পিএসসি ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – PSC Cadre Job Circular 2021

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা। ৩৮ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পাস করেও যারা ক্যাডার পায়নি তাদের মধ্যে ৭ শতাধিক এর বেশি প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে। বুধবার কমিশনের একটি বিশেষ সভায় বিসিএসের মেধা তালিকার ভিত্তিতে এবং সংশ্লিষ্ট পদে নিয়োগের  ভিত্তিতে এই সুপারিশ করা হয়। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও যারা ক্যাডার পান না তাদের মধ্যে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া ৩১ তম বিসিএস থেকে শুরু হয়। পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, ঢাকা বিসিএস  ক্যাডারের নিম্ন লিখিত পদে সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতাধারী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। পিএসসি ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর সকল বিস্তারিত নিন্ম আলোচনা করা হলঃ

ক্যাডারের নামঃ বিসিএস (স্বাস্থ্য)

পদের নামঃ জুনিয়ার কনসালটেন্ট

বেতন স্কেলঃ ৩৫৫০০-৬৭০১০/- টাকা

পদের সংখ্যাঃ ৪০৯ জন

বয়স সীমাঃ ৫০ বছর

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে

আবেদনের সময়সীমাঃ ২৭ জুলাই ২০২১

পিএসসি ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি

নম্বর : ৮০.০০.০০০০.১০৭.১১-০২৫.২১-৫০৭,

পিএসসি ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি

PSC Cadre Job Circular 2021

PSC Cadre Job Circular 2021

 

Source: Bangladesh Pratidin, 14 July 2021 

Application Deadline: 27 July 2021 

 

বিশেষ নির্দেশাবলিঃ

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের জন্য যদি নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রীকে উল্লিখিত পদের পার্স বর্ণিত শিক্ষাগত যোগ্যতার সমমানের স্বপক্ষে বিএমডিসি প্রদত্ত সনদের সত্যায়িত কপি কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে BPSC Form-D (Applicant’s Copy) এর সঙ্গে জমা দিতে হবে । উক্ত সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে। আপনি যদি উক্ত সনদের মূলকপি না আনেন তাহলে আপনার মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
প্রাপ্ত প্রার্থীগণ নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি প্রদান করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন করার পর  ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে । শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে দ্রুত আবেদন করুন।

ব্যাক্তিগত তথ্যঃ

বয়সসীমা সবোচ্চি ৫০ বছর। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের পূর্বানুমতির আগে কোনো প্রার্থী যদি বিবাহ করে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হবেন । লিঙ্গ নিবিশেষে বিজ্ঞাপিত যোগ্যতাধারী বাংলাদেশের ঘে কোনো নাগরিক বিজ্ঞাপিত পদের জন্য যোগ্য বিবেচিত হবেন।

প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবৎ সত্য । প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং কমিশন কর্তৃক গৃহীতব্য যে কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

পিএসসি ক্যাডার আবেদন করতে কি কি লাগবেঃ

আবেদন করতে যাযা লাগবে তা নিম্নে বিস্তারিত দেওয়া হল,

  • প্রার্থীর স্থাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • যে সকল প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর রয়েছে সে সকল প্রার্থী অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে পরিচয়পত্রের নম্বর
    উল্লেখ করবেন।
  •  বিদেশ থেকে অর্জিত ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিএমডিসি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি।
  • বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সর্বশেষ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি।
  • সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইন্তফাদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা অপসারণ
    আদেশের সত্যায়িত কপি।
  • সরকারি/আধাসরকারি/স্বায়ন্তশাসিত সংস্থা/ স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদ্ত
    ছাড়পত্রের সত্যায়িত কপি ।
  • সকল যোগদান/ছাড়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

 

