খুলনা কাস্টমস নিয়োগ ২০২২ প্রকাশ-Khulna Customs Vat Job Circular 2022

খুলনা কাস্টমস নিয়োগ

অর্থ মন্ত্রণালয় এর  ছাড়পত্র অনুযায়ী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন বিধি মোতাবেক বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা সমূহের প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে কিছু শর্ত সাপেক্ষে অনলাইনে (www.khulnavat.teletalk.com.bd) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। Khulna Customs Vat Job Circular 2022 এ অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ খুলনা জেলার কাস্টমস অফিসে চাকরির প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন কারি প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বৎসর পর্যন্ত শিথিল।

খুলনা কাস্টমস নিয়োগ ২০২২

সরকারী/আধা-সরকারী সংস্থায় চাকরিতে নিয়োজিত প্রার্থীগণকে Online-এ আবেদনপত্র দাখিলের পর এবং মৌখিক পরীক্ষার পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি পত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগকারী কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খালিশপুর, খুলনা কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করতে হবে। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। শারীরিক/ব্যবহারিক/লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন রকম ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় সাক্ষাৎকারের সময় প্রবেশপত্র সহ সংশ্লিষ্ট সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম  খুলনা কাস্টমস
চাকরির ধরন সরকারি চাকরি
কাস্টমস নিয়োগ অবস্থান খুলনা জেলা
পদের সংখ্যা ১২৭ টি পদে
 কাস্টমস শিক্ষাগত যোগ্যতা ৮ম/এসএসসি/এইসএসসি/স্নাতক ডিগ্রী সমমান পাশ
 কাস্টমস বেতন স্কেল সরকারী বেতন স্কেল অনুযায়ী
আবেদনের বয়সঃ ১৮ থেকে ৩০ বছর
আবেদন ফি প্রযোজ্য 
আবেদনের নিয়ম অনলাইন/ ইমেইলের মাধ্যমে
আবেদনের সাইট www.khulnavat.teletalk.com.bd
অফিসিয়াল সাইট  www.khulnavat.gov.bd
নতুন বিজ্ঞপ্তির সাইট JCP
আবেদনের শেষ তারিখ  ২০২২ বিকাল ০৫ টা
পরীক্ষার সময় বিজ্ঞপ্তি দেখুন

আবেদন কারির যা যা  জানতে হবেঃ

  • আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
  • অনলাইনে আবেদন করতে হবে।
  • এস.এম.এস এর মাধ্যমে  ফি প্রদান করতে হবে।
  • আবেদন শেষ সময়ঃ ২০২২  বিকাল ০৫ টা

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা নিয়োগ

পত্রিকায় প্রকাশিত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী যে সকল আবেদনকারী আবেদন পত্র দাখিল করেছেন তাদের পুনোরাই আবেদন করার প্রয়োজন নেই। দপ্তর কর্তৃক চাকুরীর বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল শর্তাদি পরিপালনপূর্বক যথাযথ কাগজপত্রাদি দাখিল করেছিলেন সে সকল প্রার্থী চাকুরীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা সহ সকল সার্কুলার সংক্রান্ত তথ্য www.khulnavat.gov.bd তে প্রকাশ করা হবে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ!

 

1) কম্পিউটার অপারেটর পদে ২ জন
মাসিক বেতন স্কেল:- ১২৫০০-৩০২৩০/- টাকা
পড়াশোনার যোগ্যাতা:- স্নাতক সমমানের ডিগ্রী।
অভিজ্ঞাতা:- এপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে।

2) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ১ জন
মাসিক বেতন স্কেল:- ১১০০০-২৬৫৯০/- টাকা
পড়াশোনার যোগ্যাতা:- স্নাতক সমমানের ডিগ্রী।
অভিজ্ঞাতা:- ইংরেজি শর্টহ্যান্ড ও কম্পিউটার টাইপের ন্যূনতম গতি প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৩০ শব্দ এবং বাংলা শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপ এ ন্যূনতম গতি প্রতি মিনিটে ৫০ ও ২৫ শব্দ।

