পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি-Palli Sanchay Bank Job Circular 2023

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2023, ব্যাংক কর্তৃপক্ষ প্রকাশ করেছে। পল্লী সঞ্চয় ব্যাংক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক।দেশের সর্বাধিক মানুষ ব্যাংকিং খাতে তাদের ক্যারিয়ার গড়তে চান, এক্ষেত্রে পল্লী সঞ্চয় ব্যাংক বেকার লোকদের জন্য একটি দুর্দান্ত সুযোগ তৈরি করে আসছে।চাকরি ক্ষেত্রে তারা তরুণ, শক্তিশালী, সক্রিয় এবং সৎ লোকদের সন্ধান করছে। যদি আপনি মনে করেন আপনি পল্লী সঞ্চয় ব্যাংক এ চাকরির জন্য যোগ্য, তাহলে দ্রুত আবেদন করুন। Palli Sanchay Bank jobs বেকারত্ব রোধে খুব গুরুত্ব দিয়ে যাচ্ছে। এটি বেকার ও যোগ্য চাকরি প্রার্থীরা এই সুযোগটি নিতে পারেন।

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ 2023

সকল ব্যাংক সহ পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ 2023 সার্কুলার সম্পর্কিত তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট Job Circular Pro ভিজিট করতে পারেন। আপনি যদি পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে চান তবে আপনাকে নিচের দেয়া শেষ সময় এর মধ্যে আবেদন জমা দেওয়া উচিৎ। Palli Sanchay Bank Job Circular 2023 এর সকল তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হলঃ

প্রতিষ্ঠানের নাম  পল্লী সঞ্চয় ব্যাংক
বিজ্ঞপ্তির ধরন ব্যাংকে চাকরি
পদের সংখ্যা ৭২ জন
পড়াশোনার যোগ্যতা  স্নাতক/স্নাতকোত্তর পাস
 অভিজ্ঞাতা ৩-৪ বছর
কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন/সম্মানী স্কেল আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন নারী ও পুরুষ
বয়স সীমা নির্ধারিত নয়
আবেদনের নিয়ম অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে
আবেদনের লিংক erecruitment.bb.org.bd
অফিসিয়াল সাইট  www.pallisanchaybank.gov.bd
নতুন বিজ্ঞপ্তির সাইট Job Circular Pro
আবেদনের শেষ সময় ৩০ জুন, ১৫ জুলাই ২০২৩

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ

Application Deadline: 15 July 2023

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ 2022

আবেদনের শেষ তারিখঃ- ৩০/০৬/২০২৩

Visit Website: www.pallisanchaybank.gov.bd

Apply Online

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী
ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহবদ্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর

ছবি: ইতপপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীগণ বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন। তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে 600×600 pixel / 100 kb এর বেশী নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি scan করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালো ছবি এবং ছবি আপলোড করলে সরাসরি প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।

স্বাক্ষর:- নির্ধারিত স্থানে 300×80 pixel / 60 kb এর বেশী নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হতে হবে |

ফলাফলের তারিখ: পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিম্রীর ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে ।

বিদেশী ডিগ্রী ধারী প্রার্থী: প্রার্থী O/A level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিশ্রী প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের (শ্রেণী/ বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

আবেদন পদ্ধতি: আবেদন ফি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে https://erecruitment.bb.org.bd/onlineapp ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। প্রত্যেক পদের জন্য পৃথকভাবে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল সার্ভিস “রকেট’ পদ্ধতি ব্যবহার করে ফি প্রদান করতে হবে ।

পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি

পল্লী সঞ্চয় ব্যাংকে আবেদনের নিয়মঃ- পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি তে অনলাইন আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী জেলা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে । আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। অসম্পূর্ণ / ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।

১। প্রার্থীদেরকে এ আবেদনের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপিসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ৩০/০৬/২০২৩ তারিখের মধ্যে বিএসসিএস বরাবর ডাকযোগে অথবা সরাসরি দাখিল করতে হবে।

২। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত
ওয়েবসাইট ও দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

৩। প্রার্থীদেরকে প্রযোজ্য ক্ষেত্রে প্রাথমিক নির্বাচনী, লিখিত,ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।

৪। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনদ/ প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে কোনো ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ  করা যাবে না। তাছাড়া, মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতিকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না।

৫। চাকুরীরত প্রার্থীণণকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের
কপি প্রদর্শন করতে হবে।

৬। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে ।

Palli Sanchay Bank Job Circular 2023

বিশেষ দ্রষ্টব্য: আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল ও নির্ধারিত ফি প্রদান করুন।
আবেদন সম্পন্ন করার পর, আবেদনের হার্ডকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। ভুল আবেদন ও ফি জমা দিলে বা Payment Verify না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে ।

Apply Online

Apply Online: psb.teletalk.com.bd

Palli Sanchay Bank Job Circular 2023


পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ ২০২৩ ,পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ 2023 ,পল্লী সঞ্চয় ব্যাংকের আজকের খবর ,পল্লী সঞ্চয় ব্যাংক আবেদন ফরম ,পল্লী সঞ্চয় ব্যাংক বাংলাদেশ ,পল্লী সঞ্চয় ব্যাংক ক্যাশ সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি , পল্লী সঞ্চয় ব্যাংকের খবর ,পল্লী সঞ্চয় ব্যাংক চাকরির খবর ,পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরির নিয়োগ ,পল্লী সঞ্চয় ব্যাংক সার্কুলার ,

palli sanchay bank job circular ,পল্লী সঞ্চয় ব্যাংক job circular ,palli sanchay bank career ,palli sanchay bank cash assistant job circular ,palli sanchay bank senior officer job circular ,palli sanchay bank.gov.bd ,palli sanchay bank gov bd ,palli sanchay bank notice ,palli sanchay bank job circular 2023 ,