৬১ পদে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বিএসবিকে নিয়োগ বিজ্ঞপ্তি  (Bangladesh sthol bondor kortipokkho job circular 2023) তে মোট ৬১ টি জনবল নিয়োগ দেবে। এর ইংরেজি নাম Bangladesh Land Port Authority (BPLA) সংক্ষেপে বিএসবিকে (BSBK) নামে পরিচিত। বি.এস.বি.কে বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি যা বাংলাদেশের সকল স্থল বন্দরগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এটি বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি অধিদপ্তর। এখানে দরখাস্ত করতে আবেদন কারিকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষে অনলাইনে আবেদন করতে এই bsbk.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করুন এবং সঠিক নির্দেশনা অনুযায়ি তথ্য সংযুক্ত করুন। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর একটি ছবি (Photo) ও স্বাক্ষর (Signature) আপ্লোড করতে হবে। যেখানে  ছবি (Photo) ৩০০ x ৩০০ পিক্সেলের এবং JPG ফরম্যাটের হতে হবে। স্বাক্ষর (Signature) হতে হবে ৩০০ x ৮০ পিক্সেলের এবং JPG ফরম্যাটের। একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2023-এ বর্ণিত শূন্য পদ সংক্রান্ত  তথ্য জানতে পারবেন নিম্ন হতে;

০১. পদ সমূহ : সহকারী পরিচালক (ট্রাফিক)
পদ সংখ্যা : ০৫ টি;
মাসিক বেতন : ২২০০০-৫৩০৬০/- টাকা
পড়াশোনার যোগ্যতা : স্নাতক ডিগ্রী পাশ
বয়সসীমা : ৩০ বছর।

০২. পদ সমূহ : সহকারী পরিচালক (প্রশাসন)
পদ সংখ্যা : ১ টি
মাসিক বেতন : ২২০০০-৫৩০৬০/- টাকা
পড়াশোনার যোগ্যতা : স্নাতক ডিগ্রী পাশ
বয়সসীমা : ৩০ বছর।

০৩. পদ সমূহ : মেডিকেল অফিসার
পদ সংখ্যা : ০১ টি
মাসিক বেতন : ২২০০০-৫৩০৬০/- টাকা
পড়াশোনার যোগ্যতা : এম,বি,বি,এস ডিগ্রীসহ বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের রেজিষ্ট্রেশন প্রাপ্ত
কাজের অভিজ্ঞতা : ০২ বছর
বয়সসীমা : ৩০ বছর

০৪. পদ সমূহ : হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা : ২ টি
মাসিক বেতন : ২২০০০-৫৩০৬০/- টাকা
পড়াশোনার যোগ্যতা : স্নাতক ডিগ্রী পাশ (হিসাব বিজ্ঞান বিষয়ে)
বয়সসীমা : ৩০ বছর।

০৫. পদ সমূহ : অডিট অফিসার
পদ সংখ্যা : ২ টি
মাসিক বেতন : ২২০০০-৫৩০৬০/- টাকা
পড়াশোনার যোগ্যতা : স্নাতক ডিগ্রী পাশ (বাণিজ্যে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী)
বয়সসীমা : ৩০ বছর।

০৬. পদ সমূহ : উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যা : ৪ টি
মাসিক বেতন : ১৬০০০-৩৮৬৪০/- টাকা
পড়াশোনার যোগ্যতা : সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাশসহ সরকার স্বীকৃত কারিগরী শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
বয়সসীমা : ৩০ বছর।

০৭. পদ সমূহ : ব্যক্তিগত কর্মকর্তা কাম – কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ২ টি
মাসিক বেতন : ১১৩০০-২৭,৩০০/-  টাকা
পড়াশোনার যোগ্যতা : অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার পরিচালনায় অন্যূন ৩ বৎসরের বাস্তব কাজের অভিজ্ঞতা
বয়সসীমা : ৩০ বছর

০৮. পদ সমূহ : ট্রাফিক পরিদর্শক
পদ সংখ্যা : ৩ টি
মাসিক বেতন : ১১৩০০-২৭,৩০০/-  টাকা
পড়াশোনার যোগ্যতা : অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী
বয়সসীমা : ৩০ বছর

০৯. পদ সমূহ : হিসাবরক্ষক
পদ সংখ্যা : ৮ টি
মাসিক বেতন : ১১৩০০-২৭,৩০০/-  টাকা
পড়াশোনার যোগ্যতা : বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রীসহ অন্যূন ১ বৎসরের বাস্তব কর্ম কাজের অভিজ্ঞতা ।
বয়সসীমা : ৩০ বছর

১০. পদ সমূহ : অডিটর
পদ সংখ্যা : ৩ টি
মাসিক বেতন : ১১৩০০-২৭,৩০০/-  টাকা
পড়াশোনার যোগ্যতা :  ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী
বয়সসীমা : ৩০ বছর

১১. পদ সমূহ : কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ৯ টি
মাসিক বেতন : ১১,০০০-২৬,৫৯০/-  টাকা
পড়াশোনার যোগ্যতা : সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগবিধিমালা, ২০১৯ তফসিলের ক্রমিক ১৮ অনুযায়ী-
ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ;
গ) কম্পিউটারে word proceing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা : ৩০ বছর

১২. পদ সমূহ : ইয়ার্ড সুপারিনটেনডেন্ট/ওয়্যারহাউজ 
পদ সংখ্যা : ১৩ টি
মাসিক বেতন : ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা
পড়াশোনার যোগ্যতা : স্নাতক ডিগ্রী;
বয়সসীমা : ৩০ বছর।

১৩. পদ সমূহ : অফিস সহায়ক
পদ সংখ্যা : ০৮ টি
মাসিক বেতন :  ৮২৫০-২০০১০/- টাকা
পড়াশোনার যোগ্যতা : মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, এর তফসিলের ক্রমিক-১১ অনুযায়ী- কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা : ৩০ বছর।

আবেদন ফি: ১০০,৩০০,৫০০,৬০০/- টাকা

আবেদন মাধ্যম: অনলাইন

আবেদন শুরু: ১৬ এপ্রিল ২০২৩ সকাল ১০ টা

আবেদনের শেষ সময়: ০৭ মে ২০২৩ বিকাল ০৫ টা।

স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ

 

Application Deadline: 07 May 2023

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সংস্থার কার্যবলী হল;

  • স্থলবন্দর পরিচালনা, ব্যবস্থাপনা, উন্নয়ন, সম্প্রসারণ ও সংরক্ষণের নীতি প্রণয়ন;
  • স্থলবন্দরে পণ্য গ্রহণ, সংরক্ষণ ও প্রদানের জন্য অপেরাটর নিয়োগ;
  • সরকারের পূর্বানুমোদনক্রমে স্থলবন্দর ব্যবহারকারীদের নিকট হতে আদায়যোগ্য কর, টোল, রেইট ও ফিসের তফসিল প্রণয়ন;
  • এ আইনের (বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ আইন, ২০০১) উদ্দেশ্য পূরণকল্পে কারো সাথে কোন চুক্তি সম্পাদন।