স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ( Community Clinic Job circular 2022 ) প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জেনারেল কমিউনিটি ক্লিনিক অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজিএইচএস একটি আকর্ষণীয় চাকরির খবর প্রকাশ করেছে। যোগ্য ব্যাক্তিগন এই সুযোগ নিতে পারেন। কমিউনিটি ক্লিনিকে চাকরির বিজ্ঞপ্তি 2022 বেকারদের জন্য একটি বিশেষ সার্কুলার। কমিউনিটি ক্লিনিক প্রকল্প নারী ও শিশুর কল্যাণে স্বাস্থ্য সেবায় চাকরি করতে আগ্রহী নারী ও পুরুষ উভাই আবেদন করতে পারবেন। তাই মা ও শিশু কমিউনিটি ক্লিনিকে নিয়োগ সার্কুলারে যোগ্য ও আগ্রহী ব্যক্তিরা দ্রুত আবেদন করার আহ্বান করা যাচ্ছে।
আরো চাকরির খবর দেখতে পারেন নিম্নের লিংকে ক্লিক করে; 1) স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 3) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 4) স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের FB Page: JobCircularPro
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ৪র্থ এইচপিএনএসপি অন্তরভুক্ত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধী কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্রানের আওতায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১, এবং সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন-২ মোতাবেক সাকুল্যে বেতন (কনসোলিডেটেড-পে) ভিত্তিক সম্পূর্ণ অস্থায়ী ভিন্তিতে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্রানের মেয়াদকালীন সময় পর্যন্ত নিযোক্ত শূন্য পদসমূহ পূরণের জন্য উল্লেখিত সুবিধা ও শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। উক্ত পদে আবেদনের জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিয়ে উল্লেখ করা হলঃ
কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদনের মাধ্যমঃ ৮০৮ টি পদে বিভিন্ন উপজেলার আগ্রহী প্রার্থীদের ০৯ মে ২০২২ তারিখের মধ্যে মোবাইল নম্বর এবং পদের নাম এবং সিভি সহ পিপি সাইজের ছবির একটি কপি পাঠাতে হবে শুধুমাত্র বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েবসাইট http://cbhc.teletalk.com.bd অনুযায়ি। দুর্ঘটনা জনিত স্বাস্থ্য বীমা, চিকিৎসা ভাতা সহ সকল সেবা প্রভিডেন্ট তহবিল থেকে সকল কর্মকর্তাদের প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের নাম | কমিউনিটি ক্লিনিক |
বিজ্ঞপ্তির ধরন | সরকারি চাকরি |
পদের সংখ্যা | ৮০৮ টি |
পড়াশোনার যোগ্যতা | জেএসসি/এসএসসি/এইচএসসি ও স্নাতক সমমা |
অভিজ্ঞাতা | — বছরের |
কর্মস্থল | বাংলাদেশের যেকোনো জেলাতে |
বেতন/সম্মানী স্কেল | ১৪,১৬,২০ গেড |
প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
বয়স সীমা | নির্ধারিত নয় |
আবেদনের নিয়ম | অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে |
আবেদনের লিংক | http://cbhc.teletalk.com.bd |
আবেদন ফি | ৫০০/- টাকা |
নতুন বিজ্ঞপ্তির সাইট | Job Circular Pro |
অফিসিয়াল সাইট | www.communityclinic.gov.bd |
আবেদনের শেষ সময় | ০৯ মে ২০২২ |
পরীক্ষার তারিখ | ১১ নভেম্বর ২০২২ |
কমিউনিটি ক্লিনিকে আবেদনের বয়স সীমা:- কমিউনিটি ক্লিনিক জব সার্কুলারে আবেদনের জন্য ১০ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স কোন প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অতি সংক্ষিপ্ত ভাবে পদের নাম ও পদের সংখ্যা দেখুন:-
- অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর – ২টি
- কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) – ৭৯৭টি
- স্টোর কিপার – ১টি
- গাড়ী চালক – ৫টি
- অফিস সহায়ক (এমএলএসএস) – ৩টি
আরো সার্কুলার পড়ুনঃ 1) এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি 2) মেডিকেল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি 3) বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিয়োগ
কমিউনিটি ক্লিনিক নিয়োগ ২০২২
বিভিন্ন উপজেলা ভিত্তিক কমিউনিটি ক্লিনিক নিয়োগ ২০২২ প্রকাশ। নিম্নে মোট ৫ ক্যাটাগরিতে ৮০৮ টি পদে চাকরি দেবে কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি)/ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি)। আপনি সরকারি চাকরি, বেসরকারি চাকরির খবর সহ সকল জব সার্কুলার সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট JCP ভিজিট করুন।
1) পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: ০২ টি
পড়াশোনার যোগ্যতা: স্নাতক পাশ
অন্যান্য দক্ষতা: ০২ বছরের এসএস অফিস প্রোগ্রামসহ ডাটা এন্ট্রি অপারেটর এবং ইন্টারনেটে কাজ করার অবিজ্ঞতা থাকতে হবে।
বেতন/সম্মানী গ্রেড: ১৪
2) পদের নাম: কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার
পদের সংখ্যা: ৭৯৭ টি
পড়াশোনার যোগ্যতা: এইচএসসি/সমমান পাশ
অন্যান্য দক্ষতা: এসএস অফিস প্রোগ্রামসহ ডাটা এন্ট্রি অপারেটর এবং ইন্টারনেটে কাজ করার অবিজ্ঞতা থাকতে হবে।
বেতন/সম্মানী গ্রেড: ১৬
3) পদের নাম: স্টোর কীপার
পদের সংখ্যা: ০১ টি
পড়াশোনার যোগ্যতা: এইচএসসি/সমমান পাশ
অন্যান্য দক্ষতা: এসএস অফিস প্রোগ্রামসহ ডাটা এন্ট্রি অপারেটর এবং ইন্টারনেটে কাজ করার অবিজ্ঞতা থাকতে হবে।
বেতন/সম্মানী গ্রেড: ১৬
4) পদের নাম: গাড়ী চালক
পদের সংখ্যা: ০৫ টি
পড়াশোনার যোগ্যতা: জেএসসি/সমমান পাশ
অন্যান্য দক্ষতা: ০৩ বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
বেতন/সম্মানী গ্রেড: ১৬
5) পদের নাম: অফিস সহায়ক “এসএলএসএস”
পদের সংখ্যা: ০৩ টি
পড়াশোনার যোগ্যতা: জেএসসি/সমমান পাশ
অন্যান্য দক্ষতা: প্রার্থীকে দক্ষ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন/সম্মানী গ্রেড: ২০
আবেদন করতে হবে http://cbhc.teletalk.com.bd ওয়েবসাইট এর মাধ্যমে।
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/এসএসসি/এইচএসসি ও স্নাতক সমমান পাশ
আবেদনের সময় শুরুঃ ১০ এপ্রিল ২০২২
আবেদনের শেষ সময়ঃ ০৯ মে ২০২২
পরীক্ষার তারিখঃ ১১ নভেম্বর ২০২২
কমিউনিটি ক্লিনিক চাকরির বিজ্ঞপ্তি 2022
কমিউনিটি ক্লিনিকে পরীক্ষার তারিখ প্রকাশ!
পরীক্ষার তারিখঃ ১১ নভেম্বর ২০২২
আবেদনের শেষ সময়ঃ ০৯ মে ২০২২
Apply Online: – http://cbhc.teletalk.com.bd
আমাদের ফেজবুক পেজ ও গ্রুপে সকল চাকরির খবর আপডেট করা হয়:- www.facebook.com/JobCircularPro
Apply Online: http://cc.recruitmentbd.net
ATD Program Job Circular
Apply Online: http://dghsp.teletalk.com.bd
Apply Online: dghsr.teletalk.com.bd
কমিউনিটি ক্লিনিক নিয়োগ ২০২২
কমিউনিটি ক্লিনিকে আবেদন:- মা ও শিশু কমিউনিটি ক্লিনিক নিয়োগ ২০২২ আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ক্রমিক নং- ০১, ০৩, ০৪ ও ০৫ এর ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ক্রমিক নং- ০২ এর ক্ষেত্রে শূন্য পদের বিপরীতে ইউনিয়নস্থ সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা একই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সিটি কর্পোরেশন অথবা পৌর এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ও মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। শুন্য পদের তালিকা কমিউনিটি বেইজভ হেলথ কেয়ার (সিবিএইচসি) এর ওয়েবসাইট www.communityclinic.gov.bd এবং জেলা সিভিল সার্জন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
কমিউনিটি ক্লিনিক নিয়োগ
আবেদনকারি প্রার্থীর যোগ্যতা:- প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য / জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মুলকপি এবং প্রতিটি কাগজপত্রের সত্যায়িত ফটোকপি ০১টি করে দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সহ সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র।
আবেদনের পর যা যা লাগবে:-
- আবেদন প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক নাগরিকতের সনদপত্র।
- সরকারি পরিপত্রের আলোকে কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদন্ত চারিত্রিক সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।
- Online এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)
- সরকারী/আধা সরকারী শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
- পরীক্ষার সময়, তারিখ ও স্থান পরবর্তীতে অন-লাইনে সংগৃহীত প্রবেশপত্র ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ- পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.communityclinic.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
কমিউনিটি ক্লিনিক জব সার্কুলার 2022
কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কিছুতথ্য:-
- নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত গণ্য হবে।
- নিয়োগে সরকারের প্রচলিত বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগের শর্তসমূহ ও নিয়োগ পদ্ধতি শিথিলযোগ্য।
- কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
- লিখিত/মৌখিকব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
- যদি কোন প্রার্থী সংশ্লিষ্ট ইউনিয়নের নাগরিক না হয়েও মিথ্যা তথ্য দিয়ে আবেদন করেন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্বলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্থায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।
- যে কোনরকম তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গন্য হবে।
- এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী, অপারেশনাল প্র্যানের মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য এবং স্থায়ী রাজস্ব পদে নিয়োগের কোন প্রতিশুতি দেয়া হবে না।
- পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে স্থস্থ্য বিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন।
- নিয়োগ সাকুল্য বেতনে চুক্তিভিত্তিক (শুধু অপারেশনাল প্যান চলাকালীন সময়ের জনা)। অপারেশনাল প্রযানের মেয়াদ শেষে পদসসূহ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্রই অব্যাহতি পত্র হিসেবে গণ্য হবে।
Community clinic Job circular 2022
Publication of recruitment notices for Community clinic Job circular 2022 based in different upazilas. Community Based Health Care (CBHC) / Community Clinic Health Assistance Trust (CCHST) will provide employment in a total of 606 posts in the following 5 categories. Please visit our web site JCP to be the first to read all the job circulars including government job, private job news.
