for permanent appointment based on evaluation of work results. Other benefits, including increased pay, will be provided after the Web Foundation job is secured. If you wish to apply for the Wave Foundation Job Circular, you must submit the application within the prescribed time limit in accordance with all the rules given below.

ওয়েব ফাউন্ডেশন চাকরি

হার্ডকপি : আশ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত (যোগাযোগ নন্বরসহ), শিক্ষার সনদ, জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, এক কপি ছবিসহ নির্ধারিত তারিখের মধ্যে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে।

চাকরির দায়িত্ব সমূহ : সংশ্লিষ্ট ইন্টারভেনশানের আওতায় পরিচালিত কর্মকান্ডের অগ্রগতি, বাজার গতিশীলকরণে বিভিন্ন টুলস ব্যবহার করে প্রতিটি ইন্টারভেনশানের এক্সিট কৌশল পর্যালোচনা এবং সমস্যা সমাধানে প্রাইভেট সেন্টরকে আরো শক্তিশালীকরণ। প্রাণীর উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষিতকরণ, প্রদর্শনী উন্নয়ন, ফলাফল প্রদর্শনে খামারিদের ক্রস ভিজিটের আয়োজন। নিয়মিত উদ্যোগ পরিদর্শন, উদ্যোগ বিশ্লেষণ, সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

সংশ্লিষ্ট কোম্পানি, ডিলার ও সাবভিলারদের সাথে নিয়মিত যোগাযোগ এবং ইন্টারভেনশান বিশ্লেষণের মাধ্যমে কর্মকৌশল তৈরি, সে অনুযায়ী মাঠ পর্যায়ে বাস্তবায়ন এবং এর মূল্যায়ন। স্থানীয় পর্যায়ে দুধ সংরক্ষণে একাধিক দুগ্ধ শীতলীকরণ প্ল্যান্ট উন্নয়ন, পান্তরাইজেশান প্ল্যান্ট উন্নয়নপূর্বক প্যাকেট জাত দুধ উৎপাদন, প্যাকেটজাত দুধের সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন,

আঞ্চলিক ও জাতীয় বাজারে প্যাকেটজাত দুধের চাহিদা সৃষ্টি। ঘি, নিরাপদ দই, পনির তৈরির মেশিন ক্রয়ে উদ্দুদ্ধকরণ, উৎপাদন বৃদ্ধি, পণ্যের সনদায়ন, মোড়ক ও ব্র্যান্ড উন্নয়ন, ই-কমার্স উন্নয়ন, সাব-বন্ট্ান্ট উন্নয়ন ও সরবরাহ নেটওয়ার্ক সৃষ্টির মাধ্যমে বিক্রয় বৃদ্ধিতে কার্যকরী ভমিকা রাখা।

খামার যান্ত্রিকীকরণে খামারিদের উদ্বুদ্ধ করতে পার্টনার কোম্পানির সাথে যৌথভাবে কাজ করা। সহকারি ফ্যাসিলিটেটরদের কাজের সুপারভিশন ও মনিটরিং করা এবং তাদের মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান।

মাসিক সভায় কর্মকার অগ্রগতি পর্যালোচনা, মাসিক প্রতিবেদন তৈরি, টিমের সাথে কার্যক্রমের হালনাগাদ তথ্য বিশ্লেষণ, মাঠ পর্যায়ের গুভ প্যাকটিস চিহ্নিতকরণ, নিজ টিম ও অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য নিয্মমিত লার্নিং এন্ড সেয়ারিং সেশন আয়োজন। মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার ও ফাইন্যান্স, এডমিন এন্ড প্রকিউরমেন্ট অফিসারের সাথে নিয়মিত উপ-প্রকল্পের ইন্টারভেনশান, বাজেট ও লগক্রেম পর্যালোচনা করা, পিছিয়ে থাকা কর্মকান্ডসমূহ চিহ্িতকরণ ও লক্ষ্য অর্জনে কর্মপরিকল্প তৈরি ও বাস্তবায়ন।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ ;

  •   বয়স ৩০ থেকে ৪০ বছর
  • সংশ্লিষ্ট কাজে জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় কমপক্ষে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াসংশি্ট সেক্টরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • ভ্যালু চেইন অথবা মার্কেট ডেভেলপমেন্ট এপ্রোচ/ প্রোগ্রাম
  •  লাইভস্টক সার্ভিস মার্কেট উন্নয়ন
  • গোখাদ্যের বাজার উন্নয়ন
  • নিরাপদ দুগ্ধপণ্যের বাজার উন্নয়ন
  • খামার যান্ত্রিকীকরণ ও নতুন প্রযুক্তির সম্প্রসারণ
  • কন্টাক্ট ফার্মিং ও মাংস প্রক্রিয়াজাতকরণ
  • প্রাইভেট সেক্টরের সাথে কাজের অভিজ্ঞতা সম্পন্ন

