পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি-POPI Ngo Job Circular 2023

যে সকল শিক্ষার্থী এনজিওতে চাকরি করতে খুব আগ্রহী, তাদের জন্য পপি এনজিও নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  স্নাতক সমমান পাশে নির্দিষ্ট পদে নির্ধারিত টাকা বেতনে, পপি NGO চাকরির বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে। জনগণের ওরিয়েন্টেড প্রোগ্রাম বাস্তবায়ন (POPI) ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন পিওপিআই এনজিও দেশের ১৯ টি জেলাতে সুস্থ ও সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে। আজ এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও মধ্যে একটি কারণ হল।

পপি এনজিও বিষয় করে গরিব এবং চরম দারিদ্রের মধ্যে বসবাসকারী মহিলাদের সচেতনতা বৃদ্ধি, দল সংগঠিন, তাদের নেতৃত্ব এবং পরিচালনার দক্ষতা তৈরি করে সমজ উন্নয়ন এর কাজ করে থাকে। তাদের মূল লক্ষ্য হল নারীদের ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ। তবে মনে রাখবেন সকল প্রাথীকে প্রত্যন্ত গ্রাম বা ইউনিয়নে চাকরী করার মানসিকতা থাকতে হবে।  POPI Ngo জব সার্কুলার সম্পর্কে সঠিক তথ্য জানতে নিম্নে বিস্তারিত টি ভালভাবে পড়ুন;

পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্রিমেন্টেশন (পপি) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকারি ও বেসরকারি সকল নতুন জব সার্কুলার 2023 সম্পর্কিত তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট JCP ভিজিট করতে পারেন।

আপনি যদি এই চাকুরি জন্য আবেদন করতে চান তবে আপনাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার আবেদন জমা দেওয়া উচিত। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে। POPI Job Circular 2023 বিজ্ঞপ্তির আরো তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হলঃ-

প্রতিষ্ঠানের নাম  পপি এনজিও
চাকরি ধরন এনজিওতে চাকরি
পদের সংখ্যা নিম্নে দেখুন
পড়াশোনার যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর সমমান পাশ
 অভিজ্ঞাতা পদ ভেদে অভিজ্ঞতা প্রযোজ্য
কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন স্কেল পদ ভেদে
প্রার্থীর ধরন নারী ও পুরুষ
বয়স সীমা নির্ধারিত নয়
আবেদনের নিয়ম ডাকযগের মাধ্যমে আবেদন করতে হবে
নতুন বিজ্ঞপ্তির সাইট Job Circular Pro
অফিসিয়াল সাইট popibd.org
আবেদনের শেষ সময় ৩১ মার্চ, ০৫ এপ্রিল ২০২৩

 পপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আবেদনের পূর্বে পড়ুন: আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র, ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যাদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী নির্ধারিত তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপল্স ওরিয়েন্টেড প্রোথাম ইমপ্রিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।

প্রতিষ্ঠানের নামঃ  পপি (POPI) এনজিও
অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী এবং আপনার পদের মান অনুযায়ী সকল সুবিধা পাবেন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমান পাশ
অভিজ্ঞতাঃ ০৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন
আবেদন ফিঃ আবেদন ফি প্রয়োজন
আবেদনের মাধ্যমঃ ডাকযগের মাধ্যমে আবেদন করতে হবে
বিস্তারিত এই লিঙ্কেঃ  www.popibd.org

আবেদনের সময় সীমাঃ ৩১ মার্চ, ০৫ এপ্রিল ২০২৩

পপি এনজিও চাকরির বিজ্ঞপ্তি ২০২৩

আপনাদের সুবিধার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি টি নিচে দেওয়া হল, কারণ আপনি খুব ভাল করে নিয়োগ টি দেখতে ও পড়তে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৩

 

আবেদনের শেষ সময়: ০৫ এপ্রিল ২০২৩

POPI Ngo Job Circular 2023

Check POPI All Recent job Circular Posted On Official Website here

Visit Official Website: popibd.org/job 

পপি এনজিও জব সার্কুলার

নিম্নে সকল পদের নাম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন নিয়্যে আলোচনা করা হলো;

কর্মসূচি ব্যবস্থাপকঃ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ৪ ম্লাতকোত্তর। খণ কর্মসূচিতে ন্যুনতম ৮ বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে ১৫টি শাখার খণ কার্যক্রম পরিচালনায় ৩
বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও যাচাই, মনিটরিং, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং কর্মী ব্যবস্থাপনায় দক্ষতা
কর্মসূচি ব্যবস্থাপক | থাকতে হবে । সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগে অভিজ্ঞ হতে হবে । মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টে কাজ জানা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর।
বেতনঃ শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে -৫০,৮৪৫/- এবং স্থায়ীকরণের পর -৫৪,৮৩৮/-(ক্রেডিট ভাতা ও মোবাইল বিলসহ)।

সহকারী কর্মসূচি ব্যবস্থাপকঃ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ ম্নাতকোত্তর/সমমান। খণ কর্মসূচিতে কমপক্ষে ৪টি শাখা পরিচালনায় ১ বছরের অভিজ্ঞতাসহ এবং কষুদ্রায়ন কর্মসূচিতে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে । অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন মাতক/সমমান পাশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরী লাইসেন্স থাকতে হবে । কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট কাজ জানা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বয়সঃ সর্বোচ্চ ৪২বছর ৷
বেতনঃ শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে -৩৮,২০৩/- এবং স্থায়ীকরণের পর -৪১,০১০/-(ক্রেডিট ভাতা ও মোবাইল বিলসহ)।

শাখা ব্যবস্থাপকঃ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ৪ গ্লাতকোত্তর/সমমান। খণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যুনতম ১ বছরের অভিজ্ঞতা । সশ্রিষ্ট কাজে ২ বছরের
অধিক অভিজ্ঞতা সম্পন্ন ম্লাতক/সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সদস্য ভর্তি ও খণী যাচাই,
শাখা ব্যবস্থাপক | সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও যাচাই, শাখার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অভিজ্ঞ হতে হবে। কম্পিউপটার ব্যবহারে পারদরশী ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সঃ সর্বোচ্চ ৩৭ বছর।
বেতনঃ শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে -৩২,৩৭৭/- এবং স্থায়ীকরণের পর–৩৭,৪৪৫/-(ক্রেডিট ভাতা, মোবাইল বিল ও লাঞ্চভাতাসহ)।

সহকারী শাখা ব্যবস্থাপকঃ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা & মাতকোত্তর/সমমান। ঝণ কর্মসূচিতে হিসাব সংক্রান্ত কাজে ন্যুনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে স্লিষ্ট কাজে লারা ২ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন স্লাতক/সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। হিসাব বিজ্ঞানে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। হকারী সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও যাচাই কাজে অভিজ্ঞ হতে হবে । কম্পিউপটার ব্যবহারে পারদর্শী ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এর সনদর্রাপ্ত সংস্থায় কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর ।
বেতনঃ শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে -২৫,৭৬০/- এবং স্থায়ীকরণের পর -৩০,৪১৫/-(ক্রেডিট ভাতা, মোবাইল বিল ও লাঞ্চভাতাসহ)।

সিনিয়ার মাঠ কর্মকর্তাঃ-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ৪ ম্নাতকোত্তর/সমমান। স্নাতক পাশ প্রার্থীগণ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে
কর্তা পারবেন।
বয়সঃ২৫-৩৫ বছর ।
বেতনঃ শিক্ষানরিশকালে সর্বসাকুল্যে -২১,২৫৪/-এবং স্থায়ীকরণের পর -২৫,৫৭৩/-(ক্রেডিট ভাতা, মোবাইল বিল ও লাঞ্চভাতাসহ)।

মাঠ কর্মকর্তাঃ-
শিক্ষাগত যোগ্যতা ম্নাতক/সমমান।
বয়সঃ ২৫-৩৫ বছর
বেতনঃ শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ₹ ১৯,৯১৫/- এবং স্থায়ীকরণের পর-২৪,০৮৮/-  (ক্রেডিট ভাতা, মোবাইল বিল ও লাঞ্চভাতাসহ)।

বাবুচি/সহকারি বাবুচিঃ 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 8 এস.এস.সি পাশ তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এককভাবে সকল ধরণের বাঙ্গালী খাবার বাবুর্চিসহকারী প্রস্তুত করার দক্ষতাসম্পন্ন হতে হবে। খাদ্যের সর্বো্তম মান নিশ্চিত করা, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে কিচেন ব্যবস্থাপনা পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে বাবুর্চি হবে । হোটেল, রে্রেন্ট/ প্রতিষ্ঠানে বাবুর্টি হিসাবে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । দেশী ও বিদেশী খাবার রান্নায় পারদর্শীদের অগ্রাধিকার পেদসংখ্যা-০৩জন) দেয়া হবে।
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।
বেতনঃ ১২,০০০-১৫,০০০/-তবে অধিকতর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
কর্মস্থলঃ কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা ও ভৈরব উপজেলা ।

পপি এনজিও জব সার্কুলার

বিশেষ দ্রষ্ঠব্যঃ ৮ উল্লেখ্য যে, উল্লিখিত ঠিকানায় সারা বছর আবেদনপত্র গ্রহণ করা হয় এবং পরীক্ষার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়া হয়।
নন কব হবো “নারী-শিশু নির্যাতন ও ৭ নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস। শিক্ষানবিশকালে স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা (৩-৬ নং পদের জন্য প্রযোজ্য), স্বল্পসুদে মোটরসাইকেল ক্রয়ের খণ ও মোটরসাইকেলের জ্বালানী, রক্ষণাবেক্ষণ ব্যয় (শুধুমাত্র ১, ২ ও ৩ নং পদের জন্য প্রযোজ্য) এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্াচ্যুইটি, বছরে দুইটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদত্ত VA | সিনিয়র মাঠ কর্মকর্তা/মাঠ কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানী খরচ প্রদান করা হয়। নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপি’র কর্মএলাকায় নিয়োগ দেয়া হবে । তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে ।

নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ ৩ নং পদের জন্য ১৫,০০০/- টাকা, ৪ নং পদের জন্য ১৪,০০০/- টাকা এবং ৫ ও ৬ নং পদের প্রার্থীদের জন্য ১০,০০০/- টাকা জামানত বাবদ প্রদান করতে হবে যা সুদসহ ফেরতযোগ্য। তবে ৫ ও ৬ নং পদে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ ফি বাবদ ২,০০০/- টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে। (১-৬) নং পদের প্রার্থীদেরকে “পিপল্স ওরিয়েন্টেড প্রোথাম ইমপ্রিমেন্টেশন (পপি)” একাউন্ট নম্বর-৪৪১৬৪৩৬০০০৯৪৬ (সোনালী ব্যাংক লিঃ, লালমাটিয়া শাখা) অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে ২০০/- টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে । খামের উপরে অবশ্যই পদের নাম ও যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছক তা উল্লেখ করতে হবে।

পপি এনজিওর দায়িত্বঃ

দক্ষ উত্পাদন সিস্টেম স্থাপনের জন্য নির্বাচিত এমইগুলিকে সমর্থন করুন।
Effective কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা কার্যকর করার জন্য এমইগুলিকে সহায়তা করুন।
Effective একটি কার্যকর সাধারণ পরিষেবা কেন্দ্র স্থাপন এবং পরিচালনা করতে প্রকল্পটিকে সমর্থন বাড়ান
M MEs কে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণে সহায়তা করে ।
M উন্নততর জন্য প্রবর্তন করা আধুনিক এবং কার্যকর প্রযুক্তি এবং উপকরণ সনাক্ত করতে এমইগুলিকে সহায়তা করুন
উত্পাদন, উন্নত পণ্য এবং নকশা ।
Market MEs কে নতুন বাজারের সুযোগগুলি সনাক্ত করতে সহায়তা করে ।
Selected নির্বাচিত ক্লাস্টারে স্থায়ী বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রকল্প সমর্থন  ।
M শক্তি সঞ্চয় এবং পরিবেশ-বান্ধব উত্পাদন ব্যবস্থা চিহ্নিত করতে এমইগুলিকে সহায়তা করে ।
Production আধুনিক উত্পাদন ব্যবস্থা রাখতে এমইদের প্রশিক্ষণ দিন ।

পপি এনজিও (POPI Ngo)

