আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩- Armed Police Battalion Job Circular 2023

আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ

৮ম শেণী, এসএসসি,স্নাতক সমমান পাশে, নিম্ন  পদে, ন্যায্য টাকা বেতনে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩ প্রকাশ করেছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স, ঢাকা বাংলাদেশ পুলিশের বিশেষায়িত একটি দল। ১৯৭৬ সালে ৯ ব্যাটালিয়নের একটি রিজার্ভ বাহিনী গঠন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন নাম দেয়া হয়। প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায়। ব্যাটালিয়নের তত্ত্ববধায়ক হিসেবে বর্তমানে একজন অতিরিক্ত আইজিপি পুলিশ প্রধান আইজিপিকে সাহায্য করেন। বর্তমানে মোট ১১ টি ব্যাটালিয়ন রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের। নদীপথ বা দুর্গম পার্বত্য অঞ্চলসহ সব জায়গাতেই পুলিশের এই ব্যাটালিয়নগুলো কাজ করছে। আপনি যদি আর্মড পুলিশ ব্যাটালিয়নে চাকরি করতে চান তাহলে আপনাকে নিম্নের সকল সর্থ ও নিয়ম মেনে নির্দিষ্ট সময় সীমার মধ্যে আপনের আবেদন জমা দেওয়া উচিৎ।

আরো পড়ুন:
♦  বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ 
♦  বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি
 বাংলাদেশ পুলিশ নিয়োগ সার্কুলার
♦  আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ 

আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩

প্রতিষ্ঠানের নাম  আর্মড পুলিশ ব্যাটালিয়ন
চাকরি ধরন  সরকারি চাকরি
পদের সংখ্যা  — জনবল
পড়াশোনার যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি সমমান পাস
 অভিজ্ঞাতা — বছরের
কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন স্কেল ৯,০০০-২১,৮০০/-
প্রার্থীর ধরন সুধু পুরুষ প্রার্থী
বয়স সীমা ১৮-২০ বছর
আবেদনের নিয়ম সরাসরি আবেদন করতে হবে
আবেদন ফি ৪০ টাকা
অফিসিয়াল সাইট www.aap.police.gov.bd
নতুন বিজ্ঞপ্তির সাইট Job Circular Pro
বাছায়ের শেষ সময় ২৭ মে ২০২৩

Armed Police Battalion Job Circular 2023

৮ম শ্রেনি বা জেএসসি পাসে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে কনস্টেবল পদে শুধু মাত্র পুরুষ প্রার্থী ০৪ টি পদে ১১৬টি জনবল নিয়োগ দেওয়া হবে। উক্ত প্রার্থীর বয়স সীমা হতে হবে ১৮ থেকে ২০ বছর। নিম্ন পদে ১৭ তম গ্রেডে মাসিক ৯,০০০-২১,৮০০/= টাকা বেতন প্রদান করা হবে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন বেসামরিক পদের জন্য নিজ মাঠে ২৯ জানুয়ারী ২০২৩ তারিখে বাছাই এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

বাংলাদেশ পুলিশ নিয়োগ

বাংলাদেশ পুলিশ নিয়োগ 2023

পুলিশ নিয়োগ ২০২৩ সার্কুলার

Application Deadline: 27 May 2023

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ

প্রতিষ্ঠানের নামঃ আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ

প্রতিষ্ঠানের EIIN Code; 119261, স্কুল কোড; ৪২৮৯, এমপিও কোড; ৭৬০২০৩১৩০২ ।

পদের নামঃ সহকারি শিক্ষাক।
পদ সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক সমমান পাস।
বয়স সীমাঃ ৪৫ বছর
বেতনঃ ২৩০০০-৫৫৪৭০/- টাকা।

পদের নামঃ সংগীত ও নাট্যকলা প্রশিক্ষাক।
পদ সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক সমমান পাস।
বয়স সীমাঃ ৪৫ বছর
বেতনঃ আলোচনা সাপেক্ষ টাকা।

পদের নামঃ নিরপত্তা কর্মী।
পদ সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি সমমান পাস।
বয়স সীমাঃ ৪৫ বছর
বেতনঃ ৮২৫০-২০০১০/- টাকা।

পদের নামঃ বাস হেলপার।
পদ সংখ্যাঃ ০৩ জন
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী সমমান পাস।
বয়স সীমাঃ ৪৫ বছর
বেতনঃ আলোচনা সাপেক্ষ টাকা।

আবেদনের মাধ্যমঃ ডাকযোগের মাধ্যমে।

আবেদনের সময় সীমাঃ ২১ এপ্রিল ২০২৩ তারিখ

আর্মড পুলিশ ব্যাটালিয়ানের দায়িত্ব সমূহঃ

  1. অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা।
  2.  বেআইনি অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক প্রভৃতি উদ্ধার।
  3. সশস্ত্র অপরাধী চক্র গ্রেফতার।
  4.  আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য ইউনিটকে সহায়তা প্রদান।
  5.  বিভিন্ন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত নিরাপত্তা সংক্রান্ত যে কোন কাজ।

মূল লক্ষ কী?

আইনের সঠিক ও যথাযথ  প্রয়োগ, সামাজিক শৃঙ্খলা রক্ষা, অপরাধ ভীতি হ্রাস এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে অঙ্গীকারবদ্ধ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে কেন্দ্রীয়ভাবে গ্রহণকৃত জিরো টলারেন্স নীতির আলোকে জনবান্ধব পুলিশি কার্যক্রম পরিচালনা। শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন বান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলাই বাংলাদেশ পুলিশের একমাত্র অভিলক্ষ।

২১ জুন ২০১১ তারিখে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রথম মহিলা ইউনিট চালু হয়। গুলশানে ১ জুলাই, ২০১৬ জঙ্গি হামলার পর বাংলাদেশের শহুরে এলাকায় কমান্ডো ইউনিট স্থাপনের সরকারের পরিকল্পনার অংশ হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তারা ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেন।

Committed to the proper and proper enforcement of the law, maintaining social order, reducing the fear of crime & ensuring the security of the people. Conducting people friendly policing in the light of the centrally adopted zero tolerance rule in combating militancy and terrorism. Bangladesh Police defense is to build a peace, security and development friendly police system.


আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন চকরি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন জব সার্কুলার, এপিবিএন নিয়োগ বিজ্ঞপ্তি, armed police battalion school and college uttara job circular , armed police battalion school and college job circular 2023,

এ সপ্তাহের সরকারি চাকরির সারকুলার,এ সপ্তাহের সরকারি চাকরির নিয়োগ সমূহ,সরকারি চাকরি খবর,সরকারি চাকরি খোজ,সরকারি চাকরির নিয়োগের খবর,এ সপ্তাহের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি,সরকারি চাকরির নিয়োগ খবর, সরকারি চাকরির খবর পুলিশ, সরকারি চাকরির খবর পত্রিকা আজকের ,সরকারী চাকরির খবর , আজকের জব সার্কুলার, ajker job circular, ajker niyog bigoppti,