আরএফএল গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি ২০২১

আরএফএল গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি ২০২১ সাম্প্রতিক প্রকাশ করা হয়েছে। আরএফএল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। রংপুরে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পথচলা শুরু। এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন আমজাদ খান চৌধুরী। প্লাস্টিক পণ্য রপ্তানির জন্য স্বর্ণপদক পায় আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড। আরএফএল গ্রুপ দেশের সর্ববৃহৎ প্লাসষ্টি, স্টেশনারী, মেটাল, ফার্নিচার, ইলেকট্রনিক্স, মেলামাইন, পিভিসি, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল সেলস-এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে।

ভ্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারাদেশে সুষ্টুভাবে আরএফএল পণা বিক্রয় ও বাজারজাত করণের জন্য সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় বেতন কাঠামোয় নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক উদ্যমী পরিশ্রমী এবং ক্যারিয়ার সচেতন বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হাবে। এ ছাড়া ব্রোঞ্জ পদক অর্জন করে আরএফএল গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিকস লিমিটেড। ২০১৯-২০ অর্থবছরে তাদের বিক্রির পরিমাণ ১৪ হাজার ৪৪১ কোটি টাকা। আপনি যদি আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন করতে চান তবে আপনাকে নিচের দেওয়া সকল নিয়ম মেনে নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবদন পূরন করে জমা দেওয়া উচিৎ। RFL Group Job Circular 2021 এর সকল তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হলঃ

কোম্পানির নাম আরএফএল গ্রুপে
আবেদনের যোগ্যতা এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর সমমান পাশ
পদের সংখ্যা ০৭ টি
বেতন স্কেল আলোচনা সাপেক্ষ
বয়স সীমা পদ ভেদে
আবেদনের নিয়ম সাক্ষাৎকারের মাধ্যমে
আবেদনের শেষ তারিখ ১,১৩,১৪,১৮,২০ অক্টোবর ২০২১

আরএফএল গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি ২০২১

 

Apply

To Apply:  RFL Group Job Circular and Apply

 

আবেদনের যোগ্যতাঃ
বয়স ১৮ থেকে ৩২ বছর, অভিজ্ঞদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগা। উচ্চতা ও শারিরীক গঠন ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি সুঠাম দেহ ও সুস্থ্য দেহের অধিকারী হতে হবে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাঃ মাসিক বেতন (লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা), যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেনটিভ,বিদেশ গমন, কর্মদক্ষতার ভিত পদোনতি, নত বেতন বধিসহ আরও অনানা সুবিধা রযেছে। বাংলাদেশের যে কোন জেলায় এবং কোম্পানীর যে কোন সেলস টিমে কাজ করার মানসিকতা সম্পূন্য অহী যোগ প্রার্থিদেরকে সদা তোলা ২কপি রঙিন ছবিসহ বায়োডাটা, সকল পরীক্ষা পাসের সনদপর এবং এসএসসি/এইচএসসি রেজিষ্ট্রশন কার্ড এবং জাতীয় পরিচাপর (ভোটার আইডি)-এর মূলকপি ও ফটোকপি নিয়ে সরাসরি সাক্ষাতকারের মাধ্যে আবেদন করতে হবে।

 

আরএফএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, আরএফএল নিয়োগ, rfl নিয়োগ ২০২১, আরএফএল শোরুমে নিয়োগ, আরএফএল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি ,আরএফএল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি, আর এফ এল নিয়োগ বিজ্ঞপ্তি, rfl এর নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাণ-আর এফ এল এ নিয়োগ বিজ্ঞপ্তি, rfl এ নিয়োগ, rfl কোম্পানিতে নিয়োগ, rfl গ্রুপে নিয়োগ, rfl নতুন নিয়োগ, rfl niyog 2021, আরএফএল গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি, আরএফএল শোরুমে চাকরি, আরএফএল সেলসে চাকরি, আরএফএল এ চাকরি, আর এফ এল চাকরি, আর এফ এল জব, আর এফ এল এ চাকরি, আর এফ এল চাকরির খবর, আরএফএল কোম্পানিতে চাকরি, আরএফএল চাকরির খবর, আর এফ এল এ চাকরির নিয়োগ, আরএফএল জব সার্কুলার, RFL Group Job Circular, RFL Group Jobs,