বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি-Ansar battalion job circular 2023

বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

সাম্প্রতিক বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। আপনি যদি ৪১৮ টি জনবল অস্থায়ী ভাবে আনসার ব্যাটালিয়নে চাকরি করতে চান তাহলে আপনে নিম্নে দেওয়া সকল তথ্য মেনে  প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই জব সার্কুলার এর জন্য বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।

বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩ সার্কুলারে আবেদন কারি বা আগ্রহী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করে হবে। আবেদন কারিকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। এই চাকরির ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। যে কোন বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। তাই আবেদন কারার আগে আপনাকে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়া উচিৎ।

বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩ সার্কুলার

সরকারি ও বেসরকারি সকল নতুন জব সার্কুলার সম্পর্কিত তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করেন তাহলে আপনাকে মােবাইলে এসএসএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় জানিয়ে দেয়া হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। Ansar battalion job circular 2023 এর সকল তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ব্যাটালিয়ন আনসার
চাকরির ধরণ সরকারি চাকরি
জেলা বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলা
 পদের নাম সাধারন আনসার
পদের সংখ্যা ৪১৮ জন
বয়স ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সমমান পাস
ওয়েবসাইট ansarvdp.gov.bd
আবেদনের মাধ্যম ডাকযোগের মাধ্যমে
আমাদের ওয়েব সাইট JCP
আবেদন শুরু হবে ০৬ মে ২০২৩
আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৩

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সমমান পাশ হতে হবে।
বৈবাহিক আবস্থাঃ অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতাঃ

  • শারীরিক উচ্চতাঃ ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
  • শারীরিক ওজনঃ ৪৯.৮৯৫ কেজি ( ১১০ পাউন্ড)
  • বুকের মাপঃ ৮১.২৮-৮৬.৩৬ সেমি (৩২-৩৪ ইঞ্চি)
  • দৃষ্টি শক্তিঃ ৬/৬

আবেদনের মাধ্যমঃ  www.ansarvdp.gov.bd ওয়েবসাইটে গিয়ে “ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” লিংকে গিয়ে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে।
অগ্রাধিকারঃ অধিক উচ্চতা, তালিকাভুক্ত আনসার-ভিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনের সময়সীমাঃ ১৫ মে ২০২৩ পর্যন্ত

বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ 2023

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও সঠিক সময়ে সঠিক তথ্য পেতে এখনই লাইক দিন!

বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩ সার্কুলার

আনসার ব্যাটালিয়নে জেলা ভিত্তিক পদের সংখ্যা:

আনসার ব্যাটালিয়নে জেলা ভিত্তিক পদের সংখ্যা:

আনসার ব্যাটালিয়নে আবেদনের নিয়ম ও যোগ্যতা:

আনসার ব্যাটালিয়নে আবেদনের নিয়ম ও যোগ্যতা:

আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০২৩

ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩ সার্কুলার

অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতিঃ

ইউনিয়ন ডিজিটাল সেন্টার যেকোন অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাহট এ “ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” করতে চাইলে এই লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকটি নির্ধারিত তারিখ এর মধ্যে আবেদন করতে হবে । অন-লাইন রেজিট্রশন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা জমা দিতে হবে না।

আবেদনকালে আবেদনপর দাখল ওফ পারশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামশের জন্য ০১৮৪০১৯৭২০৭, ০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যোগাযোগ করুন । অন-লাইনে আবেদন এরপর রেজিস্ট্রেশন সম্পর হলে প্রত্যেক TY রেফারেঙ্গ আইডি পাবেন এবং উক্ত রেফারেন্স আইডি ও বিকৃত আবেদনপত্র সংরক্ষণ করবেন । পরবর্তীতে আবেদনে প্রদন্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। বাছাইয়ের লক্ষ্যে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে প্রবেশপত্র ও আবেদনপ্রসহ উপস্থিত হবেন। প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণ করে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারী পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রারথীদেরকেই  চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য করা হবে।

যে সনদ/কাগজ জমা দিতে হবেঃ

লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্ন লিখিত কাগজপত্র জমা দিতে হবে।

১মা শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ পত্রের ফটোকপি ।

১মা শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবি (সামনে থেকে তোলা) ।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/এয়ার্ড কাউসিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদপত্র ।

১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি।

অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌোরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ নিতে হবে।

প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউলিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র ৷

শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মূলকপি অবশ্যই প্রদর্শন করতে হবে ।

প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম, পেঙ্গিল, স্কেল ও ক্রিপবোর্ড সঙ্গে আনতে হবে।

Ansar battalion job circular 2023

Candidates participating in the written test have to submit the following written documents to the selection committee.

Photocopy of original / temporary certificate of educational qualification attested by 1st class Gazetted Officer.

6 copies passport size color photo attested by 1st class gazetted officer (taken from front).

Nationality certificate issued by the concerned Union Parishad Chairman / Municipality Chairman / Aired Councilor.

Photocopy of National Identity Card attested by 1st class Gazetted Officer.

Certificate of consent of the guardian which must be taken from the certificate issued by the Union Parishad Chairman / Municipality Chairman / Ward Councilor.

Certificate issued by the concerned ward councilor in case of unmarried candidate to the concerned Union Parishad or in case the Chairman of the Municipality or City Corporation.

Original copies of all certificates must be displayed at the time of appearing for the physical aptitude, written and oral examinations.

Candidates should bring pens, pencils, scales and creepboards to participate in the examination.


ব্যাটালিয়ন আনসার নিয়োগ ২০২৩, ব্যাটালিয়ন আনসার নিয়োগ 2023, ব্যাটালিয়ন আনসার নোটিশ 2023, আনসার ব্যাটালিয়ন অফিসার পদে নিয়োগ, ব্যাটালিয়ন আনসার নিয়োগের অনলাইনে আবেদন, আনসার ব্যাটালিয়ন আবেদনের নিয়ম, আনসার ব্যাটালিয়ন উইকিপিডিয়া, ব্যাটালিয়ন আনসার এর নিয়োগ বিজ্ঞপ্তি, ব্যাটালিয়ন আনসার এ নতুন নিয়োগ, ব্যাটালিয়ন আনসার এর সুযোগ সুবিধা, ব্যাটালিয়ন আনসার কি, আনসার ব্যাটালিয়ন চাকরির খবর, ব্যাটালিয়ন আনসার চাকরির বিজ্ঞপ্তি 2023, ব্যাটালিয়ন আনসার চাকরি, আনসার ব্যাটালিয়ন জব সার্কুলার, ব্যাটালিয়ন আনসার নিয়োগ ২০২৩ সার্কুলার, আনসার ব্যাটালিয়ন যোগ্যতা, ব্যাটালিয়ন আনসার সার্কুলার, আনসার ব্যাটালিয়ন সার্কুলার 2023, Ansar battalion job circular 2023, Ansar battalion jobs,