ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-Ministry of Religious Affairs Job Circular 2023

Ministry of Religious Affairs Job Circular

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ পদে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধর্ম বিষয়ক কার্যক্রম প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শুরু হয়। ২৫ জানুয়ারী ১৯৮০ সালে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি পৃথক মন্ত্রণালয় হিসাবে কাজ শুরু করে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয হচ্ছে বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়, যেটি বাংলাদেশে ধর্মীয় কার্যাবলী, অনুষ্ঠান, ভবন এবং হজ্জের সুষ্ঠ পরিচালনার জন্য দায়িত্ব প্রাপ্ত।  নিম্ন বর্ণিত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র জমা দেওয়ার আহবান করা যাচ্ছে। বেকারদের পক্ষে এটি একটি বিশাল সুযোগ।

১৯৮০ সালে কার্যক্রম শুরুর পর হতে স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসকের কার্যালয়, হজ্জ অফিস ঢাকা, হজ্জ অফিস, জেদ্দা/ মক্কা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার মাধ্যমে সরকারের ধর্ম বিষয়ক সকল কার্যক্রম পরিচালনাসহ দপ্তর গুলোর কার্যক্রমের মনিটরিং ও সমন্বয় করে থাকে। উক্ত সকল কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দ্রুত আবেদন আহ্বান করা হচ্ছে।  

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ২০২৩

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জব বেকারত্ব রোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে।বাংলাদেশের জনপ্রিয় প্রতিষ্ঠানে চাকরির প্রার্থীরা এই সুযোগটি নিতে পারেন। সরকারি বেসরকারি চাকরির খবর সহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জব সার্কুলার 2023 সম্পর্কিত তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট www.jobcircularpro.com এর সাথে থাকুন। আপনি যদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ই চাকরি জন্য আবেদন করতে চান তবে আপনার নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার আবেদন জমা দেওয়া  উচিৎ। বিজ্ঞপ্তির সকল তথ্য নিম্নে প্রদান করা হল।

প্রতিষ্ঠানের নাম  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
চাকরি ধরন  সরকারি 
পদের সংখ্যা ৭১ টি
পড়াশোনার যোগ্যতা  এসএসসি, এইচএসসি ও স্নাতক সমমান পাশ
কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন স্কেল পদভেদে প্রদান করা হবে
প্রার্থীর ধরন নারী ও পুরুষ
বয়স সীমা নির্ধারিত নয়
আবেদনের নিয়ম অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে
আবেদনের লিংক mora.teletalk.com.bd
অফিসিয়াল সাইট www.mopa.gov.bd
নতুন বিজ্ঞপ্তির সাইট Job Circular Pro
আবেদনের শেষ সময় ১৫ জুন ২০২৩

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023

আবেদনের শেষ তারিখঃ ১৫ জুন ২০২৩
আবেদন করুনঃ http://mbcmlp.teletalk.com.bd

 

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নিয়োগ ২০২৩

Ministry of Religious Affairs Job Circular 2023

Ministry of Religious Affairs Job Circular 2023 has been published. The following vacancies in the revenue sector of the Ministry of Religious Affairs will be filled on a temporary basis along with other allowances payable as per the rules. After the independence of Bangladesh, religious activities first started through the Ministry of Education. On 25 January 1970, the Ministry of Religious Affairs of the Government of the People’s Republic of Bangladesh started functioning as a separate ministry. Ministry of Religious Affairs is a ministry of the Government of Bangladesh, which is responsible for the proper management of religious functions, ceremonies, buildings and Hajj in Bangladesh. The real citizens of Bangladesh are invited to submit the application form online within the stipulated time for the following posts. This is a huge opportunity for the unemployed.