কমিশন সকল আবেদনপত্র বিবেচনা করবে এবং উপযুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে । তবে বিজ্ঞাপনের শর্ত মোতাবেক
যথাযথভাবে আবেদনপত্র পূরণ না করা হলে, স্বাক্ষর করা না হলে, কোনো কলাম/ঘর/স্থান পূরণ না করা হলে ও বিজ্ঞাপনে বর্ণিত
সনদপত্রের সত্যায়িত কপি জমা না দিলে প্রার্থীর আবেদনপত্র বাতিল হবে । বাছাই প্রক্রিয়ার পরও যে কোনো পর্যায়ে এ সকল ত্রুটি ধরা
পড়লে প্রার্থিতা বাতিল করা হবে । এমনকি কমিশন কর্তৃক সুপারিশের পরও প্রার্থী কর্তৃক ইত-পূর্বে প্রদত্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে
বা প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য ক্ষেত্রে ভুল তথ্য পাওয়া গেলে, তাঁর প্রার্থিতা/মনোনয়ন/সুপারিশ বাতিলসহ কর্ম কমিশন
পরবর্তী যে কোনো সময় পর্যন্ত উক্ত প্রার্থীকে সরকারি চাকরির জন্যে অযোগ্য ঘোষণা এবং প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
যাবে । নিয়োগের পরও এ জাতীয় কোনো ভুল তথ্য প্রকাশ পেলে প্রার্থীকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তাঁর রিরুদ্ধে আইনানুগ
অন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ।

পরীক্ষা সংক্রান্ত  কিছু তথ্যঃ

মৌখিক পরীক্ষা : মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ এবং পাস নম্বর ৫০।

মৌখিক পরীক্ষার নম্বর গোপনীয় থাকবে এবং উক্ত পরীক্ষার নম্বর বা সংস্লিষ্ট তথ্য প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না।

মৌখিক পরীক্ষা কমিশনের প্রধান কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হবে ।

আবেদন করার ঠিকানাঃ

পরীক্ষা সংক্রান্ত যেকোনো চিঠিপত্র কমিশনের “পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন,আগারগাও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭” এই ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানায় কোনো পরিবর্তন হলে প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)-কে যথাসময়ে
লিখিতভাবে জানাতে হবে ।

মিথ্যা তথ্য প্রদান ও অসদুপায় অবলম্বনের শান্তি :

কোনো প্রার্থী আবেদনপত্রে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা টেম্পারিং করলে বা
কোনো জাল সার্টিফিকেট দাখিল করলে বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ বা প্রবেশপত্র টেম্পারিং
বা পরিবর্তন করলে বা মোবাইল ফোন, যোগাযোগযন্ত্রসহ মৌখিক পরীক্ষার বোর্ডে প্রবেশ করলে বা অসদুপায় অবলম্বন করলে বা
প্রতারণার আশ্রয় নিলে তাকে উক্ত পরীক্ষাসহ কমিশন কর্তৃক অনুষ্ঠেয় পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা
যাবে।

Bangladesh Public Service Commission Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka. Among those who did not get cadre even after passing the final result of 36th BCS, more than 600 have recommended recruitment for first class non-cadre posts. The recommendation was made at a special meeting of the commission on Wednesday on the basis of BCS merit list and appointments to the respective posts. This information has been informed in a press release of PSC.

The process of recruitment to the first class non-cadre posts among those who do not get cadre even after passing the final examination starts from 31st BCS. The Controller of Examinations (Cadre), Bangladesh Public Service Commission, Dhaka BCS Cadre is being invited to apply online from the qualified candidates for the following posts.

 আবেদন করতে চাইলে এই লিংকে ক্লিক করুন, http://bpsc.teletalk.com.bd 

 

 

PSC Cadre Job Circular,পিএসসি ক্যাডার সংখ্যা, পিএসসি নন ক্যাডার নিয়োগ, পিএসসি নন ক্যাডার সার্কুলার, পিএসসি ক্যাডার সার্কুলার ২০২১, পিএসসি নন ক্যাডার জব, psc ক্যাডার জব, প্রফেসর’স পিএসসি ক্যাডার জব, পিএসসি ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি, বিপিএসসি ক্যাডার, পিএসসি ক্যাডার ভাইভা, বিসিএস ক্যাডার নিয়োগ, বিসিএস ক্যাডার নিয়োগ বিধিমালা,  তম বিসিএস নন ক্যাডার নিয়োগ, বিসিএস নন ক্যাডার চাকরি,

 

আরো চাকরির খবর পড়ুনঃ     

বিসিএস পরীক্ষার সার্কুলার

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি