বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-BKSP Admission Circular 2024

বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে  ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ। আপনি যদি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP Admission বা ভর্তি হতে চান তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আবেদন আবেদন করা জরুরী। আবেদনের তারিখ, জেলা ও বাছাই স্থান নিম্নে প্রদান করা হল। বিকেএসপি এর অর্থ হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে, এটি আমাদের দেশের প্রধান ও একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষাকেন্দ্র; যা সংক্ষেপে বিকেএসপি (BKSP – Bangladesh Krira Shikkha Pratisthan) নামে পরিচিত। বিকেএসপির প্রধান কেন্দ্র ঢাকা  সাভারে  ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও এর আঞ্চলিক কেন্দ্র রয়েছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও দিনাজপুরে জেলাতে।

প্রতিষ্ঠানটি শুরু থেকেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো একজন প্রফেসর পদমর্যাদার একজন অধ্যক্ষের তত্ত্বাবধানে, তবে ২০০০ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটেশনে লে. কর্নেল পদমর্যাদার একজন কর্মকর্তা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও, একজন উপাধ্যক্ষ এবং সহযোগী অধ্যাপক আছেন যাদের সক্রিয় সহযোগিতায় অধ্যক্ষ কলেজ প্রশাসন পরিচালনা করেন এছাড়া অনেক বিকেএসপি ইতিহাস রয়েছে। উক্ত সার্কুলারে আবেদন করার জন্য চলুন জেনে আসি ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে সকল বিস্তারির ও প্রয়োজনীয় তথ্য। আর সকল চাকরির খবর জানতে আমাদের ওয়েবসাইট JCP ভিজিট করতে পারেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি জনতে ক্লিক করুন!

বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

সাম্প্রতিক জেলা পর্যায়ে খেলোয়াড় বাছায় এর জন্য বিকেএসপি BKSP ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। মেধাবী খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া বিষয়ে দীর্ঘমেয়াদি বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে ২০২৪ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপিতে ভর্তি করা হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। বিকেএসপি অনলাইন আবেদন লিংক  www.bksp.gov.bd। কি ভাবে আবেদন করবে তার বিস্তারিত জানতে সার্কুলার টি শেষ পর্যন্ত পড়ুন। বিকেএসপির ভর্তির সার্কুলারে উল্লেখিত নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রতিষ্ঠানের নাম  বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)
বিজ্ঞপ্তির ধরন প্রশিক্ষণার্থী ভর্তি
ব্যাচ ২০২২ – ২০২৪
পদের সংখ্যা বিপুল পদে
আবেদনের স্থান সব জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন
প্রার্থীর ধরন বিপুল পদে
বয়স সীমা নির্ধারিত নয়
প্রার্থীর ধরন নারী ও পুরুষ
আবেদনের নিয়ম অনলাইনের এর মাধ্যমে আবেদন করতে হবে
আবেদনের লিংক www.bksp.gov.bd
নতুন বিজ্ঞপ্তির সাইট Job Circular Pro
আমাদের ফেজবুক পেজ Facebook Page
আমাদের FB গ্রুপ Facebook Group
পরীক্ষার তারিখ ২৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২৪
পরীক্ষার সময় সকাল ০৯ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত
আরো পড়ুনঃ 
১) বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
২) সেইপ প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
৩) মহিলা বিষয়ক অধিদপ্তর প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি
৪) যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ও প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
বিঃদ্রঃ আমাদের ফেজবুক পেজে জয়েন্ট হয়ে নতুন নতুন জব সার্কুলার দেখতে পারে আমরা প্রতি নিয়ত আপডেট করে থাকি

বিকেএসপিতে ভর্তি 2024

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ পোস্টেতে যা জানতে পারবেন তাহল, BKSP Admission 2024, বিকেএসপি মাধ্যমিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, বিকেএসপি উচ্চ মাধ্যমিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, বিকেএসপি স্নাতক  ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, বিকেএসপি ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, বিকেএসপির  সম্পর্কে, বিকেএসপি ভর্তির যোগ্যতা, অনলাইন আবেদন পদ্ধতি,  বিকেএসপি ভর্তি ফি, কলেজের ফিস সংক্রান্ত তথ্য  এবং চলমান ভর্তি বিজ্ঞপ্তি সমূহ।

বিকেএসপিতে প্রশিক্ষণার্থী ভর্তি ২০২৪ :

  • বিজ্ঞপ্তির নামঃ  প্রশিক্ষণার্থী ভর্তি ও খেলোয়াড় নির্বাচন
  • ব্যাচঃ ২০২৪
  • বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদের ভর্তি পরীক্ষার আগেই অনলাইনে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর হার্ড কপিটি অবশ্যই শিক্ষার্থীর সাথে আনতে হবে ও ৫০/- টাকা পরীক্ষার কেন্দ্রে জমা দিয়ে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • আবেদনের লিংকঃ http://BKSPbd.com

