অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : সাম্প্রতিক ৪৯ জনকে ১৫ টি পদে চাকরি দেবার জন্য বিসিএস (কর) একাডেমির অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জব সার্কুলারটি  (Ovvontorin Sompod Bivag Job Circular 2023) প্রকাশ করেছে। নির্ধারিত পদে জব করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। আবেদন কারিকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। নারী-পুরুষ উভায় আবেদন করতে পারবে কিন্তু একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পরীক্ষা খবর, সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে আমাদের ওয়েবসাইট জব সার্কুলার প্রো টিমের সাথে থাকুন।

✋🏽আবেদনপত্র পূরণের সতর্কতা 
➡️ ফরম পূরনের পূর্বে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন;
➡️ ধীরস্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন। যাতে কোনও প্রকার তথ্য ভূল না হয়;
➡️ মিথ্যা বা বিভ্রান্তিমুলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে;
➡️ কোনো প্রকার অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে;
➡️ অসম্পূর্ণ / ভুল তথ্য সম্বলিত দরখাস্ত বাতিল করা হবে;
➡️ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।
➡️ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জব সার্কুলারের কিছু তথ্য 
প্রতিষ্ঠানের নাম অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
জবের ধরন সরকারি চাকরি
প্রার্থীর ধরন নারী ও পুরুষ
পদের সংখ্যা  ৪৯ টি জনবল
পড়াশোনার যোগ্যতা এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাশ
বেতন/সম্মানী স্কেল নিম্নে বিজ্ঞপ্তি অনুযায়ী
আবেদন ফি পদ ভেদে প্রদান করাহবে
আবেদনের মাধ্যম অনলাইনের মাধ্যমে কাগজ-পত্র জমা দিতে হবে
আবেদনের লিংক www.bcsta.teletalk.com.bd
অফিসিয়াল সাইট www.ird.gov.bd
নতুন চাকরি সাইট JobCircularPro.com
আবেদন শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৩

Ovvontorin Sompod Bivag Job Circular 2023

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চাকরি প্রার্থীর পদের নাম ও পদের সংখ্যা দেখে নিন:

👤 কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০১ টি

👤 স্টোর কিপার
পদের সংখ্যা: ০১ টি

👤 ল্যাংগুয়েজ ল্যাব অ্যাটেন্ডডেন্ট
পদের সংখ্যা: ০১ টি

👤 কম্পিউটার ল্যাব অ্যাটেন্ডডেন্ট
পদের সংখ্যা: ০১ টি

👤 মেডিকেল সহকারী
পদের সংখ্যা: ০১ টি

👤 একাউনটেন্ট
পদের সংখ্যা: ০১ টি

👤 ব্যক্তিগত সহকারী
পদের সংখ্যা: ০১ টি

👤 সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১৮ টি

👤ক্যাশিয়ার
পদের সংখ্যা: ০১ টি

👤উচ্চমান সহকারী
পদের সংখ্যা: ০১ টি

👤 ডরমেটরি অ্যাটেন্ডডেন্ট
পদের সংখ্যা: ০১ টি

👤 হাউজ কিপার
পদের সংখ্যা: ০৪ টি

👤 ক্লাসরুম অ্যাটেন্ডডেন্ট
পদের সংখ্যা: ০১ টি

👤 লাইব্রেরি অ্যাটেন্ডডেন্ট
পদের সংখ্যা: ০১ টি

👤 অফিস সহায়ক
পদের সংখ্যা: ১৩ টি

আবেদন  শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৩

আবেদন করার নিয়ম

প্রার্থীদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (www.bcsta.teletalk.com.bd) গিয়ে আবেদনপত্র সম্পূর্ণভাবে পূরণ করে সাবমিট করতে হবে। আবেদনপত্র পূরণ করার শেষ তারিখ ৩১-০১-২০২৩ ইং।

আবেদন ফি জমা

আবেদনপত্র  সাবমিটের ৭২ ঘন্টার মধ্যে নির্ধারিত আবেদন ফি টেলিটকে জমা দিতে হবে। যদি কোন কারনে আবেদন ফি দিতে দেরি হয়ে যায় তাহলে আবেদন বাতিল বলে গন্য হবে। আবেদন ফি সহ সকল তথ্য নিম্নের নোটিশ বোর্ডে আছে। তাই আবেদনের পূর্বে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়েনিন।

বিশেষ দ্রষ্টব্য:
অনলাইন আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী জেলা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। অসম্পূর্ণ / ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগে চাকরির নোটিশ-বোর্ড

 

আবেদন শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৩

🔎 নতুন আপডেট পেতে ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন:
Facebook - log in or sign up  আমাদের ফেসবুক পেজ:👉🏾 √ JobCircularPro
Facebook - log in or sign up আমাদের ফেসবুক গ্রুপ:👉🏾  √চাকরির নিয়োগ সার্কুলার
🌐 আমাদেওয়েবসাইট 👉🏿 Job Circular Pro.com

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর কাজ কি?

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি বিভাগ। ১৯৭৯ সালের ২১ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গঠিত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর প্রধান কাজ হল, বাংলাদেশে শুল্ক আদায় তদারকির দায়িত্বে পালন করা। এই প্রতিষ্টানটি বিভিন্ন প্রতিষ্ঠানের শুল্ক আদায় করে এবং তদারকির করে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ঠিকানা?

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ভবন নং – ৭, ৩য় তলা

বাংলাদেশ সচিবালয়
আব্দুল গনি রোড, ঢাকা- ১০০০

ই-মেইল : info@ird.gov.bd

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কিছু তথ্য;
অভ্যন্তরীণ সম্পদ গঠিত ২১ এপ্রিল ১৯৭৯
সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
সিনিয়র সচিব
আবু হেনা মো. রহমাতুল মুনিম
ওয়েবসাইট ird.gov.bd