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত, পিওপিআই উন্নয়নের বিষয়ে দারিদ্র্য এবং চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মহিলাদের সচেতনতা বৃদ্ধি, সংবেদনশীল এবং সংগঠিত করার মাধ্যমে এবং তাদের নেতৃত্ব এবং পরিচালনার দক্ষতা তৈরির মাধ্যমে উন্নয়ন কাজ শুরু করে। কাজটির প্রাথমিক লক্ষ্য ছিল নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ। সেই নম্র শুরু থেকেই, পপিআই শক্তি বৃদ্ধি পেয়েছে এবং আজ এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও। একটি উন্নয়ন সংস্থা হিসাবে, পিওপিআইয়ের পরিষেবাগুলি যার পক্ষে কাজ করে তাদের দ্বারা গভীর প্রশংসা পেয়েছে এবং এটি দেশের ১৯ টি জেলা জুড়ে এর ভৌগলিক পদচিহ্নকে প্রসারিত করেছে। ৩০ বছরের দীর্ঘ যাত্রায় এই সংস্থাটি টেকসই উন্নয়ন, লিঙ্গ ন্যায়বিচার এবং সামাজিক সম্প্রীতি প্রচার করে মানুষের জীবনে একটি পার্থক্য আনতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

পপি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত এক বিচক্ষণ রাষ্ট্রের কল্পনা করে যেখানে প্রতিটি নাগরিক সম্মান ও ন্যায় বিচারের সাথে জীবনযাপন করবে। এদের কাজ হল প্রয়োজন ভিত্তিক, ফলাফল ভিত্তিক এবং ডান ভিত্তিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য। সংযোগ স্থাপন এবং সরকার, নাগরিক সমিতি, এনজিও এবং সম্প্রদায়ভিত্তিক সংস্থার মধ্যে ও এর মধ্যে সহযোগিতা / সমন্বয় রক্ষা করা। উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকান্ডে জড়িত কর্মী, প্রতিষ্ঠান এবং গোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করা।জনগণকে সেবা প্রদানের জন্য সাংগঠনিক স্থায়িত্ব জোরদার করা। পপি এনজিও স্থানীয় বা আন্তর্জাতিক সংস্থা যা মানুষের মৌলিক চাহিদা যেমন- শিক্ষা, খাদ্য, স্বাস্থ্যসেবা, মানবতা সহ আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে থাকে। এই এনজিও সাধারণ মানুষের মধ্যে সচেতন তৈরি করতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মত গরীব ও অসচেতন নাগরিকদের নিয়ে এরকম আরও অনেক সংস্থা কাজ করছে ।

এই এনজিও সাধারণ মানুষকে বিভিন্ন কাজ শেখায় এবং ঋন দিয়ে স্বাবলম্বী করতে চেষ্টা করে যাচ্ছে । বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় পপি এনজিও সাধারণ মানুষের জীবন মান উন্নতি করতে কাজ করে থাকে। দেশকে সামনে এগিয়ে নিতে বিভিন্ন জেলায় যে সব গরীব ও অসহায় মানুষ পিছিয়ে আছে তাদের কে সামনের দিকে আনতে এই সংস্থা কাজ করছে। আপনি যদি অসহায় মানুষের পাশে দাড়াতে চান তবে পপি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ দেখতে পারেন। এই এনজিওতে জনবল নেওয়া হচ্ছে । ভাল বেতন ও সুন্দর জীবন যাপনের জন্য পপি এনজিও তে চাকরী করতে পারেন । পিছিয়ে পড়া জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছে।


পপি এনজিও নিয়োগ, পপি এনজিও জব ,পপি এনজিও জব সার্কুলার , পপি এনজিও চাকরির খবর, পপি এনজিও তে নিয়োগ ,পপি এনজিও নতুন নিয়োগ , পিওপিআই এনজিও নিয়োগ, POPI Job circular, POPI-অর্গানাইজেশনে বিভিন্ন পদে নিয়োগ 2023 , পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ,পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন নিয়োগ বিজ্ঞপ্তি ,POPI-অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2023 ,POPI-অর্গানাইজেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি , POPI অর্গানাইজেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি ,POPI Job Circular 2023 ,POPI Job Circular, POPI Job

এনজিও চাকরির খবর প্রথম আলো,এনজিও নিয়োগ ,এনজিও চাকরি , এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, chakrir potrika,আজকের চাকরি,চাকরির খবর পত্রিকা,আজকের চাকরির পত্রিকা,বেসরকারী চাকরির খবর,চাকরির খবর, NGO job circular 2023 in Bangladesh, NGO job circular, BD NGO job circular, NGO job,ngo jobs, দৈনিক চাকরির খবর,চাকরির পত্রিকা,আজকের চাকরির খবর,chakrir khobor,সাপ্তাহিক চাকরির খবর,চাকরির খবর পত্রিকা আজকের,সাপ্তাহিক চাকরির পত্রিকা,saptahik chakrir khobor,চাকরির পত্রিকা আজকের,