নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে। উক্ত প্রতিষ্ঠানে নারী-পুরুষ উভায় আবেদন করতে পারবেন। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি চাকরিতে কোন কোন জেলার বাসিন্দাগন আবেদন করতে পারবেন, নূন্যতম শিক্ষাগত যোগ্যতা কেমন, বয়সসীমা, মাসিক বেতন, সুযোগ সুবিধা ইত্যাদি বিষয় সহ আগ্রহী প্রার্থীরা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ুন এবং যোগ্য হলে দ্রুত আবেদন করুন। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েবসাইট JCP ভিজিট করুন।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ তে আবেদনকারীকে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, ধর্ম, বয়স, জাতীয়তা, চাকরিতে প্রথম যোগদানের তারিখ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ্য পূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজারের সুপারিশ পূর্বক আবেদনপত্রসহ নির্ধারিত তারিখে সকাল ১০:০০ ঘটিকার মধ্যে প্রার্থীগণকে নওগাঁ পবিসের সদর দপ্তর, চকবিরাম, নওগাঁতে স্ব-শরীরে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। আবেদন পত্রে প্রয়োজনীয় সকল কাগজ পত্র (মানব সম্পদ/প্রশাসন) কর্তৃক সত্যায়িত পূর্বক সংযুক্ত করতে হবেঃ-
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২৩
পদের নামঃ লাইন টেকনিশিয়ান
আবেদনের শেষ সময়ঃ ২৮/০৩/২০২৩ তারিখ
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সহ নতুন চাকরির খবর জানতে জয়েন্ট হন আমাদের ফেজবুক পেজে। আগ্রহী প্রর্থীগণ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লাইন টেকনিশিয়ান এর শুন্য পদ পূরনের লক্ষ্যে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত লাইনম্যান গ্রেড-১ পদে যারা পবিস নির্দেশিকার আলোকে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন তাদের নিকট হতে নিমবর্নিত শর্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষর মাধ্যমে (A-4 সাইজের কাগজে) স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আবেদনের সময় সীমাঃ ২৮ মার্চ ২০২৩
অফিসিয়াল সাইটঃ www.pbs1.naogaon.gov.bd
প্রার্থীর আবেদনের যোগ্যতাঃ
(ক) এস,এস,সি অথবা সমমান (বিজ্ঞান বিভাগের অগ্রাধিকার) পাশসহ লাইনম্যান গ্রেড-১ পদে নিয়মিত হিসেবে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) বিদ্যুৎ বিতরণ সুবিধা সৃষ্টিতে লাইন নির্মাণ, রক্ষনাবেক্ষণ ও পরিচালনায় পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
(গ) পবিস নির্দেশিকা ৩০০-০৮ অনুযায়ী লাইনস্যান ট্রেনিং উততীর্ন হতে হবে।
(ঘ) বৈদ্যুতিক লাইন, ষ্টেকিং শীট, বাপবিবোর্ডের নির্মাণ নীতিমালাসহ জরুরী প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ ও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
(8) প্রার্থীকে অবশ্যই পোলের ওপর উঠা এবং পোলে উঠে কাজ করার সামর্থ থাকতে হবে।
(৫) লাইন ক্রগনকে সংগঠিত ও তন্বাবধান করার ক্ষমতা থাকতে হবে।
(® লাইনম্যান গ্রেড-১ পদের সর্বশেষ ০৩ (তিন) বছরের বার্ষিক কর্মমূল্যায়নের ন্যুনতম গড় রেটিং ৩.৫০ থাকতে হবে।
(জ) পবিস নির্দেশিকা ৩০০-০৮, ৩০০-১৪ ও ৩০০-২৪ অনুযায়ী সকল শর্তসমূহ পুরন হতে হবে।
আবেদনের শর্তসমূহঃ
ক) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত রঙ্গিন ছবি।
খ) বিগত ০৩ (তিন) বছরের কর্মমূল্যায়ন প্রতিবেদনের সত্যায়িত অনুলিপি।