রেজিস্ট্রেশনের শেষতারিখঃ ২৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২৪
পরীক্ষার সময়ঃ সকাল ০৯ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত
বিকেএসপি মাঠঃ নিম্নের চিত্র দেখুন

BKSP ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

নিয়োগ পরীক্ষার তারিখঃ ২৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২৪

বিকেএসপিতে ভর্তির যোগ্যতা

বিকেএসপিতে অনলাইন আবেদন বা ভর্তির নিয়মঃ

  • সাধারণত চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হয়। ভলিবলের ক্ষেত্রে নবম শেণি পর্যন্ত সুযোগ রাখা হয়েছে। তবে বিশেষ ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স, শ্রেণি ও উচ্চতা শিথিলযোগ্য।
  • বিকেএসপির প্রশিক্ষণ কেন্দ্রে নির্দিষ্ট দিনে প্রশিক্ষণার্থীদের ভর্তি বাছাইপ্রক্রিয়া শুরু হয়। প্রাথমিক বাছাইয়ে সাধারণত স্বাস্থ্য ও বয়স দেখা হয়। প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় পর্বে দেখা হয় শারীরিক সক্ষমতা। তৃতীয় পর্বে শিক্ষার্থীকে মাঠে পাঠানো হয়। সেখানে আবেদন অনুযায়ী নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা।
  • প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের পরবর্তী সময় সাত দিনের বাছাই ক্যাম্পে ডাকা হয়। সপ্তাহব্যাপী সকাল-বিকেল অনুশীলনের পর নেওয়া হয় লিখিত পরীক্ষা। মোট ১০০ নম্বরের পরীক্ষায় খেলা ৭০, লিখিত পরীক্ষায় (বাংলা, ইংরেজি ও গণিত) ২০ ও ক্রীড়াবিজ্ঞানে ১০।

বিকেএসপি ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি

প্রাথমিক বাছাই:

০১.        ঢাকা বিকেএসপিতে প্রাথমিক বাছাইয়ের দিন ০২ কপি রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজ) আনতে হবে।

০২.        প্রাথমিক বাছাইয়ের দিন ঢাকা বিকেএসপি হতে নিবন্ধন ফরম পূরণ পূর্বক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

০৩.       ডাক্তারী পরীক্ষা (বয়স নির্ধারণ ও অন্যান্য মেডিকেল টেষ্ট)।

০৪.        শারীরিক যোগ্যতা বা ফিটনেস টেষ্ট।

০৫.       স্ব-স্ব খেলা/বিভাগ অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা।

০৬.       প্রাথমিক বাছাইয়ের দিন ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাক সাথে আনতে হবে।

চূড়ান্ত নির্বাচন:

০১.        কেবলমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ০৫ দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে।

০২.        প্রশিক্ষণ ক্যাম্পে স্ব-স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।

০৩.       সর্বশেষ অধ্যয়নরত শ্রেণির সিলেবাস অনুযায়ী স্ব-স্ব শ্রেণির লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি ও গণিত) গ্রহণ করা হবে।

০৪.        জন্ম নিবন্ধন সনদ আনতে হবে।

০৫.       প্রযোজ্য ক্ষেত্রে পিএসসি ও জেএসসি পরীক্ষার সনদ আনতে হবে।

০৬.       ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়।

০৭.        সকল পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য হলোঃ

  1. সম্ভাবনাময় খেলোয়াড়দের বয়স ভিত্তিক ধারাবাহিক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা।
  2. ধারাবাহিকভাবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে পরিকল্পিত বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা।
  3. ব্যক্তিত্বের সার্বিক বিকাশ নিশ্চিত করতে ক্রীড়া বিষয়ক এবং সাধারণ শিক্ষা প্রদান করা এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষিত খেলোয়াড়, প্রশিক্ষক, সংগঠক ও ক্রীড়া বিষয়ে দক্ষ ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা।
  4. নতুন প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে ব্যাপক উৎসাহিত ও উদ্দীপ্ত করা এবং তাদের মাঝে ক্রীড়া সচেতনতা সৃষ্টি করা।
  5. প্রাথমিক প্রশিক্ষণ প্রদান এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য ক্রীড়া প্রতিভা সনাক্ত করা।
  6. বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের চাহিদা অনুযায়ী জাতীয় দলের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  7. জাতীয় দলকে কৌশলগত ও বিজ্ঞানসম্মত প্রশিক্ষণে সহায়তা প্রদান করা।
  8. ক্রীড়াবিদদের জন্য সুযোগ সৃষ্টি করা এবং এ বিষয়ে সহজাত প্রতিভা সম্পন্ন ব্যক্তিকে আধুনিক প্রশিক্ষণের পদ্ধতি সম্পর্কে মৌলিক ধারণা দেয়ার ব্যবস্থা করা।
  9. সকল সম্ভাবনাময় প্রশিক্ষকদের প্রাথমিকভাবে ধারাবাহিক ক্রীড়া প্রশিক্ষণ এবং ক্রীড়া বিজ্ঞান সম্পর্কে যথাযথ শিক্ষা প্রদান করা।