3) উচ্চমান সহকারি পদে ১৯ জন
মাসিক বেতন স্কেল:- ১০২০০-২৪৬৮০/- টাকা
পড়াশোনার যোগ্যাতা:- স্নাতক সমমানের ডিগ্রী।
অভিজ্ঞাতা:- কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

4) ক্যাশিয়ার পদে ১১ জন
মাসিক বেতন স্কেল:- ১০২০০-২৪৬৮০/- টাকা
পড়াশোনার যোগ্যাতা:- স্নাতক সমমানের ডিগ্রী।

5) ডাটাএন্টি পদে ১ জন
মাসিক বেতন স্কেল:- ৯৩০০-২২৪৯০/- টাকা
পড়াশোনার যোগ্যাতা:- এইসএসসি পাস থাকতে হবে।
অভিজ্ঞাতা:- ৩ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

6) আফিস সহায়ক কম্পিউটার অপারেটর পদে ১ জন
মাসিক বেতন স্কেল:- ৯৩০০-২২৪৯০/- টাকা
পড়াশোনার যোগ্যাতা:- এইসএসসি পাস সহ থাকতে হবে।
অভিজ্ঞাতা:- ৩ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

7) গাড়ী চালক পদে ১ জন
মাসিক বেতন স্কেল:- ৯৩০০-২২৪৯০/- টাকা
পড়াশোনার যোগ্যাতা:- অষ্টম শ্রেণী পাসসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞাতা:- ৩ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

8) সেপাই পদে ৬০ জন
মাসিক বেতন স্কেল:- ৯০০০-২১৮০০/- টাকা
পড়াশোনার যোগ্যাতা:- মাধ্যমিক সমমানের ডিগ্রী।

9) অফিস সহায়ক পদে ১৯ জন
মাসিক বেতন স্কেল:- ৮২৫০-২০০১০/- টাকা
পড়াশোনার যোগ্যাতা:- মাধ্যমিক সমমানের ডিগ্রী।

10) নিরাপত্তা প্রহরী পদে ৩ জন
মাসিক বেতন স্কেল:- ৮২৫০-২০০১০/- টাকা
পড়াশোনার যোগ্যাতা:- অষ্টম শ্রেণী পাস

www.khulnavat.teletalk.com.bd

আবেদন শেষ সময়ঃ ২১ মে ২০২২  বিকাল ০৫ টা

Khulna Customs Vat Job Circular 2022

খুলনা কাস্টমস নিয়োগ ২০২২

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা নিয়োগ

আবেদন শেষ সময়ঃ ২১ মে ২০২২

Apply Now

কাস্টমস খুলনার কিছু তথ্যঃ কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা জাতীয় রাজস্ব বোর্ডের অধীন বৃহত্তর এলাকাধীন একটি কমিশনারেট। ১৯৯২ সালে শুল্ক ও আবগারী, খুলনা কালেক্টরেট ভেঙ্গে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সালের ২০ ডিসেম্বর মূসক বিভাগের প্রশাসনিক বিভাজনের ফলে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা পুনর্গঠিত হয়।

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার মঞ্জুরীকৃত পদ : ৮৪৯, কর্মরত : ২৬৪ এবং শূণ্য পদ : ৫৮৫। বর্তমানে একজন কমিশনারের নেতৃত্বে ০১ জন অতিরিক্ত কমিশনার, ০১ জন যুগ্ম কমিশনার, ০৮ জন সহকারী কমিশনার, ১৪ জন রাজস্ব কর্মকর্তা, ৭২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে ১৬৭ জন কর্মরত আছেন।

খুলনা কাস্টমস অফিসে যোগাযোগের ঠিকানা:

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি | Customs Excise and VAT Commissionerate KhulnaVat Job Circular | কাস্টমস খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | KhulnaVat Job Circular | কাস্টমস ভ্যাট কমিশনারেট খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | KhulnaVat Job |কাস্টমস খুলনা নিয়োগ ২০২২