কমিউনিটি ক্লিনিক সার্কুলার
কমিউনিটি ক্লিনিক এর কিছু তথ্যঃ- বাংলাদেশ গত দুই দশকে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়সমূহে প্রতিবেশী ও বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলির তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নির্ধারিত সময়ের আগেই আমরা এমডিজি-৪ অর্জন করেছি এবং সীমিত স্বাস্থ্য বাজেট ও সেই সাথে অন্যান্য আরো অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এমডিজি-৫ এর সীমারেখার কাছে রয়েছি। আমরা এখন এসডিজি যুগে রয়েছি। বাংলাদেশে ৪র্থ এইচপিএন সেক্টর প্রোগ্রাম জানুয়ারী ২০১৭ থেকে জুন ২০২২ এর মধ্যে একটি নির্দিষ্ট সময়ের জন্য চালু রয়েছে।
কমিউনিটি ক্লিনিকে চাকরি
কমিউনিটি ক্লিনিক অনলাইন ফরম পূরণের নিয়ম:-
- ফরম পূরণের প্রথম ধাপে cbhc.teletalk.com.bd লিংকে ক্লিক করে এই ওয়েসাইটে প্রবেশ করুন।
- ওয়েসাইটে প্রবেশ করার পর Application Form এ ক্লিক করুন।
- কমিউনিটি ক্লিনিক নিয়োগ এর পদগুলো দেখতে পাবেন। আপনি যেই পদটিতে আবেদন করবেন সেই পদে ক্লিক করে (Next) বাটনে ক্লিক করুন।
- এই ধাপে প্রাপ্ত ফরমটি পূরণ করে Submit অপশনে ক্লিক করুন।
কোন তথ্য জানার থাকলে কমেন্ট করে বা আমাদের ফেজবুক পেজে জানাতে পারেন।
আমাদের FB Page:- www.facebook.com/JobCircularPro
আরো চাকরির খবর পড়ুনঃ-
01) সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা
02) সরকারি বেসরকারি চাকরি চাই
03) চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
04) চলমান সকল বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
এসডিজি এর প্রথম সাড়ে পাঁচ বছরের জন্য, এমডিজি হিসাবে এসডিজি অর্জনে সিবিএইচসি উল্লেখযোগ্য অবদান রাখবে এবং ২০৩০ সালের মধ্যে এসডিজির অর্জন অব্যাহত থাকবে। ৪র্থ এইচপিএন সেক্টর প্রোগ্রামের অধীনে সিবিএইচসি’র মাত্রা আরো বাড়ানো হয়েছে। সংক্ষেপে, এটি কমিউনিটি ক্লিনিক (বর্তমান সরকারের পতাকাধারী বা ফ্ল্যাগশিপ অর্থাৎ নেতৃত্বদানকারী গুরুত্বপূর্ণ কার্যক্রম) এবং ইএসডি (এশেনশিয়াল হেলথ সার্ভিস সিসি ব্যতীত ইউএইচসি থেকে উপজেলা এর মধ্যে বিদ্যমান সমস্ত প্রতিষ্ঠান) এর কার্যক্রমের অন্তর্ভুক্ত।
♦♥ লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ♥♦
কমিউনিটি ক্লিনিকে নিয়োগ, কমিউনিটি ক্লিনিক নিয়োগ, কমিউনিটি ক্লিনিক নিয়োগ আবেদন, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক নিয়োগ ২০২২, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক নিয়োগ, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি, কমিউনিটি ক্লিনিক এ নিয়োগ বিজ্ঞপ্তি, কমিউনিটি ক্লিনিকে চাকরির খবর, কমিউনিটি ক্লিনিকে চাকুরী, কমিউনিটি ক্লিনিক জব সার্কুলার,
কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি 2022, কমিউনিটি ক্লিনিক চাকরির বিজ্ঞপ্তি 2022, উপজেলা কমিউনিটি ক্লিনিক চাকরির বিজ্ঞপ্তি 2022, কমিউনিটি ক্লিনিক জব সার্কুলার 2022, কমিউনিটি ক্লিনিক জব সার্কুলার, কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,
মা ও শিশু কমিউনিটি ক্লিনিক নিয়োগ, কমিউনিটি ক্লিনিক ভলান্টিয়ার নিয়োগ,কমিউনিটি ক্লিনিক সার্কুলার, community clinic circular 2022, Community clinic Job circular 2022, community clinic job 2022,