 

পরিবীক্ষণ কমিটি (সিসি)

নাম ও পদবী মোবাইল নম্বর ই-মেইল ঠিকানা কমিটির পদবী
কর্নেল এ কে এম মাজহারুল হক,

এএফডব্লিউসি, পিএসসি, এলএসসি

পরিচালক (প্রশিক্ষণ)

01712119177 majharhuq28@gmail.com আহ্বায়ক
লেঃ কর্নেল মোঃ ইকবাল হোসেন

অধ্যক্ষ

01873539656 principal@bksp.gov.bd সদস্য
জনাব মোঃ ছগির হোসেন

উপপরিচালক (প্রশাসন)

01709330067 dda@bksp.gov.bd সদস্য
ডাঃ মোঃ এমাদুল হক

উপপরিচালক (ক্রীড়া বিজ্ঞান)

01720958746 drehaquebksp@gmail.com সদস্য
জনাব উজ্জল চক্রবর্তী

উপপরিচালক (প্রশিক্ষণ)

01711364746 uzzal_football@yahoo.com সদস্য
নুসরাৎ শারমিন

সিনিয়র গবেষণা কর্মকর্তা

01741378772 nusratsharmeen1975@gmail.com সদস্য
জনাব জহিরুল ইসলাম

কম্পিউটার অপারেটর

01718042787 admin@bksp.gov.bd সদস্য

 

এই পেজে যে টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে:- বিকেএসপি ভর্তি ফিস, বিকেএসপিতে ভর্তির যোগ্যতা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি বিজ্ঞপ্তি, বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি , বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি, বিকেএসপি ভর্তি সার্কুলার, বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি, বিকেএসপি নিয়মিত ভর্তি, বিকেএসপি রেগুলার ভর্তি, বিকেএসপি কোথায়, বিকেএসপি ডিপ্লোমা, বিকেএসপি ডিপ্লোমা ভর্তি ,বিকেএসপি ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি, bksp admission 2024, bksp admission online form 2024, bksp admission form, bksp admission 2024 date, bksp admission circular, bksp admission online form, bksp admission result, bksp ভর্তি, bksp admission 2024 form, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি, বিকেএসপি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি বিজ্ঞপ্তি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিকেএসপিতে পরীক্ষার তারিখ,  বিকেএসপিতে ভর্তি পরীক্ষার সময়

বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, বিকেএসপিতে ভর্তি হতে কত টাকা লাগে, বিকেএসপি কোথায় অবস্থিত, বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি, বিকেএসপিতে ভর্তির যোগ্যতা, বিকেএসপির ওয়েবসাইট, বিকেএসপি ফলাফল, বিকেএসপি আবেদন ফরম, বিকেএসপি ইতিহাস, বিকেএসপি এর পূর্ণরূপ কি, বিকেএসপি এর মানে কী, বিকেএসপি কত সালে প্রতিষ্ঠিত হয়, বিকেএসপি কোথায়, বিকেএসপি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি খবর, বিকেএসপি তে ভর্তি, বিকেএসপি তথ্য, বিকেএসপি ভর্তি তথ্য, দিনাজপুর বিকেএসপি ভর্তি, বিকেএসপি ভর্তির নিয়ম, বিকেএসপি প্রধান, বিকেএসপি প্রতিষ্ঠিত হয় কবে, বিকেএসপি প্রথম আলো, বিকেএসপি ফলাফল ২০২৪, বিকেএসপি ফলাফল 2024, বিকেএসপি ভর্তি, বিকেএসপি ভর্তি ফরম, বিকেএসপি রেজাল্ট 2024, বিকেএসপি রেজাল্ট ২০২৪, বিকেএসপি সার্কুলার, বিকেএসপি স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, বিকেএসপি সম্পর্কে,

বিকেএসপি ভর্তি,বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি 2024, বিকেএসপি মাধ্যমিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,বিকেএসপি উচ্চ মাধ্যমিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,বিকেএসপি স্নাতক  ভর্তি ,বিকেএসপি স্নাতক, বিকেএসপি স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, বিকেএসপি ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, বিকেএসপিতে ভর্তি 2024,