উৎসঃ বিডিজবস.কম অনলাইন জব পোস্টিং

০১) পদের নামঃ প্রশিক্ষক
পদের সংখ্যাঃ ০১ জন
বেতন স্কেলঃ ৪৫০০০ – ৫০০০০/-  টাকা
অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুয়ায়ী ।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর সমমান পাশ ।
অভিজ্ঞতাঃ ০৩ বছরের ।
বয়স সীমাঃ ৪৫ বছর ।
আবেদন ফিঃ ২০০ টাকা
আবেদনের মাধ্যমঃ ডাকযোগের মাধ্যমে ।
বিস্তারিত এই লিঙ্কেঃ Wavefoundationbd.org

০২) পদের নামঃ ম্যানেজার
পদের সংখ্যাঃ ১৫ জন
বেতন স্কেলঃ ৩০৮৫০/-  টাকা
অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুয়ায়ী ।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর সমমান পাশ ।
অভিজ্ঞতাঃ ০৩ বছরের ।
বয়স সীমাঃ ৩৮ বছর ।
আবেদন ফিঃ ২০০ টাকা
আবেদনের মাধ্যমঃ ডাকযোগের মাধ্যমে ।
বিস্তারিত এই লিঙ্কেঃ Wavefoundationbd.org

০৩) পদের নামঃ ডেভলপমেন্ট অফিসার
পদের সংখ্যাঃ ৯০ জন
বেতন স্কেলঃ ১৮০৫০/-  টাকা
অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুয়ায়ী ।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর সমমান পাশ ।
অভিজ্ঞতাঃ প্রযোজ্য ।
বয়স সীমাঃ ৪৫ বছর ।
আবেদন ফিঃ ২০০ টাকা
আবেদনের মাধ্যমঃ ডাকযোগের মাধ্যমে ।
বিস্তারিত এই লিঙ্কেঃ Wavefoundationbd.org

০৪) পদের নামঃ হিসাব রক্ষক ।
পদের সংখ্যাঃ ০৯ জন
বেতন স্কেলঃ ১৮৫৫০/-  টাকা
অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুয়ায়ী ।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর সমমান পাশ ।
অভিজ্ঞতাঃ ০২ বছরের ।
বয়স সীমাঃ ৩৫ বছর ।
আবেদন ফিঃ ২০০ টাকা
আবেদনের মাধ্যমঃ ডাকযোগের মাধ্যমে ।
বিস্তারিত এই লিঙ্কেঃ Wavefoundationbd.org

আবেদনের সময় সীমাঃ   ২০২১ তারিখ ।

এদের উদ্দেশ্য হলএকটি ন্যায় ও সমৃদ্ধ সমাজ তৈরী করা। ওয়েভ ফাউন্ডেশন মানুষের অধিকার এবং অধিকারের প্রচার করে। সংস্থার অগ্রাধিকার হ’ল টেকসই জীবিকা, ক্ষমতায়ন, সাম্যতা, গণতান্ত্রিক শাসন ও জলবায়ু স্থিতিশীলতার দিকে উন্নয়ন হস্তক্ষেপে দরিদ্র ও প্রান্তিক মানুষকে অন্তর্ভুক্ত করা।

WAVE Foundation jobs

The Wave Foundation vision is a just and prosperous society. Only people worthy of creating a wave base in this round post. And their mission is to transform society towards human literacy, equality, accountability, quality of life and inclusive holistic development. Tarang Foundation’s Sector Rights and Governments Sector Community Finance Seeker Livelive and Human Resource Development Sector. Poor and marginalized, food security, public service responsiveness, democratic decentralization and local self-government, local administration and local justice, free and fair elections, participatory democracy, women-youth-child rights, climate justice, agriculture and livestock development, economic development and Job creation.

  • Promoting the rights and entitlements of the poor and marginalized especially women
  • Democratic decentralization and advancing local self-government
  • The livelihood of the poor, especially in the weaker areas
  • Economic empowerment and job creation
  • Strengthen organizational management

যোগাযোগের ঠিকানাঃ
বাড়ি # 22/13 বি, ব্লক-বি, খিলজি রোড, মোহাম্মদপুর,
ঢাকা -1207, বাংলাদেশ
ফোনঃ +880 258 151620, +880 248110103
ইমেইলঃ info@wavefoundationbd.org


ওয়েভ ফাউন্ডেশন জব সার্কুলার টোটো , ওয়েব ফাউন্ডেশনে চাকরি , ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ , wave foundation Ngo job circular , wave foundation job circular , wave foundation job , ওয়েভ ফাউন্ডেশন জব সার্কুলার, ওয়েভ ফাউন্ডেশন চাকরির খবর, ওয়েভ ফাউন্ডেশন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি, ওয়েভ ফাউন্ডেশন সংস্থাতে জব সার্কুলার, ওয়েভ ফাউন্ডেশন সংস্থাতে চাকরি, ওয়েভ ফাউন্ডেশন এনজিও তে চাকরি, ওয়েভ ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি,

ওয়েব ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি, ওয়েভ ফাউন্ডেশন জব সার্কুলার,