সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি সংস্থা কর্তৃক প্রকাশিত হয়েছে। প্রায় সময় বিভিন্ন ক্যাটাগরিতে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর জব সার্কুলার প্রকাশ করে থাকে। বাংলাদেশেসামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিষ্ঠানে যারা চাকরি করতে চান তাদের জন্য এটি একটি সুযোগ হতে পারে। এটি বেকার ও যোগ্য চাকরি প্রার্থীরা এই সুযোগটি নিতে পারেন। আবেদন কারিকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। আবেদন কারি বা আগ্রহী প্রার্থীকে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা যে ভাবে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন, চলুন তার সকল বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়ম জেনে আসি।
সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সরকারি ও বেসরকারি সকল নতুন জব সার্কুলার সম্পর্কিত তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট JobCircularPro ভিজিট করতে পারেন। আমাদের লক্ষ্য কর্মসংস্থান সম্পর্কিত সমস্ত তথ্য সরবরাহ করা। JCP এর এই পরিষেবা বেকারত্ব হ্রাসে ভূমিকা পালন করবে। আপনি যদি সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে চাকরির জন্য আবেদন করতে চান তবে আপনাকে নিচের দেয়া সময় সীমার মধ্যে আবেদন জমা দেওয়া উচিত। DGMS Job Circular 2022 এর সকল তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হল,
প্রতিষ্ঠানের নাম | সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর |
বিজ্ঞপ্তির ধরন | সরকারি চাকরি |
পদের সংখ্যা | ০১ টি |
পড়াশোনার যোগ্যতা | স্নাতক পাস |
অভিজ্ঞাতা | — বছরের |
কর্মস্থল | বাংলাদেশের যেকোনো স্থানে |
বেতন/সম্মানী স্কেল | আলোচনা সাপেক্ষে |
প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
বয়স সীমা | ৪০ বছর |
আবেদনের নিয়ম | ডাকযোগ এর মাধ্যমে আবেদন করতে হবে |
অফিসিয়াল সাইট | http://dgms.portal.gov.bd/ |
নতুন বিজ্ঞপ্তির সাইট | Job Circular Pro |
আবেদনের শেষ সময় | ৩০ মে ২০২২ |
সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ 2022
আবেদনের সময়সীমাঃ ৩০ মে ২০২২
Apply Online: dgms.teletalk.com.bd
সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে চাকরি
ডিরেক্টরেট জেনারেল অফ মিলিটারি মেডিকেল সার্ভিসেস বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যেটি প্রতিরক্ষা বাহিনীর চিকিৎসা সেবা তত্ত্বাবধান করে। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সাতটি বিভাগের একটি। মেজর জেনারেল মাহবুবুর রহমান সামরিক চিকিৎসা সেবা অধিদপ্তরের প্রধান। লেফটেন্যান্ট কর্নেল শফিকুল হাসান এফসিপিএসের বর্তমান সহকারী মহাপরিচালক। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল। স্কোয়াড্রন লিডার এম শামসুল হক ছিলেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের প্রথম মহাপরিচালক।
সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ ,সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ ২০২২ ,সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ,সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (ডিজিএমএস) , ডিজিএমএস নিয়োগ বিজ্ঞপ্তি , DGMS Job circular 2021 , DGMS Job ,