গ) বিগত ০৫ বছরের দন্ড উল্লেখ পূর্বক বর্তমান বিভাগীয় তদন্ত অথবা ফৌজদারী মামলা চলমান নাই অথবা চার্জ শীটের আওতায় তদন্ত প্রক্রিয়াধীন নাই মর্মে সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার কর্তৃক প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে।
ঘ) চাকুরীতে নিয়মিত করণের তারিখ উল্লেখ পূর্বক বর্তমান পদে যোগদান পত্র, নিয়মিতকরণ পত্রের সত্যায়িত ণফটোকপি পবিস নির্দেশিকা ৩০০-০৮ অনুযায়ী প্রশিক্ষণে কৃতকার্য হওয়ার প্রমাণ পত্রের সত্যায়িত ফটোকপি
ঙ) হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
চ) সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজারের সুপারিশ, বিনা আপত্তির সনদ পত্র এবং প্রার্থীর বিগত ০৩ বছরের মধ্যে কোন গুরুদন্ড প্রাপ্ত হননি এবং বিগত ০১ বছরের মধ্যে কোন লঘুদন্ড প্রাপ্ত হন নি, বিগত ০৫ (পাচ) বছরের ভিতর একের অধিকবার গুরুদন্ড প্রাপ্ত হন নি, বিগত ০৪ (চার ) বছরের ভিতর এক বার গুরুদন্ড এবং একবার লঘুদন্ড প্রাপ্ত হন নি, বিগত ০৩ (তিন) বছরের ভিতর একের অধিকার লব্ঘুদন্ড প্রাপ্ত হননি এই মর্মে প্রত্যায়ন পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে। পদোন্নতির জন্য ০৩ বার মৌখিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃর্তকার্য হওয়ার ফলে পদোন্নতি কমিটির সিদ্ধান্তনুযায়ী অযোগ্য বিবেচিত/ঘোষিত, বর্তমানে বিভাগীয় তদন্ত অথবা ফৌজদারী মামলা চলমান রয়েছে অথবা চার্জ শীটের আওতায় তদন্ত প্রক্রিয়া ধীন রয়েছে এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
০২। পদোন্নতির ক্ষেত্রে জেলা কোটা প্রযোজ্য হবে না। তবে অত্র সমিতির ভৌগলিক এলাকার প্রার্থী নওগা জেলার নওগা সদর, আত্রাই, রানীনগর, বদলগাছী, মান্দা, নিয়ামতপুর, মহাদেবপুর উপজেলার ভীমপুর ও চেরাগপুর ইউনিয়ন এর প্রার্থীগণ এবং বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী, ঢেকড়া, প্রান্নাথপুর, দারিয়াপুর, কেল্লাপাড়া, পানলা, চকজান ও ডাংগাপাড়া গ্রামের প্রার্থীগণ এর আবেদন করার প্রয়োজন নেই।
০৩। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক অবস্থায় ০১ (এক) বছরের জন্য “চলতি দায়িতে” নিয়োগ দেওয়া হবে। “চলতি দায়িত্বে” থাকাকালীন কর্মমূল্যায়ন সন্তোষজনক ও অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে চাকুরী নিয়মিত করা হবে। অন্যথায় চলতি দায়িত্বের মেয়াদ বৃদ্ধি/পূর্ববর্তী পদে ফেরত যেতে হবে।
০৪। চলতি দায়িত্বে থাকাকালীন সময়ে সর্বশেষ এলপিসি মোতাবেক বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
০৫। কেউ তথ্য গোপন করে নিয়োগ প্রাপ্ত হলে তার বিরুদ্ধে কোন প্রকার তদন্ত ব্যতিরেকেই তাৎক্ষণিকভাবে বরখাস্তকরণসহ দেশের প্রচলিত আইনানুষায়ী ব্যবস্থা নেওয়া হবে।
০৬। অত্র সমিতির সমিতি বোর্ড পরিচালক/মহিলা পরিচালকবৃন্দ ও সমিতির কর্মকর্তা/কর্মচারীদের স্বামীমন্ত্রী অথবা তাদের রক্তের সম্্পকীয়দের আবেদন করার প্রয়োজন নাই।
০৭। প্রার্থীকে পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৮। যে কোন আবেদন পত্র এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সমিতি কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।
০৯।| শর্তাবলীতে উল্লেখ নাই এমন কোন বিষয়ে জটিলতা সৃষ্টি হলে পবিস কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
১২-৩-২০২৩
মোঃ রবিউল হক
জেনারেল ম্যানেজার
ফোন: ০৭৪১-৬২৫৯৯
ইমেইল:
naogaonpbs1@gmail.com