Apply Now

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আবেদন ফরম

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় করে আবেদন করুন, সকল প্রার্থীকে http://mora.teletalk.com.bd এই লিংকে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইন পুরণ করে আবেদন করতে হবে।
অনলাইনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ
(ক) আবেদনের সময়সীমা নিয়রূপ :

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০.০৩.২০২৩খ্ি. তারিখ সকাল ১০:০০টা।
আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় : ৩১.০৩.২০২৩ খ্রি. তারিখ বিকাল ৫:০০টা |
উক্ত সময়সীমার মধ্যে প্রাপ্ত প্রার্থীগণ এ আবেদনপত্র এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিবেন।

পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থীদের পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চাকরি

বাংলাদেশের স্বাধীনতার পরে, শিক্ষা মন্ত্রকের অধীনে ধর্ম বিষয়ক কার্যক্রম শুরু হয়েছিল। তারপরে, ক্রীড়া, সংস্কৃতি ও ধর্ম মন্ত্রকের অধীনে ছিল। ১৯৮০  সালের ২৫ জানুয়ারিতে ধর্ম বিষয়ক মন্ত্রক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পৃথক মন্ত্রক হিসাবে শুরু হয়। ১৯৮৮ সালের ৮ ই মার্চ এটির নাম ধর্মীয় বিষয় ও অনুদান মন্ত্রক রাখা হয়। পরে ১৯৮৫ সালের জানুয়ারিতে নামটি আবার পরিবর্তিত হয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রক হিসাবে নামকরণ করা হয়। ১৯৮০ সালে স্বাধীন মন্ত্রক, ধর্ম মন্ত্রক হিসাবে কার্যক্রম শুরু হওয়ার পরে। বিষয়গুলি ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসকের কার্যালয়, হাজ অফিস ঢাকা , হাজ অফিস জেদ্দা / মক্কা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, নামে মন্ত্রকের আওতাধীন অফিস এবং সংস্থাগুলি দ্বারা সরকারের সকল ধরণের ধর্মীয় বিষয়ক ক্রিয়াকলাপ সম্পাদন করছে। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং মন্ত্রকের বিভিন্ন শাখা। মন্ত্রকের মূল লক্ষ্য ধর্মীয় বিষয়গুলিকে উন্নতি করা। এটি মানবসম্পদ বিকাশের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে এবং জাতীয় ও আন্তর্জাতিক উভয় স্তরে ভ্রাতৃত্ব, মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাসকে উত্সাহিত করার লক্ষ্যে কাজ করে।

উল্লেখযোগ্য কার্যাবলীঃ

  • ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সংক্রান্ত গবেষণা ও তত্ত্বাবধান, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও অনুদান প্রদান এবং অর্থ সংস্থানের উদ্যোগ গ্রহণ;
  • হজনীতি, হজ প্যাকেজ ঘোষণা, দ্বি-পাক্ষিক হজ চুক্তি সম্পাদন ও হজযাত্রীদের আবাসন ব্যবস্থাপনাসহ হজ ও ওমরাহ গমন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এবং তীর্থ ভ্রমণ, বিদেশে গমনকারী এবং বিদেশ থেকে আগত ধর্মীয় প্রতিনিধিদল সংক্রান্ত কার্যক্রম গ্রহণ;
  • ওয়াক্ফ-দেবোত্তর সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ওয়াক্ফ এস্টেট-দেবোত্তর সম্পত্তি পরিচালনায় সহায়তা প্রদান;
  • ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে উন্নয়ন সাধন ও পৃষ্ঠপোষকতা প্রদান, দাতব্য প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান;
  • ধর্ম এবং ধর্মীয় বিষয় সংশ্লিষ্ট আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও সংলাপের আয়োজন এবং অংশগ্রহণ; বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনসমূহের সাথে যোগাযোগ, সম্পর্ক স্থাপন, সম্পর্কের উন্নয়ন, চুক্তি ও দলিল সম্পাদন, সমঝোতা এবং কনভেনশন সংক্রান্ত কার্যক্রম;
  • ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়ন, গবেষণা পরিচালনা, দুর্নীতি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারকরণ;
  • বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের সংস্কার, অনুদান প্রদান, চাঁদ দেখাসহ বিভিন্ন ধর্মীয় উপলক্ষ্য এবং উৎসব উদ্যাপন সংক্রান্ত কার্যক্রম;
  • দুস্থ পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ  ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ  ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জব ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জব সার্কুলার ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আবেদন ফরম ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023 ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ,  ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ,