প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – BOILER Job Circular 2021

এসএসসি,স্নাতক সমমান পাশে , ০১ ধরনের ০২ টি পদে, সরকারি স্কেল অনুযায়ী ন্যায্য টাকা বেতন ও ভাতা প্রদান সাপেক্ষে নিম্ন বর্ণিত শূন্য পদে, সরকারি নির্ধারিত শর্তাবলী সাপেক্ষে, বাংলাদেশ প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১  বিধিমালা অনুযায়ী এই চাকরির খবর প্রকাশ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে রাজত্ব খাতভুক্ত নিয়োগ যোগ্য অস্থায়ী শূন্য পদে নিম্নে পদে সারাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://boiler.teletalk.com.bd/) নির্ধারিত সময় সীমার মধ্যে আবেদন করা আহ্বান করা যাচ্ছে।

সর্বপ্রথম ১৯২৪ সালে কলকাতায় প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় স্থাপন করা হয়। বাংলাদেশ প্রধান বয়লার পরিদর্শক কার্যালয় ১৯৪৭ সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলাতে প্রতিষ্ঠিত হয়। পরবর্তিতে ১৯৫৬ সালের জুন মাসে শেখ মুজিবুর রহমান শিল্পমন্ত্রী থাকা কালে গৃহীত পরিকল্পনায় বয়লার অফিসটি ঢাকায় স্থানান্তরিত করে।

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় নিয়োগ

 

এই প্রতিষ্ঠানটি “শিল্প মন্ত্রণালয়ের” অধীনে তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চায় যে এটি “কারখানা ও স্থাপনা পরিদর্শন বিভাগ” এর অধীনে স্থানান্তরিত করা হোক। সাধারণত তন্মধ্যে বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, চিনি কল, টেক্সটাইল মিল, পেপার মিল, ফিড মিল, রাইস মিল, ঔষধ শিল্প ও পোষাক শিল্প উল্লেখযোগ্য কারখানায় বয়লার ব্যবহৃত হয়। এখানে সাধারণ জনগন কাজ করে এবং বিভিন্ন দূর্ঘটনা হয়ে থাকে এতে জনগণের জানমালের ব্যাপক ক্ষতি হয়। তাই সাধারণ জনগনের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৯২৩ সালে বয়লার আইন পাশ করা হয়। নিম্ন জব সার্কুলারে আবেদন করার জন্য চলুন জেনে আসি প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে সকল বিস্তারির ও প্রয়োজনীয় তথ্য। নতুন আরো সরকারি ও বেসরকারি চাকরির খবর জানতে আমাদের JCP ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় জব সার্কুলারের সংক্ষিপ্ত তথ্য নিম্নে টেবিল আকারে দেওয়া হল”

প্রতিষ্ঠানের নাম প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়
চাকরির ধরন  সরকারি চাকরি
পদের নাম ড্রাইভার
পদের সংখ্যা ০২ টি
 পড়াশোনার যোগ্যতা ৮ম/জেএসসি সমমান পাশ
কাজের দক্ষতা হালকা ও ভারী গাড়ি চালানো দক্ষতা থাকতে হবে
মাসিক বেতন স্কেল ৯৩০০ – ২২৪৯০/- টাকা
আবেদনের মাধ্যম অনলাইন
আবেদনের লিংক boiler.teletalk.com.bd.
অফিসিয়াল ওয়েবসাইট www.boiler.gov.bd.
আমাদের ওয়েবসাইট JCP
আবেদন শুরুর সময় ০১ ডিসেম্বর ২০২১
আবেদনের শেষ সময় ২০ ডিসেম্বর ২০২১

আরো বিস্তারিত তথ্যের জন্য নিম্নে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় নিয়োগ সার্কুলার এর ছবি দেখুন। 

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় চাকরি

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 

Source: Bangladesh Pratidin, 28 November 2021

Application Deadline: 20 December 2021

Online Apply: boiler.teletalk.com.bd

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের প্রধান লক্ষ্য হলো পরিদর্শন ও পরীক্ষণ এবং বয়লার পরিচারক দ্বারা বয়লার পরিচালনার মাধ্যমে মানসম্মত বয়লার তৈরি ও নিরাপত্তা নিশ্চিতকরণ।

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কার্যাবলি :

১) বয়লার আমদানির জন্য ছাড়পত্র (NOC) প্রদান;

২) বয়লারের ড্রইং, ডিজাইন পরীক্ষণ ও বয়লার পরিদর্শনপূর্বক রেজিষ্ট্রেশন প্রদান;

৩) বার্ষিক ভিত্তিতে বয়লার পরিদর্শনপূর্বক বয়লার ব্যবহারের প্রত্যয়নপত্র নবায়ন;

৪) স্থানীয়ভাবে তৈরিকৃত বয়লারের পরিদর্শনকারী কর্তৃপক্ষ হিসেবে সনদ প্রদান 

৫) বয়লারের কাজে নিয়োজিত শিক্ষানবিশদের পরীক্ষা গ্রহণপূর্বক কৃতকার্য প্রার্থীদের বয়লার পরিচারক সনদ প্রদান।

১৯২৩ এর আওতায় বিভিন্ন সময়ে নিম্নে বর্ণিত বিধিমালা প্রণয়ন করা হয়েছে :

(১) বয়লার রেগুলেশন ১৯৫১

(২) বয়লার এটেনডেন্ট রুলস ১৯৫৩

(৩) বয়লার রুলস ১৯৬১

বয়লার পরিদর্শকের যগাযোগ নাম্বার:

ফোন:- +৮৮০১৭৯৮-৫৯৮০৮৮

ই-মেইল:- khanrezwana658@gmail.com

http://https://jobcircularpro.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%88%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a8/

বয়লার পরিদর্শকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি , বয়লার পরিদর্শকের কার্যালয় চাকরি, বয়লার পরিদর্শকের কার্যালয় জব সার্কুলার, বয়লার পরিদর্শকের কার্যালয় চাকরির খবর, বাংলাদেশ বয়লার পরিদর্শক নিয়োগ বিজ্ঞপ্তি, বয়লার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, উপ প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top